পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 o○ মধ্যে শ্ৰীযুক্ত দিবতিয়া, খবরদার, বোটদকার, কেশব প্রবাসী—আষাঢ়, ১৩৩৭ ৩০শ ভাগ, ১ম খণ্ড কথ্যভাষায় রচিত, সুতরাং তাহার মধ্যে এমন একটা শেঠ, দেশলজী পারলার, ত্রিভুবন ব্যাস, ও আরও অনেকের মনোরম গ্রাম্যভাব ও স্বাভাবিক কলানৈপুণ্য দৃষ্ট নাম করা যাইতে পারে । শেধরাত্রে কিছুদিন হইতেই গ্রাম গান ও গর্ব। গুলির প্রতি শিক্ষিত লোকদের দৃষ্টি আকৃষ্ট হইয়াছে, ফলে শিক্ষিত সম্লান্ত পরিবারের মেয়েরাও এই সব গান গাহিয়া তৃপ্তি বোধ করিতেছেন । এই সব গ্রাম্য গরবা গুলি হয় যে, তাহাতে শিক্ষিত লোকেরাও মুগ্ধ না হইয়া পারে না । এই সব গানে কাব্যসম্পদের প্রাচুর্য্য না থাকিলেও একটা সহজ মিষ্টতা ও সরস খাটি সুর আছে । ’র চ না য় েৈন আলঙ্কারিক বাহুল্য নাই, কাজেই আবৃত্তি অপেক্ষ স্বর ও লয়েই তাহা বেশী উপভোগ্য । এই সব মূল্যবান সম্পদ সংগ্ৰহ করিয়া দেশের শিক্ষিত সম্প্রদায়ের সম্মুখে ধরিয়া দেওয়ার জন্য রণপুরের [ কাথিয়াবাড় ] সৌরাষ্ট্র পত্রের ( গুজরাটী-ভাষার অন্যতম শ্রেষ্ঠ সাপ্তাহিক ) সম্পাদকীয় বিভাগের শ্ৰযুক্ত ঝাবেরচাদ মেঘানী মহাশয় দেশবাসীর ধন্য এই গ্রাম্য গুজরাট ও ব নৃত্যু বিশেষ করিয়া বাদের 外西山 মৃত্যকলা এখনও কাথিয়াবড় অ ধঃ লৈ র সম্প্রদায়ের মধ্যে আবদ্ধ রহিয়াছে। যেমন, আমেদাবাদের লোট, ভিল, খবস, ঢেড সম্প্রদায়ের স্ত্রীলোকেরা এখনও ঐ সব গ্রাম্যগরব গান গাহিয়া নৃত্য করিয়া থাকে | নবরাত্র উৎসবে দেবীর স্তুতি উপলক্ষে গীত হইয় থাকিলেও এক সময় মনে হইয়াছিল গরব গানের সমাদর যেন ক্রমেই কমিয়া আসিতেছে, কিন্তু গত বিশ পচিশ বংসরের চেষ্টায় তাহ পুনরায় গুজরাটে একটু একটু করিয়া জনপ্রিয় হইতে আরম্ভ করিয়াছে। বলা বাহুল্য, এই পুনঃপ্রচলনে গর্বার একটা পূতন