পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাঢ়ের কয়েকটি পল্লী ভ্রমণ শ্ৰীহরিহর শেঠ প্রত্যুষে উঠিয়া কাটোয় হইতে একখানি গাড়ী লইয়া দাইহাট যাত্র করিলাম। ইহা কাটোয়া হইতে প্রায় পাচ মাইল দূরে । আজকাল আমরা অনেকে প্রায়ই দেশ বিদেশে ভ্রমণে যাই ; অনেক সময় বৰ্ম্ম, রেজুন, জাভা, জাপান প্রভৃতি স্থান বেড়াইয়া তথায় প্রাচীন হিন্দু সভ্যতার নিদর্শনগুলি দেখিয়া পুলকিত হই; কিন্তু ঘরের পাশে যে-সব বিলুপ্তপ্রায় প্রাচীন হিন্দুকীৰ্ত্তি ও হিন্দু-প্রাধান্যের চিহ্ন বিদ্যমান রহিয়াছে তাহ দেখিবার আগ্রহ নাই। হুগলী জেলার মধ্যে দ্বারবাসিনী, পাণ্ডুয়া, মহানাদ প্রভৃতির ন্যায় রাঢ়ে কাটোয়, দাইহাট, অগ্রদ্বীপ, বীরহাট প্রভৃতি এমন অনেক স্থান আছে যাহার পূর্ব ইতিহাস উদ্ধার করিতে পারিলে অনেক জ্ঞাতব্য কথা জান। যাইবে । আজিও এ সকল স্থানের বনজঙ্গলের মধ্যে এমনসব ধ্বংসপ্রায় ঐতিহাসিক নিদর্শন রহিয়াছে, যাহা অবলম্বন করিয়া তথ্যামুসন্ধানে প্রবৃত্ত হইলে লুপ্ত ইতিহাসের উদ্ধারসাধন সম্ভবপর হইতে পারে। আজিও যাহা দেখা যাইতেছে কাল-প্রভাবে তাহাও হয়ত নিশ্চিহ্ন হইয়া যাইবে । কিন্তু এমনই দেশের দুর্ভাগ্য, র্যাহাদের যত্ন চেষ্টা ও পরিশ্রমে এই কাৰ্য্য অপেক্ষাকৃত সহজসাধ্য হইতে পারে, তাহাদের এদিকে আগ্রহ নাই । আর যাহাদের ইচ্ছা আগ্রহ আছে তাহাদের হয়ত সময় ব৷ সামর্থ্যের অভাব । স্থানীয় কৃতবিদ্য লোকেরা এ বিষয়ে উদ্যোগী হইলে কাজ সহজ হয় । পূৰ্ব্বকালে কাটোয় হইতে দাইহাট পৰ্য্যস্ত সমস্ত স্থানটাই যে একটা বা একাধিক পরস্পর-সংলগ্ন সহর ছিল, তাহা প্রাচীন সমৃদ্ধির লুপ্তপ্রায় ক্ষীণ নিদর্শনগুলি হইতে বেশ প্রতীয়মান হইয়া থাকে। যে পথ ধরিয়া দাইহাট যাইতে হয়, তাহা গঙ্গার ধার দিয়া গিয়াছে ; কিন্তু গঙ্গ৷ এক্ষণে বহুদূরে সরিয়া যাওয়ায় পথ হইতে উহা দৃষ্টিগোচর হয় না । গঙ্গাগৰ্ভ এথন কোথাও উদ্যান, কোথাও জঙ্গলে পরিপূর্ণ, আবার কোথাও বা আবাদ হইতেছে। এখনও যাহা কিছু প্রাচীন সমৃদ্ধির চিহ্ন দেখা যায় তাহা প্রায়, পথিপাশ্বেই অবস্থিত। এই স্থান পূৰ্ব্বকালে ইন্দ্রানী পরগণার কেন্দ্র ছিল । এখানে ইন্দ্ৰেশ্বর নামে এক রাজা ছিলেন। তিনি গঙ্গাতটে এক স্ববৃহৎ মন্দিরমধ্যে ইন্দ্রেশ্বর নামে শিব স্থাপনা করিয়াছিলেন। মুসলমান-বিজয়ে তাহা ধ্বংসপ্রাপ্ত হইয়াছে। এই ইন্দ্রানী যে পূৰ্ব্বকালে রাজাডাঙ্গার প্রাচীন শিবমন্দির অতি প্রসিদ্ধ জনপদ ছিল, তাহ কবিকঙ্কণ চণ্ডীর নিম্ন লিখিত অংশগুলি হইতে বুঝিতে পারা যায় – “মণ্ডলাহাট ডাইনে আছে, থাকিব হাটের কাছে, আনন্দিত সাধুর নন্দন। সম্মুখেতে ইন্দ্রানী, ভুবনে দুলভ জানি দেব আইসে যাহার সদন ॥” 水 事 求 "ডাহিনে লালিতপুর বাহিল ইন্দ্রানী। ইন্ত্রেখরে পূজা কৈল দিয়া ফুল পানি।” 率 sk sk