পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88సి ৩য় সংখ্যা ] রূপলাল আসিয়া মাথা হেঁট করিয়া দাড়াইল । বড়বাৰু জিজ্ঞাসা করিলেন, “তোর এমন মতি হ’ল কেনরে ? বাপের বয়সী বুড়ে তুই, এতদিন পরে একি কাণ্ড করলি ?” রূপলাল প্রথমে কথা বলিল না। বার বার জিজ্ঞাসা করায় অবশেষে বলিল, “বাৰু, আমায় পুলিশে দেবেন, দিন, কিন্তু লোভে পড়ে একাজ আমি করিনি, আপনাদের আশীৰ্ব্বাদে আমার অভাব কিছু নেই।” বড়বাবু বলিলেন, “তাত জানি, কেন করলি তাই ত জানতে চাইছি। তোকে পুলিশে দিয়ে কি লাভ আমাদের ?” রূপলাল বলিল, “বাবু সবাই কানাঘুষো করে যে ঝুলনীই চুরি করত, সে যাবার পর আর চুরি হয় না। আমার বুকে বড় বাজ ত বাবু, তাই ভেবেছিলাম, এখন একটা চুরি হ'লে, তার বদ্‌নামটা ঘুচ বে।” বড়বউ ঝঙ্কার দিয়া উঠিলেন, “আ মরূ বুড়ো হয়ে ভীমরতি ধরেছে। কোনমুখে এসব কথা বলছিস্ ?” বড়বাবু বলিলেন, “যাক, এখন বকে আর কি হবে ? বৃদ্ধন্ত তরুণী ভাৰ্য্যা বিপত্তির কারণ, জানই ত? যা রূপলাল সরে যা । আমি কোনোমতে কথাটা চাপা দিয়ে দেব ।” বড়বউ গর্জন করিয়া উঠিলেন। রূপলাল আস্তে আস্তে চলিয়া গেল । পুস্তক-পরিচয় রাজা-বাদশা—শ্ৰীব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় . প্রণীত । এম-সি-সরকার এও সন্স, কলিকাতা, (১৩৩৬)। দ্বিতীয় সংস্করণ, মূল্য আট আনা । গল্প বলা ও গল্প শোনার ইচ্ছা মানুষের সঙ্গে সঙ্গে বাড়িয়া উঠিয়াছে। ইতিহাস-বিশেষত শিশুপাঠ্য ইতিহাস—গল্প বাদ দিয়া রচনা করিতে গেলে প্রাণহীন হইয়া পড়ে—গল্পই তার প্রাণ । সেই কথা ভুলিয়া অনেক গ্রন্থকার আজকাল বই লিপিতেছেন বলিয়া ইতিহাস এত নীরস হইয়া উঠিয়াছে যে ছেলেরা প্রায় ইতিহাসের বই ছুইতে চায় না। ব্ৰজেনবাবু একদিকে ঐতিহাসিক তথ্য সংগ্রহে যেমন একনিষ্ঠ, অন্যদিকে তেমনি ঘটনার জাল ছিন্ন করিয়া অতীত যুগেব নরনারীকে মুক্ত উদার ভঙ্গীতে চোখের সম্মুথে ধরিতে র্তার যথেষ্ট কৃতিত্ব। র্তাহার রাজা-বাদৃশ বইখানি পড়িয়া শুধু শিশু নয়, প্রবীণেরণও মুগ্ধ হইবেন । বাবর, নাদির শ দুর্গাবতী প্রভৃতি যেন আবার জীবন্ত হইয়া আমাদের সঙ্গে কথা কহিতেছেন । গ্রন্থকারের রচনাভঙ্গী যেমন সরল তেমনই মনোমুগ্ধকর। শ্রীশান্ত দেবী শ্ৰীমন