পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৯২ প্রবাসী—ভাদ্র, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ১ম খণ্ড MMM S AAMA AAMAMAMMAM MAAA AAAAS A SAS SSAS MMMAAA AAAA S SAAAASAAAAMMAMMMMAMMA JA AMMMAAAA বুধবারের পার্টির জন্য সে টুইল সাটটা সাবান দিয়া কাচিয়া লইল। ভাবিল, নিজের যাঁহা আছে তাছাই পরিয়া যাইবে, চাহিবার চিন্তিবার আবশ্বক নাই। তবুও যেন বড় হীনবেশ হইল। মনে মনে ভাবিল হাতে যখন পয়সা ছিল, তখন লীলার সঙ্গে দেখা হ’ল না—আর এখন একেবারে এই দশা, এখন কিনা ! লীলার দাদামশায় মিঃ লাহিড়ী খুব মিশুক লোক । অপুকে বৈঠকখানায় বসাইয় পানিকট গল্পগুজব করিলেন, বলিলেন, তিনি তাহার কথা সবই শুনিয়াছেন, সে যে এপন কলেজ পৰ্য্যস্ত পড়াশুনা করিতেছে ইহাতে খুব আনন্দ প্রকাশ করিলেন ও উৎসাহ দিলেন । লীল৷ আসিল, সে ভারি ব্যস্ত, একবার দু চার কথা বলিয়াই চলিয়া গেল । কোনে পার্টিতে কেহ কখনে। তাহাকে নিমন্ত্রণ কুরে নাই, সে-সব অভিজ্ঞতাও নাই। যখন এক এক করিয়া নিমস্থিত ভদ্রলোক ও মহিলাগণ আসিতে আরম্ভ করিলেন, তখন অপু খুব খুসি হুইল । কলিকাতা সহরে এ রকম ধনী ও উচ্চশিক্ষিত পরিবারে মিশিবার সুযোগ-এ বুঝি সকলের হয় ? মাকে গিয়া গল্প করিবার মত একটা জিনিষ পাইয়াছে এতদিন পরে । মা শুনিয়া কি খুসিই যে হইবে । বৈঠকখানায় অনেক স্নবেশ যুবকের ভিড়, প্রায় সকলেই বড়লোকের ছেলে, কেহ ব| নতুন ব্যারিষ্টারী পাশ করিয়া আসিয়াছে, কেহ বা ডাক্তার, বেশীর ভাগ বিলাত-ফেরৎ । কি লইয়। অনেকক্ষণ ধরিয়৷ তর্ক হইতেছিল। কর্পোরেশন ইলেকৃশনের ব্যাপার লইয়৷ কথা কাটাকাটি । অপু এ বিষয়ে কিছু জানে না, সে একপাশে চুপ করিয়া বসিয়া রহিল । পাড়াগায়ের কোন-একটা মিউনিসিপ্যালিটির কথায় সেখানকার নানা অসুবিধার কথা ও উঠিল । একজন মধ্যবয়সী ভদ্রলোক, মাথায় কাচাপাকা চুল, চোখে সোনা-বাধানে চশমা, একটু টানিয়া টানিয়া কথা বলিবার অভ্যাস, মাঝে মাঝে মোট চুরটে টান দিয়া কথা বলিতেছিলেন-দেখুন মি: সেন এগ্রিকালচারের কথা যে বলচেন, ও সথের ব্যাপার নয়- ও কাজ আপনার আমার নয়, ইট্‌ মাষ্ট বি ব্রেড, ইন্‌ দি বোন্‌— জন্মগত একটা ধাত গড়ে না উঠলে শুধু কলের লাঙ্গল কিন্‌লে ও হয় না— প্রতিপক্ষ একজন ত্রিশ পয়ত্রিশ বৎসরের যুবক,সাহেবী পোষাক পর, বেশ সবল ও সুস্থকায় । তিনি অধীরভাবে সামনে ঝুকিয় বলিলেন - মাপ করবেন রমেশবাবু, কিন্তু একথার কোনো ভিত্তি আছে বলে আমার মনে হয় ন, আপনি কি বলতে চান তা হ’লে এডুকেশন, অর্গ্যানিজেসন, ক্যাপিটাল-এসবের মূল্য নেই এগ্রিকালচারে ? এই যে--- —আছে, সেকেণ্ডারি— —তবে চাষার ছেলে ভিন্ন শিক্ষিত লোক কখনো ওসবে যাবে না ?...কারণ ইট্‌ ইজ নট ব্রেড ইন্‌ হিজ বোন ?.. অদ্ভুত কথা আপনার-আমার সঙ্গে কেম্বি জে একজন ছাত্র পড়তে।— লম্বা লম্বা চুল মাথায়, স্বন্দর চেহারা, ধরণধারণে টু, পোয়েট । হয়ত সারারাত জেগে হল্লা করছে, একটা বেহালা নিয়ে বাজাচেচ —আবার হয়ত দেখুন সারাদিম পড়চে বসে কি লিখচে —নয় তো ভাবচে– ডিগ্রি নিয়ে চলে গেল বেরিয়ে ক্যানাডায়.গবর্ণমেণ্ট হোমষ্টেড ল্যাণ্ডে জংলী জমি নিলে—ছোট্ট একটা কাঠের কুঁড়েঘরে সেই দুৰ্দ্ধৰ্য শীতের মধ্যে তিন চার বৎসর কাটালে—হোমষ্টেড ল্যাণ্ডের নিয়ম হচ্চে টাইটল হবার আগে পাচবংসর জমির ওপর বাস করা চাই—থেকে জমি পরিষ্কার করলে, নিজের হাতে রোজ জমি সাফ করে--লোকজন নেই, দুশে একার জমি, ভাবুন কতদিনে— – ইংরেজ অবিশুি ? ওদিকে একদলের মধ্যে আলোচনা বেশ ঘনাইয়। আসিল । একজন কে বলিয়া উঠিল— ও সব মর্যালিটী, আপনি যা বলচেন, একটু এ্যাণ্টিডেটেড হয়ে পড়েচে– এটা তে আপনি মানেন যে ওসব তৈরি হয়েচে বিশেষ কোনো সামাজিক অবস্থায়, সমাজকে বা ইন্‌ডিভিডুয়ালকে একটা প্রোটেকশন দেবার জন্যে, স্বতরাং— —বটে, তাহলে সবই সুবিধাবাদী আপনারা! নৰ্ম্ম্যাটিভ ভ্যালু বলে কোনে কিছুর স্থান নেই দুনিয়ায় ! ---ধরুন যদি– - - কোলে