পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• ৭০২ প্রবাসী—ভাদ্র, ১৩৩৭ [ ৩eশ ভাগ, ১ম খণ্ড AASAASAASAASAASAASAAMA AMMMA AMS सञिहे मtन अकैडे अतििरू झग्न । cम७लि-ॐांश्tञ्च श्रांकृमिॐग्नौठाऊt, আর সৰ্ব্বোপরি ঐশী শক্তিতে পূৰ্ণবিশ্বাস। লেখক বাতান্ত্রিক বৈজ্ঞানিক হইলেও উfহার ভাষা ও লিখনভঙ্গী শ্রেষ্ঠ সাহিত্যিকের স্থায় । মোটের উপর - বইখানি সুলিথিত উপস্কাসের স্থায় আকর্ষক । শ্ৰীনকুলেশ্বর বিদ্যাভূষণ গীতায় স্বরাজ্য ( ১ম খণ্ড )--শ্ৰীত্ৰৈলোক্যনাথ চক্রবত্তী প্রণীত। প্রকাশক শ্ৰীসতীশচন্দ্র পাকৃড়াশী ; ঢাকা । মূল্য এক টাকা । পৃ: ১২• । গীতা বহুপ্রকারের টাকা হইয়াছে । বিভিন্ন টাকাকার বিভিন্ন দৃষ্টি লইয়া স্বীয় মতের অমুকুলভাবে গীতার ব্যাখ্যা করিয়াছেন। একই গ্রন্থের এত ভিন্ন অর্থের মধ্যে সবগুলিই সঙ্গত হইতে পারে না ; কোন কোনটাতে টীকাকারের মত প্রতিপাদনের জষ্ঠ গীতাকে বাহনরূপে গ্রহণ করা হইয়াছে মাত্র । বৰ্ত্তমান গ্রন্থের একটি বিশেষত্ব আছে । সত্বর স্বাধীনতা লাভচেষ্টার প্রথম যুগে যtহার স্বরাজ্যসাধনার জন্য বহু দুঃখকষ্ট, নিৰ্ব্বাসন নিৰ্য্যাতন ভোগ করিয়াছিলেন, গ্রন্থকার তাহণদের মধ্যে অন্যতম এবং নেতৃস্থানীয় । গীতাই সে যুগে তাহীদের সাধনার আদিগ্রন্থ ছিল এবং তাহারই মধ্যে র্তাহারা তাহীদের আদর্শের আধ্যাত্মিক প্রতিষ্ঠা খুজিয়া পাইয়াছিলেন। গীতার যে অর্থ তাহার সেদিন করিয়াছিলেন, সেই অর্থের অনুধায়ী আদৰ্শই তাহারা সাধনা করিয়াছিলেন এবং তাহাকেই কায্যে পরিণত করিলার চেষ্টা করিয়াছিলেন । এইপানেই এই ব্যাখ্যার বিশেষত্ব এবং এইজন্যই ইহা সকলের প্রণিধানযোগ । বর্তমান খণ্ডে মাত্র প্রথম চারিটি অধ্যায়ের ব্যাখ্যা দেওয়া হইয়াছে। আমিরা সাগ্রহে বাকি খণ্ডগুলির জন্য অপেক্ষা করিয়া থাকিব । গ্রন্থের রচনা সুখপাঠা, ছাপাও ভাল, তবে মাঝে মাঝে বর্ণাশুদ্ধি 可忆哑1 শ্ৰীঅনাথনাথ বস্থ স্বদেশ-মঙ্গল –ঐ অমরেন্দ্রনাথ রায় প্রণী ত এবং ২১, রাজাবাগান জংশন রোড, কলিকাতা, এরিয়ান লাইব্রেরী হইতে শ্ৰীবিজয়েন্দ্রকৃষ্ণ শীল ৰুত্ত্বক প্রকাশিত। মূল্য বার আন। বঙ্গসাহিত্যে স্বদেশ-শ্ৰীতির যে ধারা বহিয়া আসিতেছে, বইখানি তাহারই ইতিহাস। দেশপ্রেম জাতির জীবনে দুই ভাবে আত্মপ্রকাশ করিয়াছে, এক জাতীয় প্রতিষ্ঠান এবং আন্দোলনের ভিতর দিয়া, আর এক সাহিত্যের ভিতর দিয়া। মূল এক হইলেও বিষয় হিসাবে এ দুটি জিনিষ বিভিন্ন । লেখক দেখাইয়াছেন, ডিরোজিও এবং তৎশিষ্য রামগোপাল ঘোষ আধুনিক স্বাদেশিকতার প্রবত্তক। "প্রতীচীর অনেক কু-সামগ্রীর সঙ্গে দুই একটা ভাল জিনিষও এ দেশে আসিয়াছে । উদাহরণ-স্বরূপ পেটিয়টিজম এর নাম করিতে পারি।” লেখক দুটি বিষয়কে একত্রে না মিশাইয় ফেলাতে বইখানি সহজ ও সরস এবং রচন। সুখপাঠ্য হইয়াছে। রামায়ণে ও বিষ্ণুপুরাণে কি ভাবে দেশঐতি প্রকাশ পাইয়াছে, উপক্রমণিকায় তাহ আলোচনা করিয়া পরবত্তীর্ণ অধ্যায়ে লেখক বঙ্গসাহিত্যে স্বদেশিকতার সুচনা দেখাইয়াছেন । ঈশ্বর গুপ্ত হইতে আরম্ভ করিয়া দেশবন্ধু পর্যন্ত যে ধারা ক্ৰমোচ্ছ,সিতভাবে প্রবাহিত হইয়াছে, আজিকার জাতীয় আত্মবোধের দিনে সে ৰিৰরণ বড়ই চিত্তাকর্ষক বলিয়া মনে হইল । দেশভক্তির প্রথম উচ্ছাস, বঙ্কিম-যুগ, নাট্যসাহিত্যে স্বদেশপ্রেম, পুৰ্ব্বষঙ্গে দেশাত্মবোধের গান, কংগ্রেস যুগ, স্বদেশী যুগ প্রভৃতি অধ্যায়ে লেখক বইখানিকে ভাগ করিয়াছেন। সাহিত্যে স্বদেশষ্ট্ৰতির এই মুনিবন্ধ এবং ধারাবাহিক ജ്ഞ.