পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ولمالاولم AMM MMAYAMAAA SA SA A AA AAAAMAMMAAA S AAAAA AAAAMM MAAA AAAA AAAA AAAAS AAASASASSMSS zSifon (Embroidery);

  • istorā sta (Battique work on handkerchiefs, hand bags, table cloths and door curtains);

efst för (Fresco); বাসন এবং গহনার নুতন ডিজাইন ; দারুশিল্পের নুতন ডিজাইন (Furniture) ; এতদ্ভিন্ন গৃহসজ্জার জন্ত সকল রকম শিল্পদ্রব্যের ডিজাইন উপযুক্ত মূল্যে উপযুক্ত সময়ে করিয়া দেওয়া হয় । পত্রাদি লিখিবার ঠিকানা :– সম্পাদক কারুসজল, কলাভবন, শাস্তিনিকেতন পোঃ । চৈন বিদ্যাপীঠ দ্বারা আহূত হিন্দু অধ্যাপক চীনের পেকিং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষ তথায় হিন্দু দর্শনের অধ্যাপনার জন্য কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের দর্শনাধ্যাপক শ্ৰীযুক্ত ফণীভূষণ অধিকারী মহাশয়কে আহবান করিয়াছেন । চৈনিক বিদ্যাপীঠের কত্ত্বপক্ষ তাহাকে তিন বংসরের জন্য চান । অধিকারী মহাশয় জ্ঞানবত্তায় যোগ্য লোক ; এবং তাহার সৌজন্যে চৈনিক ভদ্রলোকদের মনে ভারতবর্ষের প্রতি শ্রদ্ধার উদ্রেক হইবে । আমাদের বিবেচনায় তাহার এই নিমন্ত্রণ গ্রহণ করা উচিত। রবীন্দ্রনাথ চীনে কতিপয় সহচর সহ গিয়া সেই দেশের সহিত ধৰ্ম্ম ও কুষ্টির ক্ষেত্রে ভারতবর্ধের প্রাচীন ঘনিষ্ঠ সম্পর্ক পুনরুজ্জীবিত করিয়৷ আসিয়াছেন। অধিকারী মহাশয় চীনের উক্ত বিশ্ববিদ্যালয়ে তিন বৎসর শিক্ষা দিলে সেই সম্বন্ধস্ত্র ছিন্ন হইতে পাইবে না । মুসলমান সমাজ ও কংগ্রেস অনেক আগে হইতে এই ধারণা জন্মাইবার চেষ্টা হইয় আসিতেছে, যে, মুসলমানদের সঙ্গে কংগ্রেসের কোনই যোগ নাই—যদিও অনেক প্রসিদ্ধ মুসলমান কংগ্রেসের সভাপতি পৰ্য্যস্ত হইয়া গিয়াছেন। ভারতবর্ষের বর্তমান প্রবলতম প্রচেষ্টার সহিত মুসলমানদের কোনই যোগ নাই, ইহাও প্রমাণ করিবার চেষ্ট হইতেছে। অথচ সব প্রদেশেই এই গ্রচেষ্টার সম্পর্কে অনেক মুসলমান অভিযুক্ত হইয়া জেলে যাইতেছেন। মুসলমান মহিলাও বাদ যান নাই। বোম্বাই হাইকোর্টের জজ পরলোকগত প্রবাসী—শ্রাবণ, ১৩৩৭ ASMSMSMS MMAMAMAMAAAS AAASASAAAAASA SAAAAS AAAAA eAMAAA AAAASAAAA AAAAMAMA AMAMS MMAMAMMAAA AAAAA [ ૭૦માં છfi, મેં શહ ഘാ বদরুদ্দীন তৈয়বজী মহাশয়ের কন্য৷ শ্ৰীমতী লুক্মানীর পিকেটিং করা অপরাধে চারি মাস সশ্রম জেল হইয়াছে । র্তাহার বয়স পয়ষট্টি বৎসর । বিহারে বাবু রাজেন্দ্র প্রসাদের পর ভাগলপুরের বাবু দীপনারায়ণ সিংহ নেতা নিযুক্ত হইয়াছেন । র্তাহার পর কলিকাতা হাইকোটের ভূতপূৰ্ব্ব জজ ব্যারিষ্টার সৈয়দ হাসান ইমাম তথাকার প্রাদেশিক কংগ্রেসনেতা হইবেন । র্তাহার জেল হইলে তাহার ভ্রাত ভারত গবন্মেন্টের শাসন-পরিষদের ভূতপূৰ্ব্ব অন্যতম সভ্য সৈয়দ স্যার আলি ইমাম নেতৃত্ব করিতে রাজী হইয়াছেন এবং কংগ্রেসে যোগ দিয়াছেন । অপেক্ষাকৃত বা সম্পূর্ণ অপ্রসিদ্ধ অনেক মুসলমানও দেশে স্বরাজ স্থাপন করিবার জন্য চেষ্টা করিতেছেন । পেশাওয়ারে যে এত উপদ্রব হইয় গেল, তাহার কারণই এই, যে, মুসলমানপ্রধান প্রদেশের রাজধানী উক্ত মুসলমান-প্রধান শহরে বিস্তর মুসলমান স্বরাজের জন্য সৰ্ব্বস্বপণ ও প্রাণপণ করিয়াছিলেন এবং তাহীদের মধ্যে চূড়ান্ত দুঃখভোগও অনেকে করিয়াছেন। এই সকল দৃষ্টান্ত হইতে বুঝা যাইবে, যে,“ইহারা ভাগবখরার বেলায় অংশ এবং দ্যায্য পাওনা অপেক্ষা বেশী অংশ চান, কিন্তু ক্ষতি ও দুঃখ সহ করিবার সময় ইহঁদের দেখা পাওয়া যায় না,” এই অপবাদ সকল মুসলমানের প্রতি প্রযোজ্য নহে । ছাত্রসমাজ ও "দেশের কাজ রাজনৈতিক কোন আন্দোলনে ছাত্রছাত্রীদের যোগ দেওয়া উচিত কিনা, স্বাধীন গণতন্ত্র দেশসকলে এ প্রশ্ন ও তাহার আলোচনা উগ্র আকার ধারণ করে না ; কারণ, সে-সব দেশে ছাত্রদের ভাল কিসে হইবে, আলোচ্য বিষয় তাহাই ; ছাত্রেরা কোন আন্দোলনে যোগ দিলে গবন্মেণ্টের কি অস্থবিধা হইবে তাহ বিবেচ্য নহে। কেন না, স্বাধীন গণতন্ত্র দেশে দেশের লোক ও গবন্মেণ্ট বলিতে ছটা সম্পূর্ণ আলাদা মনুষ্যসমষ্টি বুঝায় না। পরাধীন দেশে এই প্রশ্ন ও তাহার আলোচনা একটা গুরুতর