পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] ঢাকায় ও নিকটস্থ গ্রামে উপদ্রব ©Ꮻ☾ ভিতর র্যারা শিক্ষিত র্তারা ভাবিয়া দেখিবেন না ? আমি শুনিয়াছি কোনো কোনো সাধুপ্রকৃতি মুসলমান এই সমস্ত লুটের জিনিষকে ‘হারাম বলিয়া ঘৃণা প্রকাশ করিয়াছেন। কিন্তু র্তাদের কি অগ্রসর হইয়া প্রকাশ্যভাবে এই ভাব বংশালের একটি ডিস্পেগরীর দুববস্থ৷ নিজেদের সমধম্মীদের ভিতর প্রচার করা উচিত নয় ? মুসলমান ধৰ্ম্মে কি বিশ্বজনীন সত্য বলিয়৷ কিছু নাই ? পরস্ব লুণ্ঠন কি তাদের ধৰ্ম্মে অধৰ্ম্ম নয় ? মুসলমানকে লুণ্ঠন করিলে পাপ, অন্তকে লুণ্ঠন করিলে পাপ নয়, তাদের ধৰ্ম্মে কি এইরূপ বলে ? লুণ্ঠনকারীদের অনেকে না কি বলিয়াছে, যে, সাত দিন কোন আইন নাই, এইরূপ তারা শুনিয়াছিল। যেন আইনের ভয়ই একমাত্র ভয়—ধৰ্ম্মভয় বলিয়া তাদের কিছুই নাই । একজন ঠাট্টা করিয়া বলিতেছিলেন, মে, অ{জ হিন্দু মেয়ের ঘর ছাড়িয়া বাহির হইয়াছে স্বরাজ-পতাকা হাতে লইয়া, আর মোগ্নেমনারী ঘর ছাড়িয়া বাহির হইয়াছে লুট করিতে। একদিক দিয়া উভয়েই সমান, সে, উভয়েই গণ্ডীর বাধন অতিক্রম করিয়াছে ! মুসলমান ভ্রাতারা এ সম্বন্ধে কি বলেন ? আর একটা কথাও ভাবিয়া দেখিবার অাছে। সত্যা গ্ৰহ আন্দোলন সুরু হওয়ার পর ঢাকা সহরে হিন্দুনারীরা দলে দলে সহরের যে কোনো অলিগলি ঘুরিয়া সভাসমিতিতে যোগ দিয়াছে,—চাদা আদায় ইত্যাদি করিয়াছে— . অনেক সময়ই কোনো পুরুষ সঙ্গে লওয়ার প্রয়োজন হয় নাই। মুসলমান ভ্রাতাদের দ্বারা কোনো প্রকার অনিষ্ট হইতে পারে, এরূপ ভাবই তাদের মনে আসে নাই। আমি নিজে এই দাঙ্গার অল্প কয়েকদিন পূৰ্ব্বে শুধু একটিমাত্র মহিলা সহ কংগ্রেসের কাজে রাত্রি ১১টা পৰ্য্যস্ত মুসলমান গাড়োয়ানের গাড়ীতে বাড়ী বাড়ী ঘুরিয়াছি,-কোনো সংশয় বা সঙ্কোচ আসে নাই। বাস্তবিক এটা কত বড় বিশ্বাসের ভাব । আর আজ না কি মুসলমানেরা বলে, যে, কই হিন্দু স্ত্রীলোকের। আজ স্বরাজ-পতাক লইয়া বাহির হয় না ? এখন তারা কই ? তার যে পূর্বে অসঙ্কোচে মুসলমানদের মধ্য দিয়া বাহির হইতে পারিত, সেটাই তা’দের পক্ষে গৌরবের বিষয় ছিল, ন| আজি ধে তা’র পলে পলে তাদের ভয়ে শঙ্কিত, এটাই তাদের গৌরবের ? আশা করি, শিক্ষিত মুসলমান ভ্রাতারা ইহার উত্তর দিবেন । মুসলমান লুণ্ঠনকারীর না কি ঢাকার এক প্রভাবশালী মুসলমানের দোহাই দিয়াছৈ এবং তাহার হুকুমে তাহারা এরূপ করিতেছে ও তাহার রাজত্ব হইয়াছে এরূপ ভাব ও প্রকাশ করিয়াছে । ধরিলাম মুসলমান রাজত্বই হইয়াছে,-কিন্তু তাহার কি এই নমুনা ? বাদশাহের রাজত্ব হইলে তার মুসলমান প্রজ ؛ F ? ؛ ام.. ! - :- , چ - ۔ ۔ ۔ ۔ :-؟ বংশালের একটি বাড়ীর লুণ্ঠনান্তে দুরবস্থা ছাড়া অন্যধৰ্ম্মাবলম্বী প্রজাদের ধন প্রাণ নিরাপদ থাকিবে না, ইহাই কি বাদশাহী রাজ ত্ব দ্বার বুঝায় এবং তাহাই কি ইসলাম-সভ্যতার গৌরববৰ্দ্ধক ? শিক্ষিত মুসলমান ভ্রাতারা ইহার উত্তর দিবেন কি ? বাস্তবিকপক্ষে মুসলমান ভ্রাতাদের ভিতর যারা শিক্ষিত, তাদেরই দায়িত্ব অধিক । যার অশিক্ষিত ও অজ্ঞান, তাদের বুঝাইয়া দেওয়া তাদেরই কৰ্ত্তব্য। হিন্দুসমাজেও অনেক দোষ ছিল ও আছে। কিন্তু সেই দোষ দূর করিবার জন্ত যুগে যুগে সংস্কারকেরও অভাব হয়