পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] মহেশচন্দ্র ঘোষ বেদান্তরত্ন ©Ꮼ☾ ভাইভগিনী ছিলেন । ইহার বড় আর এক মামা ছিলেন । সেই বড় মামা মাতামহীর দ্বিতীয় সস্তান। আমার এই মামা ছিলেন চতুর্থ । সকলের ছোট একটি ভগিনী । আমার মাতামহের নাম রামজয় ঘোষ । মাতামহীর নাম ৬ ব্রহ্মময়ী। তাহারা দুজনই অতি শাস্ত-প্রকৃতি, সরল দয়ালু ও সাধু চরিত্রের লোক ছিলেন। অতি কষ্টে বড়মাম লেখাপড়া শিক্ষা করিয়া বৃহৎ পরিবারের ভার গ্রহণ করেন। তিনি অকালে মাত্র ত্রিশ বৎসর বয়সে পরলোক গমন করেন । তার মৃত্যুতে এই ছোটমামাকেই পরিবারের সকল ভার গ্রহণ করিতে হইল । বড়মামা হাজারিবাগে ডাক্তার ছিলেন । এখান হইতে অস্থস্থ হইয়৷ দেশে গেলেন । তখন ছোটমাম হাজারিবাগ স্কুলের ছাত্র ছিলেন । এইখানেই তিনি এণ্টান্স পরীক্ষা পাশ করেন। তাহার পর সরকারী বৃত্তি পাইয়। কলিকাতা সিটি কলেজ হইতে আই এ ও বি-এ পাশ করিয়া পরিবারের ভার লইলেন । সাংসারিক অনটনের জন্য আর এম-এ পড়িতে পারিলেন না। অথোপাজনের জন্য চাকুরীতে প্রবেশ করিলেন । বড়মাম যখন ব্ৰাগ-ধৰ্ম্ম গ্রহণ করেন ছোটমামাও তাহার পদাঙ্ক অন্তসরণ করিয়াছিলেন। বড়মামার মৃত্যুতে বড় ভগিনীর তিন সস্তান, অর্থাৎ আমরা তিন ভাই বোন, এক বালবিধবা ভগিনী, বিধবা ভ্রাতৃবধু সকলের ভার মামার উপর পড়িল । তিনি সকলকে দেশ হইতে লইয়া আসিলেন, কেবলমাত্র আমার মা কিছুকাল দেশে রহিলেন । মামা কনিষ্ঠ ভগিনী স্বর্ণময়ীকে ব্রাহ্মসমাজে আনিয়া বিবাহ দেন। তিনিও মাত্র বাইশ বৎসর বয়সে একটি কন্যা রাখিয় পরলোকগমন করেন। বিধবা ভগিনীকেও ব্রাহ্মসমাজে বিবাহ দেন, কিন্তু ভগিনীপতি তিন পুত্র ও এক কন্যা রাখিয়া অল্পদিনের মধ্যেই পরলোকগমন করিলেন। তখন এই অপোগণ্ড শিশুচতুষ্টয়ের ভারও তাহারই স্কন্ধে পড়িল । আমাদের দুই ভগিনীকে শিক্ষা দিয়া ব্রাহ্মসমাজে বিবাহ দেন । কি ত্যাগ ও কষ্টসহিষ্ণুতা, কিন্তু নিষ্ঠার সঙ্গে তিনি এই সকল কৰ্ত্তব্য পালন করিয়াছেন তাহা সৰ্ব্বজনবিদিত, অথচ তিনি ছিলেন চিররশ্ন, তিনি পঞ্চাশ পার হইবেন এ কথা কখনও তখন ভাবি নাই । যে-বৃহৎ লাইব্রেরী র্তাহার বিদ্যার পরিচয়, তাঙ্ক রহিল, তাহ। ত নির্জীব । তিনি ছিলেন জীবন্ত লাইব্রেরী। আমার স্বামী বলেন, যে, যখনই কিছু জিজ্ঞাসা করা গিয়াছে তৎক্ষণাং বইখানি আনিয়া স্থানটি পরলোকগত মহেশচন্দ্র ঘোষ বাহির করিয়া দিয়াছেন । তিনি জীবিত থাকিতে যে লাইব্রেরী দিয় এক মিনিটে কাজ হইত, এখন সেজন্য এক ঘণ্ট। খাটিতে হইবে । আমার মামার চারি সহস্ৰাধিক গ্রন্থপূর্ণ বিশ হাজার টাকা মূল্যের এই লাইব্রেরী তিনি - সাধারণ ব্রাহ্মসমাজকে দান করিয়াছেন এবং যা কিছু নগদ রাথিয় গিয়াছেন তাহা ও এই লাইব্রেরীর রক্ষণাবেক্ষণ ও উন্নতিকল্পে ব্যয় করিবার জন্য আদেশ দিয়া গিয়াছেন । ইহাতে সকল প্রকার প্রাচীন ও নবীন, প্রাচ্য ও পাশ্চাত্য ধৰ্ম্ম, ও সাধারণ