পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ون سرایید প্রেরণ করিল এবং আমীরও নানাদেশে আপনার প্রতিনিধি প্রেরণ করিলেন। রাজ্যশাসন যথাক্রমে চলিতে লাগিল । আমীর হবিবুল্লাষ্ট প্রথম আফগানিস্থানে আধুনিক সভ্যতা বিস্তারের জন্য চেষ্টা করেন। তিনি দেশে, মোটরকার, টেলিফোন, সংবাদপত্র প্রভৃতির প্রচলনে সচেষ্ট প্রবাসী—জ্যৈষ্ঠ, ১৩৩৭ MJAMMAMAMASAAMMAAA AAAA AAAA AAAA MMMAMMAMM MMMAMMS SSMSAMAMeMMeeAMMMAMAeS MAMMAA AAAA AAAA AAAAMMMMMS [ ৩০শ ভাগ, ১ম খণ্ড

    • مست۔ یمتیب * یہ ہے s سہمت

আফগানিস্থান এত দ্রুত সংস্কারগ্রহণে সমর্থ হইল না। ইহার ফল বিষময় হইয়া দাড়াইল । সনাতন পন্থাকুসারী মোল্লাগণ আমাচুল্লার উপর খড়গহস্ত হইয়া উঠিল। দেশের সর্বত্র বিরক্তি সঞ্চারিত হইতে হইতে ক্রমে সেই ধূমায়মান বিদ্রোহ বাচ্চা-ই-সাকে রূপে প্রজ্জ্বলিত হইয়া উঠিল। ফলে, আমীর আমাহুল্লা o o . :ایگبرٹ بال క్రౌజః శాతకళా ఇ" _ణి . A. . قg; to

  1. "

to . আফগানিস্তানের নুতন সরকারী দপ্তরধান। হন । শিক্ষাবিস্তারই যে সভ্যতার ভিত্তি এ-ধারণ তাহার যথেষ্টই ছিল এবং তাহারই সময়ে কাবুলে একটি উচ্চবিদ্যালয় ও হাবিবিয়া কলেজ স্থাপিত হয় । এই সকল বিদ্যাপ্রতিষ্ঠানের জন্য সাধারণতঃ ভারতবর্ষ হইতে শিক্ষক সংগ্রহ করা হইয়াছিল । আফগানরা যে, এখনও একপ্রকার অসভ্য একথা বলিলে অত্যুক্তি হয় না। শিক্ষার বিস্তার সেখানে বিশেষ কিছু হয় নাই—কুসংস্কারে সমস্ত দেশ পরিপূর্ণ। কাজেই আমীর হবিবুল্লা প্রবর্তিত এই সকল নূতনত্ব কোনও দিনই মোল্লাদের মনঃপূত হয় নাই । কিন্তু তাহ লইয়া বিশেষ কোনও গোলযোগের স্বষ্টি ও হয় নাই । কিন্তু আমীর আমাচুল্ল অফগানিস্থানের যে সংস্কার আরম্ভ করিলেন তাহ প্রকারেও উহীর গতিও তেমনি দ্রুত । তিনি দেশে একটা যুগান্তর আনিতে চেষ্টা করিলেন । কি নারীশিক্ষায়, কি সামাজিক ব্যাপারে, কি রীতিনীতিতে, সৰ্ব্বত্র একটা নবভাবের আন্দোলন উপস্থিত হইল। কিন্তু অশিক্ষিত যেমন ব্যাপক, রাজ্য ছাড়িয় ইটালীতে পলায়ন করিতে বাধ্য হইলেন । বাচ্চাই-সকোর পিত। ভিস্তি বহন করিতেন বলিয়। কথিত আছে । কিন্তু ইহার সত্যত। সম্বন্ধে সন্দিহান হুইবার যথেষ্ট কারণ বৰ্ত্তমান । সে যাহাই হউক, ইহার ভাগ্যেও বেশি দিন আমীরী ঘটিয় উঠে নাই। নাদির শাহ ইহাকে নিহত করিয়া গদা দখল করিয়া বসিয়াছেন । আফগানিস্থানের আয়তন অল্পকম ২৪৫০০০ বর্গ মাইল । দেশের অধিবাসী প্রায় ১০,০০০,০০০ লক্ষ—সকলেই ইসলামধৰ্ম্মী । সাধারণতঃ আফগানের বড় অর্থলোলুপ। বহুকাল যাবং হিন্দুস্থানের তোরণদ্বার রক্ষা করিয়৷ ইহাদের আচরণ সভ্যতাসঙ্গত হইতে পারে নাই। চুরি ও ডাকাতি ইহাদের মধ্যে অত্যন্ত সচরাচর ঘটিয়া থাকে —নরহত্য ইহাদের পক্ষে অতি সাধারণ ব্যাপার। দেশে জমির অভাব, কাজেই সকলের পক্ষে চাষবাস করিয়া আহারসংগ্রহের সম্ভাবনা নাই। উপজীবিকার জন্য বহু আফগানকে দসু্যত অবলম্বন করিতে হয়। গ্রামে গ্রালে মোল্লারাই প্রধান । তাহদের কথামত ইহারা চলিয়া থাকে। দৈবজ্ঞ ও মোল্লাতে আফগানদের অতিশয় বিশ্বাস । দিনক্ষণ দেখিয়া তাহারা শুভ কাৰ্য্য আরম্ভ করে। দোষশাস্তির জন্ত কবচধারণ, তাহদের পক্ষে অতি সাধারণ প্রথা—এমন কি শাস্তিকবচ তাহদের ঘোড়ার শরীরেও বাধিয়া দিতে দেখা যায় । - o ...* o سه ماه بعصدمه محم A.శా~* *