পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qasb" প্রবাসী— ১৩৩৭ শ্রাবণ, [ ৩০শ ভাগ, ১ম খণ্ড "বহুৎ আচ্ছ। থাকে দেখো। আউর কভি বিলাতি বিস্কুট মৎ থাও। হারাম হায় ।” ‘তোৰা তোবা বলিয়া চাপরাশি ডাকবাঙ্গল অভিমুখে রওনা হইল । ছেলের বলিল---“ভাই এ টিনটাকে "বন্দেমাতরম" করা বাক এস।" বলিয়া টিন খুলির বিস্কুটগুলা রাজপথে ছড়াইয়া দিল । তপন সকলে ‘বন্দেমাতরম" এবং ‘বিদেশী বাণিজ্যে কর পদাঘাত" এই গান করিতে করিতে বিস্কুটের উপর নৃত্য করিতে লাগিল । দুই এক মিনিটেই সমস্ত বিস্কুট চূর্ণ হইয় রাজপথের সেই অংশ শুভ্র করিয়া ফেলিল। একজন খালি টনটাকে পদাঘাতে তালতোবড়া করিয়া, এক লাথিতে রাস্তার পাশ্বস্থিত ড়েনে ফেলিয়া দিল। তখন সকলে আপন আপন গৃহে প্রস্থান করিল। চাপরাশি অল্প দূর হইতে এ সমস্ত ব্যাপারই দেপিল। আসাম হইতে নুতন আসিয়াছিল, কিছুই বুঝিতে পারিল না। পথচারী একজনকে জিজ্ঞাসা করিল—“বাবুলোগ পাগল হুয়া না ক্যা ?’ সে বলিল—“বন্দেমাতরম হইয় অবধি লেড়কী লোক কাহাকেও বিলাতী জিনিষ কিনিতে দেয় না।” “কেয়ী বোলতা হায় ? বন্দুক মারম ?” “নেই নেই, বঙ্গেমাতরম্ " “छे कrी शांग्न ?” “ক্যা জানে ভাই। একঠো গালি, হোগা। সাহেব লেীগকে। দেপনে সে আজকাল লেড়কী লোক ঐ বtৎ বোলত হায় ।” তৃতীয় পরিচ্ছেদ নগদ আট আনা পয়সা লভ্য করিয়া চাপরাশি প্রফুল্লমনে ডাকবাঙ্গলায় প্রত্যাবৰ্ত্তন করিল । দেপিল সাহেব বারান্দায় পায়চারী করিয়া বেড়াইতেছেন। চাপরাশিকে দেখিয়া অভ্যস্ত ক্রুদ্ধ হইয়া সাহেব জিজ্ঞাসা করিলেন— "র্কেও এত্ত দেরী কিয় ?” বলিয়া বিস্কুটের টিনটি হাতে করিয়া দিীক্ষণ করিতে লাগিলেন । “হিন্দু বিস্কুট" দেখিয়াই তৎক্ষণাৎ সেই টিন চাপরাশির মস্তক লক্ষ্য করিয়া সজোরে ছুড়িয়া মারিলেন। চাপরাশি বীরাঙ্গার প্রান্তে দাড়াইয়াছিল, মীর খাইয়া নিম্নে পড়িয়া গেল। টিনের আঘাতে কপাল কাটিয়া রক্তপাত হইল । সাহেব পতনে দৃকপাত না করিয়া বলিলেন—“ড্যাম শুয়ার কা বাচ্চ—ইয়৷ দেশী বিস্কিট কাহে লারা ?” চাপরাশি ভয়ে কঁাপিতে কঁাপিতে উঠিয়া বারান্দায় অগসিল । “হুজুর—হাম বিলাতি বিস্কুট পহিলে লিয়া থা। লেকিন- ” “का छ्ग्रां ?” “লেকিন ইস্কুলকে লেড়ক লোক—চাশরাশি আট আনা পয়সার মায়া ত্যাগ করিয়া বলিয়া যাইতেছিল যে, বালকগণের প্ররোচনায় দেশীয় বিস্কুটই ভাল শুনিয় তাহাই লইয়াছে। কিন্তু সাহেব অগ্নিশৰ্ম্ম হইয়। বাধা দিয়া বলিলেন—“ইস্কুলকে লেড়কী লোক ! বন্দেমাতরম্ ? हिम् जिब्रो ?” এতক্ষ৭ে চাপরাশিপুঙ্গৰ অকুল সমূত্রে কূল পাইল। বলিল—“ই। হুজুর, ছিন গিয়া।” "কাছেৰেল দিয়া ?” “হুজুর, উললোগ বিশ পচাশ আদমি—হাম একেল, কেয়া করে ?” সাহেব বুঝিলেন, সংবাদপত্রে বাহ পাঠ করিয়া থাকেন, হুবহু তাহাই ঘটিয়াছে। বলিলেন—“ইউ ড্যাম কাউয়ার্ড, পুলিসকো