পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঢাকায় ও নিকটস্থ গ্রামে উপদ্রব ( একটি চিঠি ) ঢাকার শোচনীয় দাঙ্গা হাঙ্গামার বিস্তারিত বিবরণ আপনার নিকট নিশ্চয়ই পৌছিয়াছে। তবে নিজে সমস্ত দেখাশানা ও অন্তের কাছ হইতে জানার ভিতরে অনেকট পার্থক্য থাকিয় যায় এবং আমার মনে হয় আপনি নিজে যদি সমস্ত পরিদর্শন করিতেন, তবে খুবই ভাল হইত। সে যাহা হউক,আমি আজ এই দাঙ্গ-সম্পকীয় ব্যাপারেই কয়েকটি কথা লইয়া আপনার কাছে উপস্থিত হইতেছি এই আশাতে যে,-- আমি যেদিক দিয়! আলোচনা করিতে চাই আপনার কাছ হইতে সে দিকটা আরও স্পষ্টতর ও সুচারুরূপে সাধারণের নিকট প্রকাশিত হইতে পারিবে । يخی. কায়েতটুলীতে অত্যাচারের সাক্ষী স্বশীল-নিবাদ আমি ঢাকাতেই থাকি এবং পূর্ণ দাঙ্গার সময় ঢাকাতেই ছিলাম ও সহরের বিপন্ন অবস্থা সম্বন্ধে বিশেষ পরিচয় পাইয়াছি । সহরের দাঙ্গা স্বরু হওয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ গ্রামগুলিতে যে লুণ্ঠন চলিয়াছিল তা’র মধ্যে রুহিংপুর গ্রামের লুণ্ঠনাবশেষ দৃশু নিজে দেখিয় আসিয়াছি। ঢাকা সহরের দাঙ্গা সম্পর্কে বৰ্ত্তমানে হিন্দু মুসলমান উভয় পক্ষ একে অন্তকে দোষী করিবার চেষ্টা দেখা যায়, কিন্তু গ্রামের লুণ্ঠন সম্পর্কে হিন্দুদের দায়ী ግ« ÷ Š « করিবার এতটুকু স্বত্রও খুজিয়া পাওয়া যায় না। আমার ইচ্ছা হয়, শিক্ষিত মুসলমান সম্প্রদায়কে এই সম্পর্কে কতকগুলি প্রশ্ন জিজ্ঞাস করি । লুটপাট চিরদিন যুদ্ধোন্মত্ত সৈন্যসামন্ত অথবা লুণ্ঠনবৃত্তি দক্ষ্যরাই করিয়া আসিয়াছে। কিন্তু রুহিংপুরে কি কায়েতটুলীতে আক্রমণের ফলে শ্ৰীযুক্ত উপেন্দ্রনাথ সেনের বাড়ীর দুরবস্থা দেখিলাম ? সেখানে আশেপাশের, এমন কি গ্রামস্থের ভতর গু, কতক মুসলমান গৃহস্থ স্ত্রী-পুরুষ হিন্দু গৃহস্থ বাড়ী সব অকাতরে লুণ্ঠন করিয়াছে। রুহিংপুরে দেখিলাম প্রায় দুইশ’ গৃহস্থ বাড়ী লুষ্ঠিত হইয়াছে । শত শত মুসলমান স্ত্রী-পুরুষ, তাদের সঙ্গে নাকি ১০।১২ বৎসরের বালকও ছিল-প্রত্যেক ঘরে ঢুকিয় বাড়ীর যাবতীয় জিনিষপত্র, এমন কি ঘরের কপাট এবং দু’এক স্থলে ঘরের চালের টিন পৰ্য্যস্ত, খুলিয়া লইয়। গিয়াছে । মাটি খুড়িয়া ডোব পুকুর ইত্যাদি,—অর্থাং যে সব স্থানে গহন অর্থাদি কি থালা বাসন ইত্যাদি গৃহস্থের লুকাইয়া রাখা সম্ভব—সে সবই ঘাটিয়া যাহা পাইয়াছে সবই লইয়াছে। এমন কি দরিদ্রের ধান ভানিবার টেকীটি পৰ্য্যন্ত তুলিয়া লইয়াছে। একটি দরিদ্র স্ত্রীলোক, ষে তার বৃদ্ধ স্বামী ও