পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

to 8 —অনেক লক্ষণই বিলক্ষণ প্রবল, নেই কেবল যেটি আমাদের প্রধান সম্বল—আবfধ প্রেম । সে রসে এর আজও বঞ্চিত। ডেমোক্রেসীও কয়—কাজে কিন্তু ‘নেমো’ক্রেসী । একবার রামায়ণখানার পাতা ওলটালেই পাত্ত পাবে,—সাম্যের জলন্ত পরিচয় ত্রেতায় আমরাই দিয়ে রেখেছি। বাল্মীকি তার পাকা রেকর্ড রেখে গেছেন। আমরা একা কোনো কিছু উপভোগ করি না, —ভাগ্যলব্ধ এই মুখের রংটা পৰ্য্যস্ত আপনার জনদের সমান হিস্সেয় বেঁটে দিয়েছি – সভায় ‘ধন্য ধন্য ধ্বনি উখিত হ’ল । —তবে বর্ণচোরা বলে একটা কথা আছে। বুদ্ধির প্রলেপে অনেকে সেটা ঢেকে বেড়ান। কিন্তু beauty is but skin deep বলেও যে একটা দামী কথা রয়েছে। একদিন সেটা বেরিয়ে পড়বেই। সাম্য সেদিন আপনিই ফুটবে। —যতদিন না সেই শুভদিন আসে, ততদিন আমাদের অপেক্ষা করতেই হবে,—এক নেশ্বন বলে মেনে নিতে পারচি না । কাজের মধ্যে দিয়েই তারা এসে পড়বে। হতাশ হবার কোনো কারণ দেখছি না, বরং যা দেখচি তাতে বলতেই হয়,—হবে, হবে, তাও হবে এবং নামও র’বে। তাই আশীৰ্ব্বাদ করি—সুমতি হউক । —লাঞ্চের সময় হয়েছে, ‘অস্পৃষ্ঠাদি অন্যান্য কথা ‘আফটার লাঞ্চ" হবে। ভক্তেরা–কলাগাছী, কলাবাড়ী, প্রবাসী—বৈশাখ, ১৩৩৭ কান্দি, হাইলাকান্দি হতে যে সব শুস্পশু পাঠিয়েছেন, এখন বাবাজীরা পরিতোষপূর্বক তার সদ্ব্যবহার কর । দর্শকদের মধ্যে গোসাইদের ছাপমার একজন বললেন, —“গোবিন্দ, গোবিন্দ, বেল্লিকরা বলে কি ? জবরদস্তি নাকি ! ওরা আবার কবে মানুষ হ’ল ?” বাচস্পতি বললেন,—“যবে থেকে আমরা অমাতুৰী আরম্ভ করেছি। তোমার ভয় কি শিরোমণি, ভালই তো—যজমান বাড়বে। এ দুঃসময়ে এখন ওদের পেলে যে বাচি ! যা আসে—আসতে দাও,—ও জাপানী খন্দর—গরমিলও হবে না, বেমানানও ঠেকবে না, খাস মিশ খাবে, আসতে দাও । নামের মোহে বদনাম আর বাড়িও না । কয়েকজন ১২৪শ ফেলে ৫৫৫ ধরালে । রিপোর্টার বিরূপাক্ষ পাকড়াশী আমার দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন,—“কেমন শুনলে ?” বললুম—“সত্য ?” বললেন,—“তুমি না লেখক । খাদ ভিন্ন গড়ন হয় ? তোমাদেরই বড়রা বলেন,—সত্যে আর কল্পনাতে না মেশালে উপভোগ্য উপন্যাস ও২রায় না ।” —“যাক, এখন চলেছ কোথায় ?” —“কাশীতে,—পিশাচমোচনে একটা ডুব দিতে।”