পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭৩ --l.---> ২য় সংখ্যা ] দ্বীপময় ভারত সে ভারতীয় ব্রাহ্মণ ওদেশে গিয়ে এই কাৰ্য্যে হাত অমুষ্ঠিত হিন্দু ধর্মের চর্চা করবার জন্য গেল না,— দেবেন । আবার ওদের দেশের দু চার জন পদণ্ড আর ছাত্রকে মণ্ডপগুলি দেখবার সময়ে শ্ৰীযুক্ত কারনো-এর সঙ্গে ভারত আর বলির সংস্কৃতির যোগের কথা নিয়ে আমার একটু আলাপও বেশ হ’ল—রবীন্দ্রনাথের প্রতিভা আর র্তার ব্যক্তিত্ব নিয়েও হ’ল । শ্ৰীযুক্ত কারোন ব’ললেন— আপনার যদি সত্যি সত্যিই ভারতবর্ষের সভ্যতার ধারা আবার এদেশে বহাতে পারেন, তা হ’লে এই সুন্দর জPতকে এদের নিজেদের সুন্দর সংস্কৃতিটীকে রক্ষা করতে পারবেন । আজ কালকার দিনে যখন জগতে সৰ্ব্বত্রই অশান্তি আর বর্বরতা এসে পড়ছে, জীবনের সৌন্দর্য্য চ'লে যাচ্ছে, তখন বলিদ্বীপে যে তাদের জীবনের মনোহারিত্ব সারল্য শাস্তি অরে শী বজায় রাখতে পেরেছে, তার কারণ এই যে, প্রাচীন হিন্দু ভাব এদের জীবন থেকে এখনও অপস্থত হয় নি। আপনার অস্বিন, রবীন্দ্রনাথের মত ব্যক্তি বিশ্বভারতীর মারফৎ এদের সঙ্গে সহযোগে কাজ করুন। এদের সভ্যতাকে আরও স্বপ্রতিষ্ঠিত আর স্বদূঢ় করে তুলুন—আমরা ডচেরী আপনাদের সাদরে গ্রহণ কর’বে, আপনাদের সমস্ত স্বযোগ দেবো। কিন্তু একটা কথা মনে রাগ বেন-পলিটিক্স ক’রতে এলে চ’লবে না। যে ঘণ্টা কতক আমরা বাঙলিতে ছিলুম তার খানিকটা সময় রেসিডেন্ট সাহেবের মতল হৃদয়বান ব্যক্তির সঙ্গে এই রকম আলাপে ভারত আর বলির মধ্যে পুনরায় যোগসাধন বিষয়ে মনে খুব আশা আর আনন্দ হয়েছিল। কিন্তু হায়, কাৰ্য্যতঃ তৃ এখনও ঘ’টুল না। এদিকে দৃষ্টি দেবার সময় নেই আমাদের । আমাদের প্রস্তাবিত সংস্কৃত শিক্ষকও পাঠানে৷ হ’ল না, আমাদের কেউ গিয়ে ওদের ভাষা ওদের نام و س----- ?26\ ভারতবর্ষে আনবার কথা হ’য়েছিল তা ও হ’লো না । শ্ৰীযুক্ত কারোনের সঙ্গে আলাপে মনে হ’চ্ছিল, ভারতের মানসিক আর আধ্যাত্মিক শক্তির প্রতি তার অক্ষুঃ শ্রদ্ধা আর বিশ্বাস আছে , আর আমি আমাদের পূজা-নিরত পদগু-হাতে ‘মুদ্রা করছেন নানা অযোগ্যতার কথা আর নানা মূখত। আর গোড়ামির কথা মনে ক’রে মরমে ম’রে যাচ্ছিলুম। বলিদ্বীপের পদ গুর! নিজের নিজের কাজে ব্যস্ত, বিদেশীদের দিকে দৃষ্টিপাত করবার তাদের কৌতুহল বা সময় নেই। এরা বেশ একটা ভদ্র, ভব্য আর সংযত ভাবে, বেশ গাম্ভীর্য্যের সঙ্গে নিজ কৰ্ত্তব্য সম্পাদন ক’রে যেতে লাগলেন –এদেশের হিন্দুসমাজে জাতিভেদ আছে—ত কেবল বিয়েতেই ; ছুংমার্গ বা স্পর্শদোষ, আর দক্ষিণ ভারতের দৃষ্টিদোয’— এ-সকলের মত বৰ্ব্বরতা থেকে এরা মুক্ত। মণ্ডপে মৃতের উদ্দেশ্বে ভাত ডিম শূলপক্ক শূকর প্রভৃতি সাজানে রয়েছে, ডচ সাহেবের সেখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, কোনও আপত্তি নেই। পূজা মণ্ডপে