পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] হইতেছিল না, তিনি বলিলেন, “ডা যতদিন এক সঙ্গে ঘর করতে হচ্ছে ততদিন মা বাপকে না মানলে চলবে কি করে ? যখন নিজেবা স্বাধীন হবে, তখন নিজেৰ মতে চলতে পাববে ।” মাযা খালি শুনিযাই যাইতেছিল, কোনো কথা বলে নাই। তাহাকে কেমন একটু অন্যমনস্ক দেখাইতেছিল। প্রভাসেব মা যাইবাব সময ইন্দুকে বলিষ গেলেন, “একদিন যে ও আমাদেব বাডী মেযেদেব নিযে ” ইন্দু বলিল, “ত যাব। তবে বিধেব কথা বেশী বোলো না যেন আমাদেব মেযেব কানেব কাছে, শুনলে সে একেবাবে ক্ষেপে যায ।” ছায়া R&& মায়া তাড়া দিয়া বলিল, “আর তুমি যেন কি পিসীমা । কি যে বল—” ইন্দু হাসিয়া বলিল, “কেন আমি কি মিথ্যে -কথা বল্লাম ? নিস্তাব পিসী কবে বিয়েব কথা বলেছিল বলে এখনও বুজীব উপব ক্ষেপে আছিল ।” প্রভাসেব মা বলিলেন, “আজ তবে আসি এখন । তুমি ঘেষে আমাদেব বাড়ী মা লক্ষ্মী, কেউ কিছু বলবে না।” তিনি চলিয। যাইতেই মায উঠিযা অন্য ঘবে চলিয়া C 1 ( ক্রমশ: ) ছায়া শ্ৰীহুবলচন্দ্র মুখোপাধ্যায় o স্মৃতি-বিস্মৃতি-কাহিনী ভাসিছে পবাণে মম। —থমকি দাড়াহু দুয়াবে তোমাব, হে অনুপম । শৰ্মবী-বুকে আলো-আলিপনা, কালে আবছাষে আজো মুছিল না ? মানস-তিমিবে কুসুম-কামনা —কী নিৰ্ম্মম । কায়াহীন আঁধি –ছযাটি তবুও পিছনে ফিরে } হানে কবাঘাত তোবণে অামাব—-তিমিব-তীবে। স্থদুব নীলিম-বিলীন পাথার – কোটি তাবকায় কাদিছে আঁধাব । ধবণী মুকুবে ছায়াছবি তাব— নামিছে ধীরে । অন্তর-মণি-মঞ্জুষা মোব, কদ্ধ আজি ; হাবাণে স্থবেৰ রেশ তবু কেন উঠিছে বাজি’ ? মেরু-শির-তলে স্মৃতি-তপোবন, নিদাঘ-মরুর তন্দ্রা-মগন । —টুটিছে মাধবী-রজনী-স্বপন --কণিকারাজি । জীবন-উষাব স্মৃতিট আজিও পরাণে জলে । দীঘল-কববী-পবিমল, মন-কমল-তলে । হেরি যবে রূপ, নবীন-নবী, স্মৃতিব ছায়াটি থমকে অমনি । মান তস্থানি ফিবিছে অবনী —~পবশছলে । অমা-আধিয়াবে ফিবে পিপাসিনী স্বমধ্যম ! দ্বিধা-ভয-হাব মূর্ছনাহুত বাগিণী-সম । বিস্মৃতি-মোহে বালুক-বেলায়,ছুটে চলি মহ মরু-পিপাসায় । --ছায়াটি আসিযা চরণে লুটায় —মবম-বম | বিস্তৃত সাঁথি, বাগিণী ধ্বনিছে পরাণে মম। . —সে পবশ-ভীতি হারাযে এসেছি,---আমাকে ক্ষম চমকি চাহিমু স্মৃতি-তপোবনে, তারাষ্ট্ৰীপ কাপে ফুল-শিহরণে । নিশীথ-বীণায়, স্বনিছে পবনে —হে মনোবম |