পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سواوات\8 SAeAAS AAASASASSMAAA AAASA SAASAASSAAAAAASMMMAAAS সরকার বাহাদুর সম্পাদকদের ও সৰ্ব্বসাধারণের খাটি মত চান। ইহাকেষ্ট বলে অনভিপ্রেত কাৰ্য্যগত পরিহাস । সাইমন কমিশন রিপোর্টের সারসংগ্ৰহ এসোসিয়েটেড প্রেস্ সাইমন কমিশন রিপোর্টের একটি সংক্ষিপ্তসার রিপোটের আলগ। পাতাগুলির সঙ্গে ৯ই জুন সম্পাদকদিগকে বিলি করিয়াছেন। উহাই সব কাগজে বাহির হইয়াছে। ঐ সংক্ষিপ্তসার লণ্ডন হইতে প্রস্তুত হইয়া আসিয়াছে। উহা হইতে রিপোটের ঠিক ধারণা হইবে না। উহা সরকারী প্রপাগাণ্ডা লব্ধ । দুইবারে প্রকাশের কারণ এই প্রকার কমিশনের সমগ্র রিপোর্ট একেবারে প্রকাশ করাই রীতি। এক্ষেত্রে এই রীতির ব্যতিক্রম করা হইয়াছে। তাহার কারণ মোটামুটি এই বলা হইয়াছে যে, সমগ্র রিপোর্ট একসঙ্গে বাহির করিলে লোকে প্রথমেই কমিশন ভারতে কিরূপ শাসনপ্রণালী প্রবর্তৃিত করিতে বলিয়াছেন, জনগণকে আত্মশাসন-ক্ষমতা কতট। দিতে বলিয়াছেন, তাহ লইয়াই আলোচনা আন্দোলন করিবে , ভারতবর্যের আগেকার ও আধুনিক রাজনৈতিক সামাজিক শৈক্ষিক ও অন্যান্য যে-ষে অবস্থার জন্য কমিশন র্তাহাদের প্রস্তাবগুলি নিৰ্দ্ধারণ করিয়াছেন, লোকে তাহা পড়িয়া দেখিবে না, বিবেচনা করিবে না। কমিশন চান, যে, প্রথম খণ্ডে ভারতবর্য সম্বন্ধে যাহা লেখা হইয়াছে তাহ ন্যায্য ও নিরপেক্ষ কিনা তাহা অাগে বিবেচিত হউক । তাহা যদি ন্যায্য ও পক্ষপাতশূন্য বলিয়া গৃহীত হয়, তাহা হইলে ভারতীয়েরা তাহাদের রিপোর্টের দ্বিতীয় খণ্ডে লিপিবদ্ধ প্রস্তাবিত শাসনবিধির সমীচীনতা ও আবশ্বকত৷ উপলব্ধি করিবে বলিয় তাহারা মনে করেন । র্তাহীদের আসল মউলবটা কি, তাহা তাহারাই জানেন । আমরা অতুমান করি, তাহারা প্রথম খণ্ডে ভারতবর্ষের যে বিবরণ দিয়াছেন, তাহ কেহ ন্যায্য ও পক্ষপাতশূন্য বলিয়া গ্রাহ করিলে, ভারতের ভবিষ্যৎ শাসনবিধিতে র্তাহার। ভারতীয়দিগকে অল্প কিছু অধিকার দিলেও তাহা খুব দেওয়া হইয়াছে মনে হইবে । বস্তুতঃ প্রবাসী—আষাঢ়, ১৩৩৭ AMAMAeAeAMAeASASAMMAMAAASA SAAAAS AAAAAS AAAAA AAAA AAAA AAAAS [ ৩০শ ভাগ, ১ম খণ্ড রিপোর্টটি ভারতীয়দের জন্য লিখিত নহে বলিয়াই বোধ হয় । অধিকাংশ ভারতীয় ইহা ন্যায্য ও নিরপেক্ষ মনে করিবে না । ভারতবর্ষকে স্ব-শাসন এখন কেন দেওয়া যায় না, এবং ভবিষ্যতে দিতে হইলেও খুব পরে ক্রমে ক্রমে অল্প অল্প করিয়া কেন দিতে হঠবে, তাহারই কারণ কৌশলপূৰ্ব্বক রিপোর্টের এই প্রথম থণ্ডে লেখা হইয়াছে । ভারতীয়দের প্রশংসা ও যোগ্যতার কথাও মধ্যে মধ্যে আছে । তাহা না থাকিলে লোকে অবিলম্বে রিপোর্টটাকে পক্ষপাতদুষ্ট মনে করিবে। কিন্তু অন্য দিকের কথাও আবার এমন করিয়া বলা হইয়াছে, স্ব-শাসনের অধিকার ভারতবর্ষের কেন এখনই পাওয়া উচিত নয়, তাহ। এমন করিয়া বলা হইয়াছে, যে, ভারতীয়দের পক্ষে যাহা বলা হইয়াছে তাহার মূল্য নষ্ট হইয়া গিয়াছে । সাইমন রিপোটের প্রথম ভাগ রিপোটের এই খণ্ডটিতে যাহা লেখা হইয়াছে তাহার জন্য এত লক্ষ টাকা ব্যয়ে কমিশনের সভ্যদের ভারতে যাতায়াত ভারতভ্রমণ সাক্ষ্য গ্ৰহণাদির বিশেষ কোন প্রয়োজন ছিল না । যে-সব সরকারী কাগজপত্র ও রিপোর্ট আগে হইতেই মজুত ছিল, তাহা পড়িয়াই ইহার অধিক অংশ ও দরকারী অংশ লেখা যাইত । ষে যে অবস্থার ও কারণের জন্য ভারতবর্ষের স্ব-শাসনের ব্যবস্থা করা অত্যন্ত কঠিন সমস্ত বলিয়া সাইমন কমিশন র্তাহীদের রিপোটে প্রতিপন্ন করিবার চেষ্টা করিয়াছেন, সেই সেই অবস্থা ও কারণগুলি নূতন আবিষ্কার নহে। আমাদের জাতীয় কৰ্ত্তত্ব লাভের বিরোধীরা অনেকদিন হইতে সেই সব কথা বলিয়া আসিতেছেন । তাহাই সাতভাই সাইমন ভাষা বদলাইয়া বলিয়াছেন। পরাধীন জাতির দুর্ভাগ্য এই যে, যে সব আপত্তির জবাব অনেক বার দেওয়া হইয়াছে, আমরাইঅমৃন পনর বৎসর পূৰ্ব্বে বার বার দিয়াছি, তাহাই পুনঃ পুনঃ অকাট্য যুক্তি বলিয়া উত্থাপিত হয় । সে সব আপত্তির খণ্ডন নাই বা হয় নাই বলিয়া যে আমরা স্বরাজ পাই নাই, তাহা নহে ; একতাপ্রস্থত সংঘবদ্ধ শক্তি স্বরাজলাভার্থ এপর্য্যস্ত