পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& : লম্ব ঘাসের মধ্যে বসিয়া অনিল বন্ধুকে একটা সুসংবাদ দিল । বাগানে আসিয়া গাছের ছায়ায় এইভাবে বসিয়া বলিবে বলিয়াই এতক্ষণ অপেক্ষায় ছিল। তাহার বাবার এক বন্ধু তাহাকে খুব ভালবাসেন, বড়বনীর অভ্রের খনির তিনি ছিলেন একজন অংশীদার, তিনি গত পরীক্ষার ফলে অনিলের উপর অত্যস্ত সস্তুষ্ট হইয়া নিজের খরচে বিদেশে পাঠাইতে চাহিতেছেন। আই-এস্সি-ট। পাশ দিলেই সোজা বিলাত বা ফ্রান্স । —কেমব্রিজে কি ইম্পিরিয়াল কলেজ অফ সায়েন্স এণ্ড টেক্‌নোলজি, ওতে পড়বে, রাদারফোর্ড আছেন, টম্সন আছেন, এদের সব দুবেল। দেখতে পাওয়াও একটা পুণ্য- যুদ্ধ থাম্লে জাৰ্ম্মানিতে যাব, মস্ত জাত—বিরাট ভাইটালিটি গেটে অষ্টওয়ালডের দেশ - ওখানে কি আর ন। যাব ?-- সামনের ঝিলে অজস্র রক্তকুমুদ ফুটিয়াছে, পেন্‌সিয়ান ও মেহগেনি গাছের ডালপালার মধ্যে কোকিল ডাকিতেছে, ভারি স্নিগ্ধ ছায়, অনিলের কথা শুনিতে শুনিতে অপুর সারা শরীর উৎসাহে, উত্তেজনায় কেমন করিয়া উঠিল । জগতের বড় বড় লোক, বড় বড় ব্যাপারের কথা মনে করিয়া দিবার জন্ত পাশে পাশে অনিলের মত বন্ধুকে ভাগ্যে সে পাইয়াছে ! অনিল অপুর বিদেশে যাইবার টান জানে -বলিল, আমি আপনাকে নিয়ে যাবার ঠিক করবে, না হয় দুজনে আমেরিকায় চলে যাব--অামি সব ঠিক করবো দেখবেন। . অনিলের প্রভাব যেমন অপুর জীবনে বিস্তার লাভ করিতেছিল, সঙ্গে সঙ্গে অপুর চরিত্রের পবিত্রত, মনের ছেলেমামুধী ও ভাবগ্রাহিতা আনিলের কঠোর সমালোচনা ও অযথা আক্রমণ-প্রবৃত্তিকে অনেকট সংযত করিয়া তুলিতেছিল। দূরের পিপাসা অপুর আরও অনেক বেশী, অনেক উদাম—কলিকাতার ধোয়া-ভরা, সঙ্কীর্ণ, ভ্যাপস-গন্ধ সিওয়ার্ড ডিচের ভিতর হইতে বাহির হইয়৷ হঠাৎ যেন একটা উদার প্রান্তর, জ্যোৎস্না-মাখ মুক্ত আকাশ, পার্থীদের আনন্দ-ভরা পক্ষ-সঙ্গীতের, একটা বন-প্রাস্তুের রহস্যের সাক্ষাৎ পাওয়া যায় অপুর কথার স্বরে, প্রবাসী—শ্রাবণ, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ১ম খণ্ড SMMSMMMAMSMASMAMAMSMSMMAAASAAAAASA SAASAASAASAASAAAS SAAAAAA AAAA AAAAMAMA AAAA AAAA AAAA AAAASAAAA জীবন-পিপাসু নবীন চোখের দৃষ্টিতে, অন্ততঃ অনিলের তে। মনে হয় । _ কোন পথে যাওয়া হইবে সে কথা উঠিল। অপু উৎসাহে অনিলের কাছে ঘেষিয় বলিল—এস একটা প্যাক্ট করি— দেখি হাত ? এস আমরা কথখনো কেরাণীগিরি করবে। ন। পয়সা পয়সা করবে ন কথখনো—সামান্য জিনিযে ভুলবে। না কখনও—বাস্ ! পরে মাটিতে একটা ঘুসি মারিয়া বলিল—খুব বড় কাজ কিছু একটা করবে। জীবনে। অনিল সাধারণত: অপুর মত নিজের প্রশংসায় পঞ্চমুপ হইয় ওঠে না, তবুও আজ উৎসাহের মুখে অনেক কথা বলিয়া ফেলিল, বিলাতে পড়া শেষ করিয়া সে আমেরিকায় যাইবে, জাপান হইয় দেশে ঘুরিয়া আসিবে। বড় একজন বৈজ্ঞানিক হইতে চায় সে, ছোটখাটে। ব| - মাঝারিতে তাহার মনের তৃপ্তি হইবে না, তাহ। তার লক্ষ্য ও নয়। বিদেশ হইতে ফিরিয়া আসিয়া সারাজীবন বৈজ্ঞানিক গবেষণা লইয়াই থাকিবে । অপু বলিল—যখন দেশে ছিলাম, তখন আমার একখান ‘প্রাকৃতিক ভূগোল’ বলে ছেড়া, পুরনো বই ছিল— তাতে লেখা ছিল এমন সব নক্ষত্র আছে, যাদের আলে। আজও এসে পৃথিবীতে পৌছয়নি সে সব এত দূরে - মনে আছে সন্ধ্যের সময় একটা নদীতে নেীকে ছেড়ে দিয়ে নৌকোর ওপর বসে সে কথা ভাবতাম, ওপারে একটা কদম গাছ ছিল, তার মাথাতে একটা তার উঠত সকলের আগে, তারাটার দিকে অবাকু হয়ে চেয়ে চেয়ে দেখতাম—কি যে একটা ভাব হতো মনে! একট mystery, éq«ñi uplift-এর ভগব—ছেলেমামুষ তখন সে সব বুঝতাম না, কিন্তু সেই থেকে যখনই মনে দুঃখ হয়েচে কি কোনো ছোট কাজে মন গিয়েচে, তখনই আকাশের নক্ষত্রদের দিকে চাইলেই আর ছেলেবেলার সেই uplift-এর ভাবটা একটা joy — বুঝলে ? - একটা &gg transcendental joy –ç: \G* ¢gfott& ভাই—— বেলা পড়িলে দুজনে ষ্টীমারে কলিকাতায় ফিরিল। পরদিনও কলেজের কমন-রুমে অনেকক্ষণ আবার সেই কথা । কলেজ হইতে উৎফুল্ল মনে বাহির হইয়া অনিল