পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] -- নারিকেলকুঞ্জের ছায়ায় কত দুপুর কাটাইয়াছে, কত ঝড় বৃষ্টির রাত্রে এই রকম রেলিং ধরিয়া দাড়াইয়া বাত্যাক্ষুব্ধ, উত্তাল,উন্মত্ত মহাসমুদ্রের রূপ দেখিয়াছে । কিন্তু ও লোকটা বোঝে কি ? কিছুই না। ও কি দূর হইতে ফুজিসান দেখিয়া আত্মহারা হইয়াছে ! দক্ষিণ-আমেরিকার কোনো বন্দরে নামিয়া পথের ধারে কি গাছপালা আছে তাহ নিবিষ্টমনে সাগ্রহে পরীক্ষা করিয়া দেখিয়াছে ! ইহারই উপর তাহার ভারী ঝোক, হয়ত জাপানে পথের ধারে বাংলা দেশের পরিচিত কোনো ফুল আছে, ও লোকটা জানে না, হয়ত কালিফশিয়ার সহর-বন্দর হইতে দূরে নির্জন Sierra-র মধ্যে, বমঝোপের নানা অচেনা ফুলের সঙ্গে তাদের দেশের সন্ধ্যামণি ফুলও ফুটিয়া থাকে, ও লোকটা কি কখনো সেখানে স্বৰ্য্যাস্তের রাঙা আলোয় বড় একখণ্ড পাথরের উপর আপনমনে বসিয়া নীল আকাশের দিকে চাহিয়া থাকিয়াছে ! অথচ ও লোকটারই অদৃষ্টে ঘটিতেছে দেশ বিদেশে ভ্রমণ, সমুদ্রে সমুদ্রে বেড়ানো—যাহার চোখ নাই, দেখিতে জানে না, আর সে যে শৈশব হইতে শত সাধ পুষিয় রাখিয়া আসিতেছে মনের কোণে.তাহার কি কিছুই হইবে না!.. কবে যে সে যাইবে ...কলিকাতার শীতের রাত্রের এ ধোয় তাহার অসহ্য হইয়া উঠিয়াছে। চোখ জালা করে, নিঃশ্বাস বন্ধ হইয় আসে, কিছু দেখা যায় না, মন তাহার একেবারে পাগল হইয় ওঠে—এ এক অপ্রত্যাশিত উপদ্রব ! কে জানিত শীতকালে কলিকাতার এ চেহারা श्म्न ! ওই লোকটার মত জাহাজের খালাসী হইতে পারিলেও স্বথ ছিল ! Ship ahoy !... c«izIf«if« st&f& Y... কলিকাতা হইতে পোর্ট মসবি, অষ্ট্রেলিয়া । ওটা কি উচুমত দূরে ? - &f<TiCáT3 °Ng &f{...The Great Barrier Reef... এই সমুদ্রের ঠিক এই স্থানে, প্রাচীন নাবিক ভ্যান, ডিমেন ঘোর তুফানে পড়িয়া মাস্তুল-ভাঙা, পাল-ছেড়া, ডুবু ডুবু অবস্থায় অকুলে ভাসিতে ভাসিতে বারো দিনের দিনে কুল দেখিতে পান—সেইটাই সেকালের ভ্যান অপরাজিত ●ዓ » ডিমেন্‌স ল্যাণ্ড, বৰ্ত্তমানে অষ্ট্রেলিয়া। কেমন দূরে নীল চক্রবালরেখা !..উড়ন্ত সিন্ধুশকুন দলের মাতামাতি, প্রবালের বাধের উপর বড় বড় ঢেউয়ের সবেগে আছড়াইয়। পড়ার গম্ভীর আওয়াজ । উপকূলরেখার অনেক পিছনে ষে পাহাড়টা মাথা তুলিয় দাড়াইয়া আছে, ওটা হয়ত জলহীন, দিকৃদিশহীন ধৃ ধূ নির্জন মরুর মধ্যে...শুধুই বালি আর শুকুন। বাবুল গাছের বন, “শত শত ক্রোশ দূরে ওর অজানা অধিত্যকায় লুকানো আছে সোনার খনি, কালে ওপ্যালের খনি---এই খর, জলন্ত, মরু-রৌদ্রে খনির সন্ধানে বাহির হইয়া কতলোকে ওদিকে গিয়াছিল, আর ফেরে নাই, মরুদেশের নানা স্থানে তাহাদের হাড়গুলা রৌদ্র বৃষ্টিতে ক্রমে শাদা হইয়া আসিল । অনিল বলিল, চলুন আজ, সন্ধ্যে হয়ে গেল দাড়িয়ে জাহাজ দেখে আর কি হবে ?-- অপু সমুদ্র ভ্রমণ-সংক্রান্ত বহু বই কলেজ-লাইব্রেরী হইতে লইয়া পড়িয়া ফেলিয়াছে। কেমন একটা নেশা, কথনো কোনো ছাত্র যাহা পড়ে না, এমন সব বই। বহু প্রাচীন নাবিক ও তাহাদের জলযাত্রার বৃত্তান্ত, নানাদেশ আবিষ্কারের কথা, ভ্যান ডিমেন, সিবাষ্টিয়ান ক্যাবট, এরিকসন, কটেজ ও পিজারে কত্ত্বক মেক্সিকো ও পেরু বিজয়ের কথা । দুৰ্দ্ধৰ্ষ স্পেনীয় বীর পিজারো ব্ৰেজিলের জঙ্গলে রূপার পাহাড়ের অনুসন্ধানে গিয়া কি করিয়া জঙ্গলের মধ্যে পথ হারাইয় বেঘোরে অনাহারে সসৈন্যে ধ্বংসপ্রাপ্ত হইল—আরও কত কি । পরদিন কলেজ পলাইয়া দুজনে দুপুরবেলা স্থাগু রোডের সমস্ত ষ্টীমার কোম্পানীর আপিসগুলি ঘুরিয়া বেড়াইল । প্রথমে "পি এণ্ড ও’ । টিফিনের সময়, কেরাণী বাবুরা নীচের জলখাবার ঘরে বসিয়া চা খাইতেছেন, কেহ বিড়ি টানিতেছেন। অপু পিছনে রহিল, অনিল আগাইয়া গিয়া জিজ্ঞাসা করিল,—আজ্ঞে আমরা জাহাজে চাকরী খুজছি এখানে খালি আছে জানেন ?...একজন টাক-পড়া রোগা চেহারার বাবু বলিলেন,—চাকরী ?--- জাহাজে, কোন জাহাজে ? --যে কোনো জাহাজে—