পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] বিলাতে স্বদেশী বিলাতের লোকের স্বদেশের হিতচিস্ত। খুব করিয়া থাকে । তাহার একটি প্রমাণ, সে দেশে কাপাস বস্ত্রের ব্যবহার বাড়াইবার চেষ্টা । ভারতবর্ষে বিদেশী বস্ত্র বজ্জন করিবার চেষ্ট হওয়ায় এবং জাপান কাপাস সূত্র ও বক্সের ব্যবসায়ে ইংলণ্ডের প্রবল প্রতিদ্বন্দ্বী হওয়ায় বিলাতে কাপাসশিল্পের অবস্থা খারাপ হইয়াছে । তাহার প্রতিকাবের জন্য বিলাতের লোকের নানা উপায় অবলম্বন করিতেছে । মাসাধিক পূৰ্ব্বে সেখানে “grity of offi Hors.” (National Cotton Week ) খোলা হয় । বৰ্ত্তমান শ্রমিক গবন্মেণ্টের মন্ত্রিসভার অন্যতম সভ্য কুমারী মার্গারেট বগুফীল্ড উহা খোলেন । তিনি পূৰ্ব্বে সংবাদ না দিয়া প্রধান একটি পোষাকের দোকানে ধান । সেখানে কাপসিস্ত্রনিৰ্ম্মিত মাল প্রদর্শিত হইতেছিল । তিনি সেই দোকান হইতে একটি কাপাসবক্সনিৰ্ম্মিত পোষাক ক্রয় করেন । তাহী পরিয়া তিনি পালেমেণ্টে যাইবেন । এরূপ উচ্চপদস্থ মহিলার ফ্যাশন অন্যেরাও অতুসরণ করিবে । বিলাতের অস্কট নামক স্থান ঘোড়দৌড়ের জন্য বিখ্যাত। “জাতীয় কাপাস সপ্তাহের” দরুন এবার আঙ্কটে খুব বেশী লোক কাপাস বস্ত্রের পোসাক পরিয়৷ গিয়াছিল, তাহাতেও ল্যাঙ্কেশায়ারের কাটতি বাড়িয়াছে । একজন বিখ্যাত মহিল৷ ” জাতীয় কাপাস সপ্তাঙ্গে’ “কাপাস চা-সম্মিলনের’’ আয়োজন করিয়াছিলেন । তাহাতে সব মহিলারা সুতী কাপড়ের পোষাক পরিয়া গিয়াছিলেন । আমাদের দেশের ফ্যাশনেবল মহিলারা এই প্রকারে দেশী স্থতার কাপড়ের ব্যবহার চালান না ? পাশ্চাত্য মহিলারা আজকাল ঠাঢ় পৰ্য্যস্ত লঙ্গিত পোষাক পরেন । তাহাতে কাপড় কম লাগে, সুতরাং কাপড়ের দোকানে কাপড় বিক্ৰী কম হয়। কাপড়ের বিক্ৰী বাড়াইবার জন্য এখন মেমদের পোষাকের ফ্যাশন বদলাইয় ফেলা হইতেছে । কভেন্ট গান্ডেনের থিয়েটারের মরসুমে খাট পোষাক একটিও দেখা যায় নাই । মেজে ও সিড়ির ধাপ বাট দেওয়া লম্ব। গাউনও খুব দেখা দিয়াছে । ভারতে স্বদেশী বড় মেজে। ছোট লাটসাহেবেরা স্বদেশীর উন্নতি কামনা প্রকাশ করিয়া থাকেন। কিন্তু পালেমেণ্টে ভারতসচিব ওয়েজুড বেনকে স্মরণ করাইয় দেওয়া হইয়াছে, যে, তিনি একজন ব্রিটিশ নাগরিক এবং তঁাহাকে ভারতবর্ষে ল্যাঙ্কেশায়ারের কাপড়ের বিক্রী রক্ষা ও বুদ্ধির ব্যবস্থা করিতে হইবে । বিবিধ প্রসঙ্গ—দুটি নূতন অর্ডিন্যান্স SAMMSAS SAMAMAMMAAASAASAASAA AAASA SAASAASSAAAAAAS SSAAAASA SAAAAS AAAAA AAAA SAA AAAA AAAAMMAMA AMMAAA SAAAAS AAAAA AAAAMMMMAMAAAS 8ᏄᏄ ল্যাঙ্কেশায়ারের ব্যবসা শুধু কলের ও নৈপুণ্যের শ্রেষ্ঠত দ্বারা প্রতিষ্ঠিত হয় নাই ; ভারতবর্ষের কাপড়ের উপর অত্যধিক শুস্ক বসাইয় এবং বিলাতে উহার ব্যবহার আইন দ্বার। নিষিদ্ধ করিয়। তবে বিলাতের কাপাস শিল্পকে প্রতিষ্ঠিত করিতে হইয়াছিল । ভারতে বিদেশী কাপড় বয়কট আইন দ্বারা করা হয় নাই । আইন করিবার ক্ষমতা ভারতীয়দের নাই। উহার চেষ্ট প্রধানতঃ বিক্রেতা ও ফ্লেভাদিগকে বলিয়া বুঝাইয়! করা হইতেছে । কোথা ও ভয় প্রদর্শন বা বলপ্রয়োগ হয় নাই, একথা বলিবার মত সংবাদ সংগ্রহ আমর! করিতে পারি নাই, সরকারী বেসরকারী কাহার ও তাহী করিবার ক্ষমত। নাই । কিন্তু সৰ্ব্বত্র বা অধিকাংশস্থলে বিদেশী কাপড় বয়কটের চেষ্টা ভয়প্রদর্শন ও বলপ্রয়োগ দ্বারা হইতেছে, ইহা সত্য নহে । ইহ। প্রমাণ করিবার ক্ষমত। গবন্মেণ্টের ও নাই। অথচ এই অপ্রকৃত ওজুহাতে, অডিন্যান্স জারা করা হইয়াছে । দুটি নুতন অডিন্যান্স বড়লাট লর্ড আরুইন উপযুপিরি ছয়টি অডিন্যান্স জারী করিলেন । শেষ দুটির মধ্যে পঞ্চমটির দ্বারা বিদেশী কাপড়ের এবং দেশী বিদেশী মদের দোকানে পিকেটিং বে-আইনী ও দণ্ডনীয় করা হইয়াছে । সরকারী ভৃত্যদিগকে জিনিষ বিক্রী না কর, সামাজিক ভাবে তাইদিগকে একঘর্যে কর, ইত্যাদিও দণ্ডনীয় করা হইয়াছে। এইরূপ আইন করা হইয়াছে বটে, কিন্তু তাহাতেও সরকারী চাকর্যেরা সৰ্ব্বত্র আরামে থাকিতে পারিতেছেন না । গুজরাটে খেড়া ( Kaira ) জেলার অনেক সরকারী চাকর্যে সামাজিক বয়কটের জালায় অতিষ্ঠ হইয়। বড়োদা রাজ্যের পেটলাড, নামক স্থানে চলিয়া গিয়াছেন, এবং সেখান হইতে ব্রিটিশ সরকারের কাজ করিবেন স্থির করিয়াছেন । যাহা হউক, ব্রিটিশ গবন্মেণট নিজের কৰ্ম্মচারীদিগকে স্বচ্ছন্দে রাখিবার চেষ্টা করিতেছেন, ইহা স্বীকার করিতে হইবে । কি হেতু পঞ্চম অডির্যান্সটি জারি করা হইল, তাহার কারণ জানাইবার জন্ত বড়লাট যে বর্ণনা-পত্র প্রকাশ করিয়াছেন, তাহাতে লিখিত হইয়াছে – The most common obiect with which , picketing and other kinds of . molestation and intimidation are being employed is for the purpose ... of preventing the sale of foreign goods or of liquor. It is no part of the duty of my Government. and certainly it, is... not their desire, to take steps against any legitimate movements directed to these ends. They are anxious to see the promotion of indigenous Indian Industries, and , it is perfectly legitimato for any person, in advocacy of this.