পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] جمعیتےجسمہ.می. یہ

  • rു--l.-ാ

খাজনা আদায় দুঃসাধ্য দেখিয়া নিজের গরজে কতকগুলি লোককে জমীদার করিয়া তাহদের সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্ত করেন । এই জমীদারেরা এই বন্দোবস্তে লাভবান হইয়াছেন, কিন্তু তাহারা সাধারণতঃ দেশের স্বাস্থ্য, কৃষি ও শিক্ষার উন্নতির জন্য সেই লাভ বা তাহার কতক অংশ ব্যয় করেন না, সামান্ত এক অtধ জন করেন। মৃতরাং তাহার লাভবান হওয়ায় বঙ্গের স্বাস্থ্যরক্ষ, কুমির উন্নতি ও শিক্ষাবিস্তারের সমস্যার সমাধান হয় নাই। এতএব, জমীর খাজনার চিরস্থায়ী বন্দোবস্ত হইয়াছে বলিয়া বাংলা দেশকে এত কাল সাৰ্ব্বজনিক আবশ্বিক প্রাথমিক শিক্ষা হইতে বঞ্চিত রাখিয়া এখন তাহার ব্যবস্থা করিবার নিমিত্ত নুতন ট্যাক্স বসাইতে চা ওয়া অন্যায় ও অযৌক্তিক । চিরস্থায়ী বন্দোবস্তের জন্য বঙ্গে জমীর খাজন। আদায় কম হইলেও অন্যান্ত অনেক বাবতে খুব রাজস্ব আদায় হয় তাহাও সমস্ত বা তাহারও খুব বেশী অংশ ভারত-সরকার আত্মসাৎ করেন ; যেমন পাটের শুল্ক, ইন্‌কাম ট্যাক্স ইত্যাদি। তাহ না করিলে নুতন ট্যাক্স ন বসাইয়াও বঙ্গে আবশ্বিক প্রাথমিক শিক্ষার ব্যবস্থ৷ কর! যাইত । এই সব কারণে আমরা নূতন ট্যাক্সের প্রতিবাদ করিতেছি । দ্বিতীয় আপত্তি এই, যে, লোকের নূতন ট্যাক্স দিতে বাধ্য হইবে, কিন্তু কত্ত্ব ত্ব করিবেন আমলাতন্ত্র । তদ্বারা তাহার। বালক-বালিকাদিগকে শৈশব হইতে এরূপ শিক্ষা দেওয়াইতে পারিবেন যাহাতে তাহীদের মন ত্রিটিশ-প্রভুত্বের ও ভারতীয় অধীনতার অন্তকূল হয়। এরূপ শিক্ষা অনিষ্টকর ও অবাঞ্ছনীয়। এখন দেখা যা কতগুলি বালক-বালিকার শিক্ষার জন্য এই বিলে ব্যবস্থা করা হইতেছে। ব্রিটিশ-শাসিত বঙ্গের লোকসংখ্যা ৪,৬৬,৯৫,৫৩৬ । 하i (, 2 || বিশিষ্ট ১৮টি স্থানকেও শহর বলিয়। গণনা করিয়াও বঙ্গের শহরগুলিতে মোট ৩২,১১,৩০৪ জন লোক বাস করে। সুতরাং বঙ্গের প্রায় সমুদয় বালক-বালিকার প্রাথমিক বিবিধ প্রসঙ্গ—বঙ্গে প্রাথমিক শিক্ষার বিল পাচ হাজারের কম অধিবাসী ዓው ዓ ബുസ്.ബി. AMAMAMAAASAAAA AAAASMMMSAASAAAS শিক্ষার ব্যবস্থা এই বিলটির দ্বারা করিতে হইবে, ধরিয়া লইলে হিসাবে বিশেষ কিছু ভুল হইবে না। শিক্ষামন্ত্রী রোটারী ক্লাবে তাহার বক্তৃতায় বলিয়াছেন, এই বিল ২ ৭ লক্ষ বালকের এবং ১০ লক্ষ বালিকার, মোট ৩৭ লক্ষ বালক-বালিকার, প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করিবার জন্য প্রণীত হইয়াছে। এখন বালক অপেক্ষ খুব কম সংখ্যক বালিকা শিক্ষা পায় বটে ; কিন্তু নূতন ট্যাক্স বসাইয়া শিক্ষাবিস্তারের বেলাতেও সব বালিকার শিক্ষার ব্যবস্থা না-করা অন্যায় । প্রথম প্রথম সব বালিক। আসিবে না, সত্য, কিন্তু ব্যবস্থা করিবার সময় এমন ব্যবস্থা করিলেই ভাল হয়, যাহাতে সব বালিকা পাঠশালায় আসিলেও স্থান সঙ্কলান হয়। শিক্ষামন্ত্রী রোটারী ক্লাবের বক্তৃতায় বলিয়াছেন – “If the Bengal Primary Education "lkill is enacted into law, within seven years, overy boy in Bengal betwoen the ages of six and eleven will be attending a primary school.” “যদি বঙ্গীয় প্রাথমিক শিক্ষা বিল আইনে পরিণত হয়, তাহ হইলে সাত বৎসরের মধ্যে ছয় হইতে এগার বৎসর বয়স্ক বঙ্গের প্রত্যেক বালক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা পাইবে ।” ইহাদের সংখ্যা তিনি ১৭ লক্ষ ধরিয়াছেন, এবং বালিকাদের সংখ্যা ১০ লক্ষ ; মোট ৩৭ লক্ষ । এই সংখ্যাগুলি কম ধরা হইয়াছে। - ৬ হইতে ১১ বৎসর বয়সের কত ছেলেমেয়ে বঙ্গে আছে সেন্সস মিপোটে তাহ আলাদা করিয়া লেখা নাই, ৫ হইতে ১০ বৎসরের ছেলেমেয়ের সংখ্যা দেওয়া আছে । শেষোক্তদের সংখ্যা ও প্রথমোক্তদের সংখ্যায় বেশী তফাং হইবার কথা নয় । সালের সেন্সস্ অনুসারে ৫ হইতে ১০ বৎসরের ছেলেমেয়েদের সংখ্যা ৭৪,৮৮,২১৮ ; অতএব শিক্ষামন্ত্রী প্রায় ৭৫ লক্ষ বালক-বালিকার মধ্যে কেবল ৩৭ লক্ষের অর্থাৎ প্রায় অৰ্দ্ধেকের শিক্ষার ব্যবস্থা করিতে চাহিতেছেন। শুধু বালকদিগকে ধরিলেও তিনি ৩৮. লক্ষের মধ্যে কেবল ১৭ লক্ষের জন্য বন্দোবস্ত করিতেছেন । প্রায় ৩৭ লক্ষ বালিকার মধ্যে কেবল ১০ লক্ষের জন্য ব্যবস্থা করিতেছেন। সুতরাং ৬ হইতে ১১ বৎসর বয়সের >さ > > ছেলে ৩৮,০ ১,৫৪১, এবং মেয়ে ৩৬,৮৬,৬৭৬ ৷