পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*

মহাত্মা গান্ধী কারাগারে শীঘ্র হউক, বিলম্বে হউক, মহাত্মা গান্ধী বন্দী হইবেন এ অনুমান সকলেই করিয়াছিলেন । এত দিন সরকার কেন তাহাকে গ্রেপ্তার করেন নাই, সে বিষয়ে নানা জনে নান। অনুমান করিতেছেন, কিন্তু বিলম্বের ঠিক কারণ কি, বোধ করি বড়লাট ও বলিতে পারিবেন না। ব্রিটিশ সরকার একজন মাতুম নহেন, অনেক মাহুষের সমষ্টি । এই মাতুযগুলি ঠিক্‌ একই কারণে এতদিন গান্ধীজীকে গ্রেপ্তার করার বিরোধী ছিলেন, মনে হয় না। . ভারতবর্ষে ও বিলাতে ইংরেজদের খবরের কাগজে সাধারণতঃ প্রথম প্রথম এই রূপ ধারণ প্রকাশ পাইয়াছিল ধে, গান্ধীজীর সমুদ্রতীরে লবণ প্রস্তুত করিতে যাওয়া প্রহসন মাত্র, শীঘ্রই উহার সমাপ্তি হইবে ; সুতরাং আপন৷ হইতেই শীঘ্ৰ যাহা লোপ পাঠবে, গান্ধীজীকে গ্রেপ্তার করিলে তাহাকে কৃত্রিম উপায়ে আরো কিছু দিন বাচাইয়। রাখা হইবে মাত্র । ব্রিটিশ সরকারের ধারণাও হয় ত এই রূপ ছিল । সম্ভবতঃ শীঘ্রই এই ধারণ বদলাইয় যায় ; সরকারী লোকের দেখিতে পাম গান্ধীজীর দলে লোকের সংখ্য নিতান্ত কম নয় । তখন হয় এক এক প্রদেশের এবং স্থানের নেতাদিগকে গ্রেপ্তার করিয়া মহাত্মাজীকে তাহদের সাহায্য হইতে বঞ্চিত করিবার নীতি অবলম্বিত হয়। এমনও হইতে পারে, যে, দেশে দাঙ্গা হাঙ্গামার প্রাদুর্ভাব না হওয়া পৰ্য্যন্ত গবন্মের্ণট অপেক্ষা করিতেছিলেন । কারণ, কোথাও বিশেষ কোন অশাস্তি উপদ্রব না থাকা সত্ত্বেও গান্ধীজীকে গ্রেপ্তার করিলে সভ্যজগতের লোকমত ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যাইবে, এইরূপ অনুমিত হইয়া থাকিবে। এমনও হইতে পারে, যে, ভারতসরকার বিলাতী গবন্মেণ্টের আদেশে গান্ধীজীকে マ万 বন্দী করিয়াছেন, এবং বিলাতী গবন্মের্ণট ইংলণ্ডের বিস্তর লোকের চীৎকার থামাইবার জন্য এইরূপ আদেশ করিয়াছেন । এ সমস্তই অকুমান । গান্ধীজীকে এত দিন গ্রেপ্তার না করিবার প্রকৃত কারণ কোন বেসরকারী লোকের জানিবার কথা নয় । উপদ্রব অশাস্তি যাহা ঘটিতেছে, ব্রিটিশ পক্ষ হইতে সেগুলিকে সাক্ষাং ব| পরোক্ষ ভাবে গান্ধীজীর আইন-লঙ্ঘন-প্রচেষ্টার সহিত জড়িত করিবার চেষ্ট স্বাভাবিক। আমর। কিন্তু তৎসমুদয়ের কারণ অন্তরূপ মনে করি । অনেক সম্পাদক অন্য লোক বলিতেছেন, গান্ধীজীকে বন্দী করিয়া গবন্মেটি বড় ভুল করিয়াছেন, তাহাতে গবন্মেণ্টের অনিষ্ট হইবে, ইত্যাদি । গবন্মেণট বেসরকারী লোকদের পরামর্শ ও মত তখনই গ্রহণ করেন, যখন তাহা তাহীদের মতের সঙ্গে মিলে ও র্তাহাদের উদেশ্ব সাধনের অনুকুল হয় । সুতরাং গবন্মেটিকে পরামর্শ দিতে চাই ন । অযাচিত ভাবে গবন্মেণটকে পরামর্শ দিবার প্রবৃত্তিও আমাদের নাই। গবন্মেণ্ট যদি ভুল করিয়া থাকেন, নিজেই তাহ বুঝিতে পারিবেন } দেশী খবরের কাগজগুলি বেসরকারী লোকমত গঠনে কিছু সাহায্য করিয়া থাকে । সুতরাং আমরা যাহা লিখিতেছি, তাহ স্বদেশবাসী বেসরকারী লোকদের জন্য । র্তাহীদের মধ্যে যাহার দেশের মঙ্গলামঙ্গল চিন্ত} করেন, তাহারা সকলেই ভাবিতেছেন, গান্ধীজী কারারুদ্ধ হওয়ায় তাহার দ্বারা প্রবর্হিত স্বাধীনতা-লাভ-চেষ্টা কি মন্দীভূত হইবে বা থামিয়া যাইবে ? ভবিষ্যতের গর্ভে কি লুক্কায়িত আছে, জানি না। কিন্তু গান্ধীজী ধৃত হওয়ার পরেই দেখিতেছি, তাহার মতাতুবন্তী লোকদের দলে নূতন লোক জুটিতেছে, র্যাহারা আগে যোগ দেন নাই, র্তাহারাও অনেকে যোগ দিতেছেন, বিশ হাজার পঞ্চাশ gي