পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

68છે ാ ওই তার আবার গ্রামোফোন বাজাচ্ছে । কি গান নীল সবুজ কাগজ দিয়ে কতকগুলি ফুল তৈরী করছি~~ এগুলি আমার শাস্তির জন্মদিনে উপহার দোবো-পরশুe তার জন্মদিন । আসবে সেদিন ?. বাজছে ?— তুমি যেয়ে না এখনি এখনো আছে রজনী । এ-কথা শোনাবার জন্তে গ্রামোফোন বাজাবার কোনোই প্রবাসী—শ্রাবণ, ১৩৩৭ AMAMAMASAMA AMAMAAAS [ ৩০শ ভাগ, ১ম খণ্ড কিন্তু, ওকি বিনোদ, দুহাতে মুখ ঢাকছ কেন ভাই ? তোমার বুক কেঁপে কেঁপে উঠছে কেন ? কেন বন্ধু. কেন ?* দরকার ছিল না । ------ ----------- ষ্ঠা, একটা জিনিষ তোমায় দেপতে চাই । লাল * এই গল্পের মূলগত ভাবটি একটি ফরাসী গল্প থেকে নেওয়া । তারার মতন শ্ৰীপ্রিয়ম্বদা দেবী মনে সাধ যায় মোর তারার মতন হয়ে থাকি, সাঝে আসি, সারাদিন আপনারে লুকাইয়। রাগি, তপনের সাদাঙ্গরির চাদর তলে শুয়ে, আকাশের নীল চাদোয়ার নীচে হ’তে মৃয়ে, সারা বেলা দেখি চেয়ে ধরণীর খেলা, ঘরে ঘরে কত কাজ, গোধূলির বেল ধূপ দীপ জেলে নিয়ে ঘরে ঘরে চলা, ছেলেদের কাছে নিয়ে রূপকথা বল, সকাল হতে-না-হতে পলায়ন এমনি স্থদুরে, খুজিলেও মিলিবে না ধরণীর কোনো অস্তঃপুরে । কাজ নয় স্বপনের বুনি জালখানি, বলার নূতন কথা খুজে পেতে আনি । সাপ মায় মনে আমনি তারার মত হয়ে থাকি, সাঝে হাসি, সারাদিন আপনারে, লুকাইয়। রাপি, চেয়ে দেখি ভালো করে জুই লোকে যাহা কিছু ঘটে, আলোর মুখেতে শুনি, যাহা কিছু চিরদিন রটে, ভালোমন্দ আলোকে ছায়ায় কাছে বহুদূরে, সবার খবর রাখি, গানের সকলতর মুরে প্রাণে পাই সাড়া, আর লয়ে তারি বাণী, তোমাদের তরে আমি, মালা গেথে আনি, ধরার চম্পক আর স্বৰ্গ পারিজাত, মনের বাসরে মোর লভে একজাত, স্বৰ্গ সুখ পাই যেন, ধরণীর প্রীতি না হারাই, দিব্য দৃষ্টি দিয়ে দেখি প্রাণ হতে প্রিয় তোমরাই, সাধ যায় মনে আমনি তারার মত হয়ে থাকি, স্মৃতিতে বিস্মৃতি নাই, স্বপ্নরাজ্যে খুলে যায় আঁখি ।