পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহিলা-সংবাদ ভারতীয় নারীরা এইবারের রাজনৈতিক আন্দোলনে ইহাদের পর নিম্নলিখিত মহিলার কারারুদ্ধ যে-ভাবে যোগ দিয়াছেন ও দিতেছেন, তাহ শত্র, মিত্র ও হইয়াছেন :– নিরপেক্ষ, সকলেরক্ট বিস্ময়ের কারণ হইয়া দাড়াইয়াছে, শ্ৰীমতী জ্যোতিৰ্ম্ময়ী গঙ্গোপাধ্যায় ১ । শ্ৰীমতী যোগেশ্বরী দেবী--চার মাসের কারাদণ্ড । শ্ৰীমতী সরস্বতী দেবী-চার মাসের কারাদণ্ড ৩। শ্ৰীমতী ভস্কুয়ার দেবী—চার মাসের কারাদণ্ড ৪ । শ্ৰীমতী দেবী—চার মাসের কারাদণ্ড • ৫। শ্ৰীমতী বাচুলী পাটেল—চার মাসের কারাদণ্ড নারী সত্যাগ্ৰহ সমিতির নেত্রীগণ ৬ । শ্ৰীমতী চামেলী দেবী—ছয় মাসের কারাদণ্ড বাম দিকের সব শেষে শ্ৰীমতী শাস্তি দাস, এম্-এ ৭। শ্ৰীমতী শাস্তিদাস, এম-এ— চার মাসের কারাদণ্ড ৮। শ্ৰীমতী শোভন রায় বিশেষতঃ বাংল। দেশে যেখানে অবরোধপ্রথা এখন ও ৯ । শ্ৰীমতী জ্যোৎস্না মিত্র বৰ্ত্তমান । কিছুদিন পূৰ্ব্বে শ্ৰীমতী ইন্দুমতী গোয়েঙ্ক, . 3. to. দাস শ্ৰীমতী বিমলপ্রতিভা দেবী, শ্ৰীমতী উৰ্ম্মিল দেবী, ১২ । গ্রীযুক্ত গিরিবালা রায় শ্ৰীমতী মোহিনী দেবী ও জ্যোতিৰ্ম্ময়ী দেবীর কারারুদ্ধ ইহাদের পর আরও কয়েকজন মহিলা কারারুদ্ধ হওয়ার সংবাদ আমরা ইতিপূৰ্ব্বেই প্রকাশিত করিয়াছি। হইয়াছেন।