পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] দ্বীপময় ാ...അു.-ുക്കു--ഹാ ാ~ শ্রীন্ধমণ্ডপে উপচার ও নৈবেদা মস্তকে গ্ৰীগণের আগমন বা বসিয়ে তোলবার চেষ্টা না হয়,- তবে ছবি তোলাবার আকাজক্ষাও নেই । আমরা মণ্ডপগুলি থেকে নেমে আসছি । কঁাচা বাশের মিঠে সোধ গন্ধ, কলা তাল আর না’রকল পাতার আর কলার বাসনার গন্ধ, আর তার সঙ্গে ধূপ ধূনার গন্ধ ; এত লোক ভালো কাপড় প’রে কিছু কিছু স্বগন্ধি মেখে ঘুরে বেড়াচ্ছে, তার সৌরভ ; আর লোকেদের Thorą siłą zştzaz otto melati Ri TĦĠ, tjempaka বা চম্পক, গন্ধরাজ প্রভৃতি আমাদের পরিচিত ফুলের সৌরভ—একটু উগ্ৰ ব’লে মনে হ’ল এই সমস্ত ফুলের সৌরভকে ; তার উপর মেয়েরা আর পুরুষেরা মাথায় লম্বা - চুলে প্রচুর না’রকল তেল মেখেছে তার বাস ;– এই সমস্ত মিলে যুগপৎ নাসাপথকে যেন অভিভূত ক’রে ফেলছে – চোখের সামনে ভীড়ের লোকেদের নিরাবরণ সৌষ্ঠব আর সৌষম্য পূর্ণ দেহের পীতাভ, কচিৎ বা তামাভ গৌরবর্ণের রৌদ্র-চিঙ্কণ ঔজ্জ্বল্য ; এদের দেহের ঋজুতা আর তনিম| ; বর্ণোজল বস্থে মনোহর গতি-ভঙ্গিতে এদের চলাফেরা ; আর কানে অনিরুদ্ধভাবে তালে তালে গামেলান বাজনার স্বমিষ্ট ধ্বনি ; এ সমস্তের উপরে মিঠে-কড়া রোদরের প্রভাব পড়ে এই সৌরভ আর বর্ণ-সমাবেশকে যেন আরও কড়া আরও তীব্ৰ ক’রে তুলেছে ; আণর জনতার • অপরিহার্য্য কলরব এই বাদ্যপূর্বনির সঙ্গে discord বা বিবাদের সঙ্গে সঙ্গে যেন একটা harmony বা সংবাদিভাবের সৃষ্টি ক’রে তুলেছে ; এক সঙ্গে ভ্ৰাণেন্দ্রিয়, দর্শনেন্দ্রিয় আর শ্রবণেন্দ্রিয় আক্রাস্ত হ’য়ে পড়ায়, আর এত অদৃষ্টপূৰ্ব্ব বস্তুর সমাবেশের মধ্যে পড়ে যাওয়ায় মনও যেন অভিভূত হ’য়ে পড়েছে- যেন একটা অবসাদে আমাদের মনকে ঘিরে ফেলেছে, এ রকম অবস্থা আমাদের হ’ল । রেখায় রূপে বর্ণে গন্ধে ধ্বনিতে মিলে যে কল্পলোকের শুষ্টি ক'রে তুলেছিল, তা