পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ২য় সংখ্যা ) লুক্কায়িত ব্যঙ্গ ব্যর্থ। এরূপ দাবী পৃথিবীর লোকে সত্য বলিয়| জানে । খাজনা না-দিবার পরামর্শদান মদের দোকানে ও বিদেশী কাপড়ের দোকানে পিকেটিং তাহার অভিলমিত্ব ফল উৎপাদন করিতেছে না দেখিয়া গান্ধীজী কৃষকদিগকে জমীর খাজনা না-দিতে উত্তেজিত করিতেছেন, তাহার বিরুদ্ধে বোম্বাই গবন্মেন্টের ইহ আর এক অভিযোগ । পিকেটিং যথেষ্ট ফলপ্রদ হইতেছে না, ইহার কোন প্রমাণ অাছে কি ? পিকেf: যথেষ্ট ফলপ্রদ না হওয়াটাই কুমকদিগকে খাজনা দিতে নিষেধ করার কারণ, তাছাই ব বোম্বাই গবন্মেন্ট কেমন করিয়া জানিলেন ? গান্ধীজী কি মনে করিয়া কি করেন, তাহ। তিনি প্রকাশ করিয়! ন বলিলে কেবল থর্টু-রীড়ার ব। পরচিত্তজ্ঞানীরাই তাহ বলিতে পারেন। পরচিত্তজ্ঞানের দাবী বোম্বাই গবন্মের্ণট করেন বলিয় অবগত নহি । জমীর গাজন ব৷ অন্য কোন রকম ট্যাক্স না দিলে তাহার জন্য আইনে নির্দিষ্ট ভোগ করিতে হয় । সাহার। ট্যাক্স দিবে না স্থির করে, তাহ সহ্য করিবার জষ্ঠ্য তাঁহার প্রস্তুত কিন্তু বিশেষ কোম ট্যাক্স না-দেওয়া বা না-দিতে লোককে বলা সভ্য জগতে নিস্ক্রিয় প্রতিরোপ resistance i zizsäß (goi of (constitutional ) তুঃপ থাকে । তাহী ( passive অঙ্গ বলিয়। স্বীকৃত, যদিও নতন প্রেস , বিধান অহসারে সংবাদপত্রের পক্ষে ষ্টত ’ একটা গুরুতর অপরাধ বলিয়া উল্লিগিত কষ্টয়াছে। ইংলণ্ডের মত প্রজাতন্ত্র শাসনপ্রণালীতে দেশের শাসনব্যয় নিৰ্ব্বাহের জন্য পাৰ্লেমেণ্ট প্রভৃতি ব্যবস্থাপক সভ কর্তৃক অর্থ মঞ্জুর করিবার আগে গবন্মেণ্ট অভাব অভিযোগ শুনিতে ও তাহার প্রতিকার করিতে বাধা, ইহা একটা মামুলী কথা ।

      • *** “grievances before supplies” &I. হয়। আমাদের দেশে প্রজাতন্ত্র প্রণালী প্রচলিত নাই বলিয়া, অন্য সভ্য দেশের লোকদের ট্যাক্স না-দিয়৷ নিজেদের অভাব অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণ করিবার

বিবিধ প্রসঙ্গ—সামাজিক ভয় প্রদর্শনের অভিযোগ AMMMAMA AMA MMAMAMASASMMAS MAAAS రిeసి مین حممہم پہ ہی ہیلمہیبتی. لیے م سے هم ہمہ م*م جمہ : রীতি অবলম্বন করিতে ভারতীয়েরা অনধিকারী, ইহু স্বীকার করিতে পারি না। ভারতীয়ের অনেকে ট্যাক্স না দিবার দুঃখ ভোগ করিতে প্রস্তুত, কিন্তু প্রতিকারলাভার্থ ট্যাক্স না-দেওয়া একটা ক্রাইম বা গুরুতর অপরাধ, ইহা তাহার। স্বীকার করিতে পারে না। গুজরাটের খেড়া জেলার ৪ বারদোলীতে এবং যশোহর জেলার বন্দবিলাতে লোকে ট্যাক্স না দিয়া দুঃখ ভোগ করিয়াছে, কিন্তু তাহদের , কোন পরামর্শদাতা নেতা তজন্য বিল বিচারে বন্দীকত হয় নাই । নিক্রিয় প্রতিরোধ করিতে পরামর্শ দে ৪য় সম্প্রতি সংবাদপত্রসমূহের পক্ষে নুতনস্তষ্ট একটি ক্রাইম্‌ বা দুস্কৃতি বটে। লবণগোলা “তাক্রমণ” অতঃপর, ধরাহ্ম বা ছরি ওয়াড।র লবণের কারখান। “আক্রমণ” করিবার অভিপ্রায় গান্ধীজীর বিরুদ্ধে আর একটি অভিযোগ বলিয়া লিখিত হইয়াছে। এবিষয়ে গান্ধীজী কিছুদিন, হুইল বলিয়াছিলেন, যে, তিনি ধরামায় লবণ অধিকার করিতে যাইবার অভিপ্রায় ঘে বক্তৃতায় প্রকাশ করিয়াছিলেন, তাহ তাহার অন্যান্য অনেক বকুতার গুজরাতী ভাষাতে করিয়াছিলেন । “ধরণস্ব|” সহিত যাহার অনুপ্রাস হয়, তিনি পরিহাসচ্ছলে এরূপ একটি গুজরাতী তাহার ঠিক্‌ ইংরেজী “রেড" ল}েয় নামটির কথা ব্যবহার করিয়াছিলেন । প্রতিশব্দ নাই । কিন্তু ইংরেজীতে উহ ("raia") অনুবাদ করায় তিনি কাহাকেও দোষ দেন না। এসব কথা তিনি তাহার গ্রেপ্তারির কিছুদিন আগেই বলিয়াছিলেন । তথাপি আরসিক বোম্বাই গবন্মেণ্ট রসবোধের অভাব বশত: এই তথা-কথিত “রেড’টর লুণ্ঠনের জন্য সহসা আক্রমণ অর্থ করিয়া-গম্ভীর ভাবে অনেক কথা লিখিয়াছেন । বস্তুত: গান্ধীজীর অভিপ্রায় ছিল, লবণের কারখানায় গিয়া সৰ্ব্বসাধারণের পক্ষ হইতে সেখানে রক্ষিত লবণের স্বত্ব দাবী করা, কারণ র্তাহার মতে লবণকে গবন্মেণ্টের একচেটিয়া জিনিষ করা অন্যায় । তাহার অভিপ্রায় যে এইরূপ ছিল,