কাহে নেই বোলায় ?” চাপরাশি বলিল—“হম পুলিস পুলিস বোলকে বহুৎ চিল্লায় হুজুর। লেকিন কোই কনেটিবিল নেহি আয়া। লেড়কী লোক, বিস্কুট তোড়কে রাস্তামে ছিটায় দিয়া, আউর বন্দুক মারো না ক্য বোলকে সব বিস্কুট পায়েরসে চুর চুর কর দিয়া। হাম ক্যা করে : হুজুরকা চল ঠাও। হে যাত হ্যায়, হামার। পাশ আপনা একঠো রাপিয়া থ, তো ঐ একঠে। দেশী বকস্ লে লিয়া । এক রূপিয়া সে তো বিলাতী টিন দেত নেই গরীব পরবর।” সাহেব বলিলেন—“অtছ, হাম ম্যাজিষ্ট্রেট সাহেবক পাশ আভি যাত। লেড়কী লোককে হাম জেহেল মে ভেঙ্গেগ।" বলিয়৷ টুপী লইয়। ক্ৰোধে কঁাপিতে কঁাপিতে চা-কর সাহেব ক্লব অভিমুখে যাত্রা করিলেন । ম্যাজিষ্ট্রেট সাহেব, জজ সাহেব, পুলিস সাহেব প্রভৃতি সেখানে উপস্থিত ছিলেন । কয়েকজন মেম সাহেবও ছিলেন । জজ ও ম্যাজিষ্ট্রেট সাহেব বিলিয়ার্ড থেলিতেছিলেন। জয়েন্ট সাহেব, পুলিস সাহেব ও তাহীদের মেমদ্বয় তাস থেলিতেছিলেন। সাহেবরা হুইস্কি, পেগ এবং মেম সাহেবেরা ভামুৰ্থ পান করিতেছিলেন । চ-কর সাহেব নিজ কার্ড ম্যাজিষ্ট্রেট সাহেবকে পাঠাইয়৷ দেওয়া মাত্র তাহার আহবান হইল । তিনি প্রবেশ করিয়াই wfox--"Wory sorry to intrude---' stata o oso কথা খুলিয়া বলিলেন । ম্যাজিষ্ট্রেট সাহেব শুনিয়া আগুনের মত জ্বলিয়া উঠিলেন । পুলিস Microw ofto–"I say—this is serious.” পুলিস সাহেব বলিলেন—“আমি এখনই বাইতেছি।" বলিয়া তাদের হাত ডাক্তার সাহেবকে দিয়া বাহির হইলেন। আর্দালিকে BBBBSBBBBB BBBBDDS BBB BBBBBB BBB কহে ।” • সাহেবদ্বয় তখন ডাকবাঙ্গলায় আসিয়া উপস্থিত হইলেন। চা-কর wfo-"Tis really very good of you to take so much trouble." পুলিস সাহেব বলিলেন, ‘দিন দিন বন্দেমাতরম" নিউসেন্স অসহনীয় হইয়া দাড়াইতেছে। ইহা নিশ্চয়ই জাতীয় বিদ্যালয়ের ছেলেদের কাজ ।” blitas wêKaal-"While we wat for your Daroga, may l offer you a peg ?' “Thanks, I don't mind.” বোতল গেলাস ও সোডাওয়াটার বহির হইল। হাভানা চুরুট বাহির হইল। দুই জনে দেশের বর্তমান অবস্থ। বাঙ্গালীর বেয়াদৰী, গভর্ণমেণ্টের শিথিলতা, বিলাতে শ্বেতবাবুগণের স্বদেশদ্রোহিত। সম্বন্ধে আলাপ করিতে লাগিলেন। ক্রমে দারোগ। কসিমুল্লা আসিয়া সেলাম করিয়া দাড়াইল । পুলিস সাহেব জিজ্ঞাসা করিলেন--“দারোগ আজ বাজারমে দাঙ্গ হুয়া জানতা ?” “হঁ। হুজুর, আভি থঘর মিল।” “ক্যl action লিয়া ? ' - “হুজুর, ফরিয়াদীক তল্লাসমে জমাদার মোতায়েন কিয় ।” “ফরিয়াদী ইহঁ। হ্যায়, ইতাল লিথ লেও।” “যে হুকুম হুজুর”—বলিয়। দারোগ। চাপরাশিকে লইয়া বারাগার গেল। আলোকাদি সংগ্ৰহ করিয়া এজাহার লিখিতে লাগিল। বলা বাহুল্য, মনিবকে যেমন বলিয়াছিল, চাপরাশি দারোগাকেও সেইরূপ বলিল। লিখিতে লিখিতে দারোগ বলিল—“কোথাও জথম আছে ?”