পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] ASA SSASAS SSAS SSAS SSAS হালামদের কথা ASA SSASAS SSAS SSAAAASAASAASAASAASSAAAASSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS ¢ፃ 9 সিদ্ধতপা ত্যজি তব পরিচিত এই তপোভূমি, চক্ষুর না-দেখা পথে উদ্ধলোকে চলিয়াছ তুমি, যেথায় স্বকৃতি আর ভক্তি, জ্ঞান-বিশোধিতা, তব রচিয়াছে তোমা তরে সাধনার ক্ষেত্র অভিনব । হেথাকার শেষ দিনে পশ্চাতে চাহিয়, অশ্ৰুজল জানি ঝরিবে না তব ; চিত্ত মম না হোক চঞ্চল তোমারে বিদায় দিতে । তোমারে যে জানিয়াছি, তাই হল্লভ সৌভাগ্য মানি, আর দেখা পাই কি না পাই । তোমারে জেনেছে যারা, ছিল যারা তব স্নেহভাগী অনিন্দ্য তোমার স্মৃতি তাদের অন্তরে রবে জানি । তোমার জীবনসূৰ্য্য দ্রুত যবে নামে আস্তাচলে কল্যাণকামনা তব বার বার এ হৃদে উথলে । মাতার বাৎসল্য আর ভগিনীর স্নেহ, শ্রদ্ধা দিয়া বিদায়ের অর্ঘ্য এই আজ, বন্ধু, এনেছি রচিয়া । কলিকাতা, ৯ই জুন ১৯৩০ | হালামদের কথা শ্ৰীনলিনীকুমার ভদ্র হালামর। সাধারণতঃ শ্রীহট্টজেলার দক্ষিণ অংশে লুশাই পাহাড়ের নিকটবৰ্ত্তী পাৰ্ব্বত্য স্থানসমূহে বাস করে । ইহারা পাৰ্ব্বত্য টিপরা জাতির শাখ-বিশেষ । ইহাদের আচার-ব্যবহার, রীতি-নীতি সবই অদ্ভূত। বৰ্ত্তমানকালে বাঙ্গালীদের সংস্পর্শে আসায় ইহারা কতকটা সভ্য হইয়াছে এবং নিজেদের প্রথাগুলি ক্রমশ পরিত্যাগ করিতেছে । হালামরা ছোট ছোট পাহাড় বা টৗলার উপর বাড়ী নিৰ্মাণ করিয়া বাস করে। উচু বাশের মাচার উপর বাড়ীগুলি তৈয়ারী। ধাপ-কাটা গাছের গুড়িতে প্রস্তুত সিড়ি বাহিয়। ঘরের বারানায় উঠিতে হয় । ঘরের ছাদ বশি ও একরকম পাতায় ছাওয়া । প্রত্যেক হালামের বাড়ীতে একখানামাত্র ঘর থাকে । উহার একদিকে রন্ধনশাল। এবং আর একদিকে পরিবারস্থ সকলের শুইবার স্থান। মাচার নীচে শূকর কুকুট প্রভৃতি গৃহপালিত পশুপক্ষীর আস্তানা। হালাম-পুরুষেরা সকলেই ধুতি ও জাম পরিধান করে। স্ত্রীলোকের একখানা পাচ হাত ধুতি বুকের কাছে গেরে দিয়া পরে এবং আর একখান। ছোট চাদর কটিতে জড়াইয়া রাখে, কেউ কেউ লম্বা হাতাওয়ালা একরকম