পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ]

  • “য়ুষ্টিনিয়ানের ( রোম-সম্রাট্র ) আদেশে সঙ্কলিত, রোমীয় ব্যবস্থাশাস্ত্রকে আদর্শ করিয়া যদি আমরা এদেশীয় বিজ্ঞ ব্যবহারজীবদের দ্বারা হিন্দু ও মুসলমান ব্যবহারশাস্ত্রের একখানি পূর্ণাঙ্গ গ্রন্থ সঙ্কলিত করাষ্ট, এবং তাহার নিতুল ও যথাযথ ইংরেজী অল্পবাদ এক এক খণ্ড সদর দেওয়ানী আদালত ও সুপম কোটে রাখিয় দিই, তাহা হইলে প্রয়োজন-মত বিচারকের। এই গ্রন্থ দেখিতে পরিবেন ; ফলে পণ্ডিত বা মৌলবীরা আমাদিগকে ভুল পথ দেখাইতেছে কি-না, তাহ পর সহজ হইবে । আমরা কেবল উত্তরাধিকার এবং চুক্তি-সংক্রান্ত আইনগুলি সঙ্কলন করাষ্টতে চাই, কারণ এই দুই শ্রেণীর মামলাই সচরাচর বেশী হয়।” ( ১৯এ মার্চ, ১৭৮৮)

লর্ড কর্ণওয়ালিস এরূপ আইন-গ্রন্থের প্রয়োজনীয়তা বুঝিতে পারিয়া, গ্রন্থ-সঙ্কলনের সমুদয় বায়ভার রাজকোষ হইতে বহন করিতে স্বীকৃত হইলেন। স্তর উইলিয়ামের তত্ত্বাবধানে গু নির্দেশ-মতে কাজ আরম্ভ হইয়া গেল । হিন্দু আইন-সারসংগ্রহের জন্য নিযুক্ত হন ( ১ ) রাধাকান্ত শৰ্ম্ম—পাণ্ডিত্য ও বহু সদগুণের আধার পলিয়া বাংলা দেশের আপামরসাধারণের পূজ্য । ( ২ ) সব্বর তিওয়ারী (পাঠাস্তরে সর্বপরী) , ইনি বিহারী পণ্ডিত,— পূৰ্ব্বে পাটন। কাউন্সিলের অধীনে কায্য করিয়াছেন । ব্যবহারশাস্বে সুপণ্ডিত বলিয়। স্বদেশবাসীর নিকট অত্যন্ত সম্মানের পাজ ।” সরকারী কৰ্ম্মে নিয়োগ সৌভাগ্যক্রমে অল্পদিন পরেই স্থার উইলিয়াম জোন্স এক মহাপণ্ডিতের সন্ধান পাইলেন । ইনি হুগলী জেলার ত্রিবেণী গ্রাম নিবাসী, বাংলার অদ্বিতীয় পণ্ডিত জগন্নাথ তর্কপঞ্চানন । তর্কপঞ্চানন সম্বন্ধে গভর্ণর-জেনারেল কর্ণওয়ালিসের মস্তব্যে প্রকাশ,— “গভর্ণর-জেনারেল বোর্ডকে জানাইতেছেন যে, হিন্দু ও মুসলমান আইন-সারসংগ্রহ সম্বন্ধে সম্প্রতি র্তাহার সহিত শুর উইলিয়াম জোন্সের কথাবাৰ্ত্ত হইয়াছিল । ইহার ছত্ত্বাবধানের ভার স্তর উইলিয়াম জোন্সের উপর । এই ধ্ৰুজের জন্য পূৰ্ব্বে যাহাদিগকে নিযুক্ত করা হইয়াছে তাহ - 8 من س--ون পণ্ডিত জগন্নাথ তর্কপঞ্চানন ○○〉 ছাড়া জগন্নাথ তর্কপঞ্চানন নামক এক ব্যক্তিকে লইবার জন্য সেই সময় স্তর উইলিয়াম তাহাকে বিশেষ করিয়া অনুরোধ করিয়াছেন । এই ব্যক্তির বয়স অধিক হইয়াছে সত্য, কিন্তু তাহার মতামত, পাণ্ডিত্য ও যোগ্যতা সম্বন্ধে সকল শ্রেণীর লোকেরই সৰ্ব্বোচ্চ ধারণ । তাহার সাহায্য পাইলে এবং সঙ্কলয়িতারূপে তাহার নাম যুক্ত থাকিলে গ্ৰন্থখানির প্রামাণিকতা ও থ্যাতি যথেষ্ট বাড়িয়া যাইবে । “গভর্ণর-জেনারেল বোর্ডকে আরও জানাইতেছেন যে, স্তার উইলিয়াম জোন্স জগন্নাথ তর্কপঞ্চাননকে মাসিক তিনশত, এবং তাহার সহকারী:দিগকে মাসিক একশত টাকা বেতন দিবার জন্য সুপারিশ করিয়াছেন । ক্ষপারিশ গ্রাহ হইল এবং সেইমতে আজ্ঞা দেওয়া হইল।”* পরিচয় এখানে জগন্নাথ তর্কপঞ্চাননের কিছু পরিচয় দে গুয়া আবশ্যক। ১৬৯৫ খৃষ্টাব্দে হুগলী জেলার ব্ৰিবেণী গ্রামে পণ্ডিত চগন্নাথ তর্কপঞ্চাননের বাড়ী-- ত্রিবেণা র্তাহার জন্ম । দিনের একজন নামজাদ পণ্ডিত ছিলেন । জগন্নাথ পিতার অধিক বয়সের সন্তান ; তাহার জন্মকালে রুদ্রদেবের বয়স ছিল ৬৬। বালোই তাহার বুদ্ধির তীক্ষতা দেখিয়৷ আত্মীয় তাহার পিত; রুদ্রদেব তর্কবাগীশ তখনকার

  • Publie Dept. ( 'onsultation, 22 August, 1788. No. 2S.