পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩০শ ভাগ, ১ম খণ্ড معماری রেকে কেপি কর্তৃক নিৰ্ম্মিত আবলুসের উপর ল্যাকার করা কোঁট। ८लोइ निर्भुिङ ७क:ि प्रश्नछ। প্যারিসের রেমে। স্ববেজ কর্তৃক পরিকল্পিত স্থান নাই। বৈচিত্র এবং সৌন্দৰ্য্য খানিকট বাদ দিয়া অপেক্ষাকৃত অল্প ব্যয়ে অনেক বেশী লোককে রসভোগের সুযোগ দেওয়া হইতেছে, ইহাও কম লাভ নয়। ডেমোক্রেসীর যুগে অবগু ইহা অপেক্ষা বড় যুক্তি সম্ভব নয়। এর অর্থতাত্ত্বিক দিকটাই বা ভুলিলে চলিবে কেন ? প্রাচীন শিল্পী যতই নিপুণ হোক, তার শিল্পস্থষ্টি যতই উৎকৃষ্ট হোক ম্যাস-প্রোডাকৃষ্ঠন্‌-এর সঙ্গে তার শিল্পসাধনা কখনই পুtল্লা দিয়া চলিতে পরিবে না। প্যারিসের ফ্ৰেশে ও ভেরোট.কর্তৃক নিৰ্ম্মিত একটি শয়নকক্ষ কলের প্রবর্তন যখন অবখ্যম্ভাবী তখন তার স্বষ্টিকে যথা সস্তব সুন্দর করাই একমাত্র বিজ্ঞের কাজ । আমাদের রসবোধ এবং কলের ক্ষমত। এ দুই-এর সামঞ্জস্ত রক্ষা করিবার জন্য আধুনিকেরা উঠিয় পড়িয়া লাগিয়াছেন। আবার অনেক সময় আমাদের নূতন