পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գ8Հ প্রবাসী—ভাদে, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ১ম খণ্ড চমৎকার দেশের মধ্যে দিয়ে আবার যাত্রা । পৌঁছে সেখানকার পাসাঙ্গ হানে ওঠা গেল। o . কুঙ-এর লিচারালয় এটীও একটা ছোটে। শহর বা গণ্ড গ্রাম । আপিস আদালত আছে, ইস্কুল আছে, ডাকঘর আছে। টেলিফোন-আপিস আছে, কাছে পিঠে প্রাচীন মন্দির আছে, আবার রাজপুরীও আছে। একটা বড়ে রাস্ত, তার দক্ষিণ ধারে পাসঙ্গি হোন। পাসাপ্তাহানের পাশেই Kretak Go.se বা স্থানীয় বিচারালয়-–বিচারালয়ুটী আর কিছুই নয়, একটা বলিদ্বীপীয় ছতরী মাত্র, উচু চাতালের উপর ছাতে ঢাকা একটি বড়ে। ঘর, সিড়ি দিয়ে উঠতে হয় ; এইখানেই বিচারক চেয়ারে বসে বিচার করেন । ধরটীর চারিদিকে ছাতের নীচেটায় নান। ছবি আছে, রঙীন ছবি, বলিদ্বীপীয় ঢঙে অণকা, নরকে পাপের বিচারের ছবি । এই ছোট্ট ইমারতট বেশ চমৎকার । সিড়ির মাথায় দুধারে পাথরের তৈরী দুটা স্বন্দর উপবিষ্ট মুষ্টি, একটী পুরুষের, একটা মেয়ের । - বিশ্রাম করে আহার টাহার সেরে গ্রামটি একটু বেড়াতে বেরুলুম। দোকান পাট আছে। চীন, আরব রোম্বাইয়ে খোজ-এর দোকানী। এখানেও রাস্তার মধ্যে বলিদ্বীপীয় মেয়েরা তাদের সুন্দর গতিলীলার সেঙ্গে চলাফেরা করছে, মাথায় ক’রে জ্বলের কলসী pavilion Ki এবীর সমতল দেশের মধ্য দিয়ে পথ। দুপুরের মধ্যে রঙ কুঙ-এ জিনিসপত্র সব নিয়ে চলেছে। কাল হলাণ্ডের মহারাণীর জন্মদিন । তদুপলক্ষে স্থানীয় ইস্কুল, ডাকঘর টেলিফোন-অপিস সব রঙীন কাপড় অীর কাগজ আর বিশেষ করে না’রকেল পাতা দিয়ে সাজানো হয়েছে, লাল নীল সাঁদ তেরঙা ডচ নিশান উড়ছে—যে নিশানকে ব্ৰহ্ম বিষ্ণু শিবের রঙের নিশান ব’লে ব্যাখ্যা প’রে বলিদ্বীপীয়ের সেন নিজেদেরই দেবতার ধৰ্ম্মের নিশান বলে মেনে নিয়েছে । কাল ইস্কুলের সামনে মাঠে সভা হবে, আর বলিদ্বীপীয় নাচ হবে— বাদুঙ বা দেন-পাসার নগর থেকে একটা নচুনী মেয়েকে আনা হ’য়েছে, পেশাদার নাচিয়ে, সে নাকি খুব ভাল নাচতে পারে । প্রাচীন একটা প্রাসাদের দরজার দুপাশে রাক্ষস দ্বারপালের মূৰ্ত্তির পরিবর্ক্সে প্রাসাদ-নিৰ্ম্মেত ছচেদের বিদ্রপ তোরণ-দ্বারে রাক্ষস দ্বারপাল মুপ্তি জীযুক্ত বাকে-কর্তৃক গৃহীত )