পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] ১৮০৮, ৮ই জানুয়ারি সরকার হুগলীর ম্যাজিষ্ট্রেটকে কাশীনাথের আজীখানি পাঠাইয়া, তর্কপঞ্চাননের পরিবারবর্গের প্রকৃত অবস্থা অতুসন্ধান করিতে আদেশ করিলেন । ১৮০৮, ১৩ই এপ্রিল হুগলীর জজ ও ম্যাজিষ্ট্রেট্‌ আৰ্ণষ্ট (T, H. Ernst) সাহেব উত্তরে কতৃপক্ষকে জানাইলেন : “তর্কপঞ্চাননের পরিবারবর্গ আট শত বিধা জমির মালিক। এই জমি বিভিন্ন জেলায় অবস্থিত এবং ইহা হইতে বছরে আট শত টাকা আয় হয়। পরলোকগত জগন্নাথ তর্কপঞ্চানন মহা থ্যাতিমান পুরুষ ছিলেন। তিনি তাহার বেশীর ভাগ সময় অসংখ্য ছাত্রের শিক্ষাদানকার্য্যে ব্যয় করিতেন । তাহার পেন্সনের টাকা বাহাল অপরাজিত ᏬᏬ☾ রাখিবার জন্য র্তাহার পৌত্র কাশীনাথ আবেদন করিয়াছেন ; দেখা যাইতেছে তর্কপঞ্চাননের পরিবারবর্গের বিদ্যাকুশীলন ৪ ছাত্রবর্গের অধ্যাপনা-কায্য বজায় রাখিবার জন্যই প্রধানতঃ কাশীনাথ এই আবেদন-পত্ৰ পাঠাইয়াছেন। কিন্তু যতটা জানি, আবেদনকারী কাশীনাথ অথব| বংশের অন্য কেহ তর্কপঞ্চাননের মত প্রতিভা বা উদ্যমের অধিকারী হন নাই। এই পরিবারের একমাত্র গঙ্গাধরই খুব যোগ্য তিনি কয়েক বংসর কৃষ্ণনগরে জজপণ্ডিত ছিলেন ; পিতামহ জগন্নাথের দেহত্যাগের মাস-কয়েক পূৰ্ব্বে তাহার মৃত্যু হয় ।” হুগলীর ম্যাজিষ্ট্রেটের এই পত্ৰ পাইয় গভর্ণর-জেনারেল কাশীনাথের আবেদন মঞ্জুর করা সঙ্গত মনে করেন নাই * উনবিংশ বঙ্গীয় সাহিত্য সম্মিলনের ইতিহাস-শাপায় পঠিত । লোক । অপরাজিত শ্ৰীবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একদিন কলেজ ইউনিয়নে প্রণব একট। প্রবন্ধ পাঠ করিল । ইংরেজীতে লেপ, বিষয় – “আমাদের সামাজিক সমস্ত ।” বাছিয়া বাছিয়া শক্ত ইংরেজীতে সে নানা সমস্যার উল্লেখ করিয়াছে, বিধবাবিবাহ, স্ত্রীশিক্ষা, পণপ্রথা, বালা-বিবাহ ইত্যাদি । প্ৰণবের লেখার খুব জোর, অনভিজ্ঞ, তরুণ মনের সকল শক্তি ও আগ্রহ দ্বার। সে প্রত্যেক সমস্তাটি নিজের দিক হইতে দেখিতে চাহিয়াছে, এবং প্রায় সকল ক্ষেত্রেই সনাতন প্রথার সপক্ষেই মত দিয়াছে । কোনো কোনো ক্ষেত্রে অন্যভাবে সমাধানের ইঙ্গিতও যে না করিয়াছে এমন নহে। প্রণবের উচ্চারণ ও বলিবার ভঙ্গী খুব ভাল, যুক্তির ওজন-অমুসারে সে কখনও ডুনি হাতে ঘুষি পাকাইয়া, কখনও মুঠাদ্ধার বাতাস আঁকড়াইয়া, কখনও বা সম্মুখের টেবিলে সশব্দে চাপড় মারিয়া বাল্যবিবাহের প্রয়োজনীয়তা ও স্ত্রীশিক্ষার অসারত্ব প্রমাণ শীতকালের দিকে করিল। প্ৰণবের বন্ধুদলের ঘন ঘন করতালিতে প্রতিপক্ষের কানে তাল। লাগিবfর উপ ক্রম হইল । অপরপক্ষে উঠিল মন্মথ—সেই সে ছেলেটি সেণ্ট, জেভিয়ারে পড়িত । লাটিন জানে বলিয়া ক্লাসে সকলে তাহাকে ভয় করিয়া চলে, তাহার সামনে কেহ ভয়ে ইংরেজী বলে ম!, পাছে ইংরেজীর ভূল হইলে তাহার বিদ্রুপ শুনিতে হয় । সাহেবদের চালচলন, ডিনারের এটিকেট, আচারব্যবহার সম্বন্ধে ক্লাসের মধ্যে সে অথরিটি—তাহার উপর কারুর কথা থাটে না । ক্লাসের এক হতভাগ্য ছাত্র সাহেব-পাড়ার কোন রেষ্টরেন্টে তাহার সহিত খাইতে গিয় ডানহাতে কাটা পরিবার অপরাধে এক সপ্তাহকাল ক্লাসের সকলের সামনে মন্মথর টিটুকারী সহ করে । মন্মথর ইংরেজি আরও চোখা, কম আড়ষ্ট, উচ্চারণ ও সাহেবী ধরণের । কিন্তু একেই তাহার উপর ক্লাসের অনেকের রাগ আছে, এদিকে আবার সে বিদেশী বুলি আওড়াইয়।