মহাপ্রভুর লীলাবসান—ঐবিপিনবিহাৰী দাশগুপ্ত । ঢাকা, ১৩৩৬ । ডাক্তার শ্ৰীযুক্ত দীনেশচন্দ্র সেন রায় বাহাদুর ১৩৩৫ বঙ্গাব্দে 'ভারতবর্ষ' মাসিকপত্রের ফাঙ্কন-সংখ্যায় “শ্ৰীগৌরাঙ্গের লীলাবসান" সম্বন্ধে এক অপূৰ্ব্ব প্রত্নতত্ত্ব বাহির করেন। ঢাকা-নিবাসী বৈষ্ণবশাস্ত্রজ্ঞ পণ্ডিত শ্ৰীযুক্ত বিপিনবিহারী দাশগুপ্ত মহাশয় দীনেশবাবুর মতের প্রতিবাদ করিয়া একখানি পুস্তিক প্রকাশ করেন । পুস্তিকপানিতে লেখক যাহ। যলিতে চান তাং সংক্ষিপ্ত হইলেই ভাল হইত। 6 4–S A . অনেকেই তাহার সহিত একমত হইবেন না। ধান ভানিতে শিলের গীতের মত অনেকটা হইয়াছে । তবে দীনেশবাপুর মত-খণ্ডনের উপকরুণ র্তাহার লেখায় যথেষ্ট আছে। প্রতিবাদটির প্রণালী বেশ মুণ্ঠ, হয় নাই । - শ্রীঅমূল্যচরণ বিদ্যাভূষণ দম্পতী—শ্ৰীশশিকুমার সেন, বি-এ, এল-এম-এস্ । ২য় সংস্করণ, পৃঃ ২-৬. মুল্য ২॥• । প্রাপ্তিস্তান-৪৫।১বি. বিডন ষ্ট্রট কলিকাতা। যৌনতত্ত্ব ও দাম্পত্য বিজ্ঞান সম্বন্ধে বাংলা ভাষায় যে-কয়টি পুস্তকপুস্তিক প্রকাশিত হইয়াছে, দম্পতি’র স্থান সে-সকলের উপরে। গ্রন্থকার সংযত ভাষায় তাহার বক্তব্য বিস্তুত করিয়াছেন । যৌনব্যাপার সম্বন্ধে সাধারণের মধ্যে নানা প্রকার ভ্রান্তধারণ দেখা যায়, এই পুস্তকপাঠে তাঙ্গ দূরীভূত হইবে। স্কপ ও স্বাস্থ্যের জন্য বিবাহিত নরনারীর যে-সকল যৌন বিধিনিষেধ জানা উচিত আলোচ্য পুস্তকে তাহা বিশদভাবে বর্ণিত হইয়াছে । বাংলা পুস্তকে ইংরেজীর অবতারণ। সঙ্গত নহে ; ১৩৯পূষ্ঠা হইতে ১৭ • পৃষ্ঠা পৰ্য্যন্ত যৌনব্যাধি সম্বন্ধে গ্রন্থকার যে ইংরেজী আলোচনা উদ্ধত করিয়াছেন তাঙ্কা বাংলায় হইলেই উপযুক্ত হইত। বাৎসায়ন প্ৰণাত কামশাস্ত্রের সহিত সাধুনিক যৌনবিজ্ঞানের সমন্বয়ের চেষ্ট। বিশেষ ফলপ্রস হুইয়াছে বলিয়া মনে হইল না । গর্ভাবস্থায় সম্প্রয়োগ সম্বন্ধে গ্রন্থকার যে উপদেশ দিয়াছেন তাহার সহিত অনেক যৌনতত্ত্ববিদেরই মতভেদ হইবে । গ্রন্থকার আইনদ্বার অল্পবয়স্কা'র বিবাহ নিষিদ্ধ করা সমীচীন মনে করেন না ;–এ বিষয়েও সন্তানরোধের বিভিন্ন উপায়ের আলোচনা আরও বিশদ হইলে ভাল হইত। পুস্তকের গুণের তুলনায় এ সকল ক্রটি সামান্ত । এরূপ পুস্তকের বহুলপ্রচার প্রার্থনীয়। - শ্রগিরীন্দ্রশেখর বস্থ