ബബും ইতিহাস গ্রন্থকারের গবেষণার ফল। লেখকের পরিশ্রম সার্থক হইয়াছে বলিয়া মনে করি। বইখানিতে অনেক জানা লেখকের লেখার অজান উদ্ধৃতাংশ পাঠ করিয়া এবং অজ্ঞাতপ্রায় লেখকের পরিচয় পাইয়। পাঠক খুলী হইবেন। পরিণয়—শ্ৰীস্বরেন্দ্রনাথ রায় প্রণীত এবং ৪১১১সি মেছুয় বাজার ষ্ট্রট, কলিকাতা, গুরুচরণ পাবলিশিং হাউস হইতে প্রকাশিত । মুল্য এক টাকা । উপন্যাস। কলিকাতায় বাধা-বিম্বের ভিতর দিয়া পূর্ববঙ্গবাসী নায়কের বিদ্যা ও বধু লাভ, ইহাই গল্পের বিষয় । নায়ক বেচারা অত্যন্ত ভালমানুষ । এই সব মামুলি উপন্যাসে কোনরূপ ক্ষমতার আশা কর। অষ্ঠায় । ভূদেব-নিৰ্ব্বাণ—বিদ্যাদিত্য শ্ৰীজ্ঞানেন্দ্রচন্দ্র শাস্ত্রী প্রণীত এবং মেদিনীপুর হইতে গ্রন্থকার কর্তৃক প্রকাশিত। মূল্য বার আনা। কাব্য স্বৰ্গীর ভূদেব মুখোপাধ্যায়ের পারলৌকিক লীলা অবলম্বনে লিখিত । উনবিংশ শতাব্দীতে ইহা চলিতে পারিত, আজিকার দিনে এ কাব্য অচল । ” বিরহ-শতক-–সীমতিলাল দাশ, এম-এ, বি-এল প্রণীত এবং ১৫ কলেজ স্কোয়ার, কলিকাতা, এম-সি-সরকার এও সন্স হইতে শ্ৰীস্বধীরচন্দ্র সরকার কর্তৃক প্রকাশিত। মূল্য আট আন । কবিতার বই । অনেক সময় ছন্দ ভঙ্গ হইলেও, দু’এক জায়গায় কধিত্বের পরিচয় পাওয়া যায়। কলরব—-শ্ৰীহীরেন্দ্রনাথ ঘোষ প্রণীত এবং ১৩ নিমতল লেন, কলিকাতা হইতে গ্রন্থকার কর্তৃক প্রকাশিত। কবিতার বই। 'জনম'-এর সঙ্গে নিমকহারাম', 'ছড়বার সঙ্গে কলরব", "এলে না'র সঙ্গে লাগে না. হানিলে’র সঙ্গে ‘সাজালে প্রভৃতির মিল পত্রে পত্রে পাওয়া যাইবে । ভক্তি না থাকিলে প্রভু’ বলিয়। কবিতা লেখার মত অসহ কৃত্রিমতা আর কিছু নাই । পথের গান—মহীউদ্দীন প্রণীত এবং ১৫ নয়ানচাদ দত্ত ষ্ট্রট, কলিকাতা হইতে গ্রন্থকার কর্তৃক প্রকাশিত। মূল্য এক টাকা । কবিতার বই । ‘আমি অগ্নি’, ‘আমি ঝঙ্কা, আমি সৰ্ব্বনাশা", 'ধ্বংস’, ‘প্রলয় খুন প্রভৃতি থাকিলেও কয়েকটি কবিতার মধ্যে কাব্যের গতি ও বেগ আছে। লেখক নিজের ভাবে অনুপ্রাণিত হইয়। লিখিতে পারিলে ভাল হইত। শতদল—শ্ৰীভগবতীচরণ ভট্টাচাৰ্য্য বিদ্যারত্ব প্রণীত এবং ৭৫ বলরাম দে ষ্ট্রট, কলিকাতা হইতে বি-সি-শেঠ কর্তৃক প্রকাশিত। মুল্য এক টাকা । গীতিকাব্য। ভাবে নুতনত্ব না থাকিলেও কয়েকটি ছোট কবিতা ভাল লাগিল। পাপরাশি’, ‘ব্রহ্মচৰ্য্য প্রভৃতি গীতিকবিতায় যত না থাকে ততই ভাল । মহুয়া—মহাম্মদ গোলাম জিলানি প্রণীত এবং যশোহর, পোঃ মুখপুরিয়া, কমলাপুর হইতে গোলাম রচুল কর্তৃক প্রকাশিত। মূল্য এক টাকা ছয় আন । - কবিতার বই। গীতিকাব্যের স্বর অনেকগুলি কবিতার মধ্যে আছে। পরাণে লুকানো গভীর বেদন, নয়নে বরষা ছল ছল । জানি না কেমনে ভাসাব তরণী, অসীম সাগর টলমল । --উপভোগ্য । ঐশৈলেন্দ্রকৃষ্ণ লাহ।