পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] میمrی-سی. ---- আল্লা-হো-আকবর চীংকার ক’রে ইন্দুপ্রভা ক্যাবিনেট ওয়ার্কস পুড়িয়ে ফেলে, তখন পুলিস সেখানে গিয়েছিল কি না এবং ক’জন মুসলমানকে গেরেপ্তার ক’রেছে ? (৯) লালবাজার পুলিস থানার নিকটে নবাবগঞ্জ প্রভৃতি স্থান যখন লুষ্ঠিত ও দগ্ধ হয়, তখন পুলিস গিয়েছিল কি ন৷ ও ক’জন মুসলমানকে গেরেপ্তার ক’রেছে ? (১০) মুসলমানদের জামিনে পালাস দেওয়া হচ্ছে, হিন্দুদের বেশী হচ্ছে না, একথা ঠিক কি না ? (১১) দিনে রাতে লুট করার কোনো বাধা পুলিস কোথা ও দিয়েছে কি না ? ( t ) تا (گنج لا - ما - ريا ঢাকা উকীল-সভার সভাপতি শযুক্ত মহেন্দ্রকুমার ঘোষ ও অপর কয়েকজন উকীল ঢাকা-হলে গিয়ে ছিলেন দেখতে শুনতে । র্তার মুখে শোনা গেছে, যে, তার যে কয়টি রিজল্যুশন অমৃতবাজার পত্রিকায় বাহির তার তৃতীয়টিতে পুলিস সাহেবের নামে একটি অভিযোগ পরিষ্কার ভাষায় ব্যক্ত করা হয়েছিল । *ifoto Coză serious allegation «ăi &’so কিন্তু অভিযোগটি সুস্পষ্ট ভাষায় বড়লাটের প্রাইভেট সেক্রেটারী ও বঙ্গের লাটের চীফ সেক্রেটারীর নিকট পাঠান হ’য়েছে। হয়েছে, ( ૭ ) در نتیجه -ریه - را কাল বেঙ্গল গভমেণ্ট কমিশনারকে তদন্ত করবার জন্য টেলিগ্রাফ ক’রেছেন। আজ বেলা ১১টার সময় ম্যাজিষ্ট্রেট মি: হল্যাণ্ড ও তার স্ত্রী ঢাকা-হলে গিয়েছিলেন। ম্যাজিষ্ট্রেট স্ত্রীকে সঙ্গে নিয়ে গিয়ে হয়ত জানাতে চেয়েছিলেন যে, এটা অফিশাল ভিজিট নয়, কেবল সামাজিক ভাবে গিয়েছিলেন। স্বশীল-নিবাসের মালিক 6 (t-S 6. ঢাকায় লুট খুন গৃহদাহ 8මාව পেন্সানপ্রাপ্ত পেশকার রাধিকামোহন আঢ্যকে কায়েতটুলী ধ্বংসের বিষয়ে জেরা করলেন—“কথন আক্রমণ করেছিল—রাত্রে ?” বেলা ৯॥০টার সময় চীৎকারে গগন বিদীর্ণ ক’রে আক্রমণ করলে এবং সেই कुथुलीत “মাধবানন্দ-ধাম”। বাহিরের ছবি । মালিক শ্ৰীযুক্ত রাধাকৃষ্ণ গোস্বামী, সৗনিয়র ডেপুটী ম্যাজিষ্ট্রেট, ঢাকা চীংকার ঢাকা-হল থেকে শোনা যাচ্ছিল, অথচ ম্যাজিষ্ট্রেট কিছুই জানেন না !! প্রশ্ন হ’ল, “কত লোক আক্রমণ করেছিল ?” উত্তর, “তিন শ’ হবে।” প্রশ্ন, “তারা চাংকার করেছিল ?” উত্তর, “ই, খুব ।” প্র—“পুলিস ছিল ?” উ—“দেখিনি ; তবে শুনেছি। ------- অদূরে দাড়িয়েছিলেন।” ম্যাজিষ্ট্রেট—“[ } ?” তখন উত্তরে বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার বললেন— “ষ্ঠ, তিনি ( পুলিশের একজন অফিসার ) ছিলেন, আমি বহু লোকের কাছে শুনেছি।” ঢাকায় একথা অনেকে শুনেছেন, যে, কোনো সরকারী কৰ্ম্মচারী ঐ পুলিস অফিসারকে জিজ্ঞাসা করেন, “আপনি . ফায়ার করলেন না কেন ?” উত্তরে তিনি বলেন, “কি ক'রে করি, স্বয়ং [ ---] উপস্থিত ছিলেন, তিনি যখন ফায়ার করছেন না।” ঐ পুলিশ অফিসার নাকি, কার প্ররোচনায় এ সব হচ্ছে, সে বিষয়েও ইঙ্গিত করেন।