পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] জৈনধৰ্ম্ম b*)(t তাহার সমসাময়িক প্রমাণ আবিষ্কৃত হইল। এতদিন কেবল জৈনদের কাছেই জৈনধৰ্ম্ম প্রাচীন ছিল, এইবার তাহা জগতের একটি অতি পূজ্য এবং অতি পুরাতন ধৰ্ম্ম হইয় দাড়াইল । আরও দেখিতে পাওয়া গেল যে, উপাস্ত উপাসনা সম্বন্ধে বৌদ্ধধৰ্ম্ম যে-সমস্ত দেবার্চনা-বিধি বা দেবতা এতদিন নিজস্ব বলিয়া দখল করিয়া আসিতেছিল, তাহা প্রাচীনকালে জৈনদেরও ছিল। যথা, “স্তুপ,” ‘সাধুদের ভস্মরক্ষা ইত্যাদি। পরবর্তী যুগে জৈনধর্মের পরিবর্তন হইয়া গিয়া জৈনদের মধ্যে স্তুপ পূজা, সাধুদের ভস্ম পুজা উঠিয়৷ গিয়া কেবল বৌদ্ধদের মধ্যেই রহিয়৷ গিয়াছে । জৈন তীর্থঙ্করদের মূৰ্ত্তি নূতন রীতি অনুসারে গঠিত হওয়ার ফলে একটা স্বতন্ত্র ধারা গড়িয়া উঠিতে আরম্ভ হইয়াছে। এইরূপে বৰ্ত্তমান জৈনধৰ্ম্মের ও উপন্সনা-পদ্ধতির হুষ্টি হইয়াছিল, কিন্তু আধুনিক জৈনরা তাহর আদিম পরিকল্পনা ও উৎপত্তির কারণের বিবরণ একেবারে বিস্মৃত হইয়া গিয়াছে। পুরাতন জৈনস্তুপ বা আর্য্যপট যখন গত শতাব্দীর শেষভাগে প্রথম আবিষ্কৃত হয়, তখন কোনও জৈন-মুনি স্বর্গগত ডক্টর জর্জ বিউলর বা পটকে আৰ্য্যপট্ট জিনিষটি বুঝাইয়া দিতে পারেন নাই । দুই তিন বৎসর ধরিয়া কিছু পরিমাণে আবিষ্কৃত হইয়া ভারতবর্ষে আৰ্য্যপট বা আর্য্যাগ্রপট আবিষ্কার হওয়া বন্ধ হইয়া গিয়াছে। ইহা হইতে প্রমাণ হয়, আর্য্যপট্টগুলি একটি বিশেষ যুগের জিনিষ, সেই যুগের পূর্বে ও পরে আৰ্য্যপট্ট-পূজার প্রচলন বন্ধ হইয়া গিয়াছিল। যুগটা মৌর্য্য সাম্রাজ্যের ধ্বংসের পরে এবং কুশান অর্থাৎ শক সাম্রাজ্যের - প্রতিষ্ঠার পূৰ্ব্বে আসিয়াছিল। যে দুই-চারিজন রাজার নাম এই সময়ের আর্য্যপটে পাওয়া গিয়াছে, তাহারা প্রায় অজ্ঞাত। و سیاسی و اج মথুরার রঞ্জুবুলো ও তাহার পুত্র শোভাস এবং কৌশাম্বীর শিবমিত্র এই সময়ের রাজ। শিলালেখ ও প্রাচীন মুদ্রা ব্যতীত এই সমস্ত রাজার নাম আর কোথাও পাওয়া যায় না । এবং শোভাস শক-জাতীয় রাজা ; তাহারা রঞ্জুবুলেী আৰ্য্যপটের ভগ্ন অংশ গোতিপুত্রের পত্নী শিবমিত্র। কর্তৃক স্থাপিত প্রথমে শকরাজাদের কৰ্ম্মচারী ছিলেন, পরে স্বাধীন হইয়াছিলেন । কিন্তু স্বাধীনতা অবলম্বন করিয়াও রাজকৰ্ম্মসূচক ‘মহাক্ষত্রক’ উপাধি মহারাজ উপাধির সঙ্গে ব্যবহার করিতেন । পুরাণে বা অন্য কোনও ইতিহাসে রন্ধুবুলো অথবা তাহার পুত্র শোভাসের নাম পাওয়া যায় না। মথুরায় আবিষ্কৃত অনেক শিলালেখে শিবমিত্র নামক একজন রাজার নাম পাওয়া যায়। মথুরার শিবমিত্র ও কৌশাম্বীর শিবমিত্র দুইজনকেই একই যুগের লোক বলিয়া বোধ হয়, কিন্তু তাহারা একব্যক্তি কিনা বলা যায় না । জৈনধৰ্ম্মের প্রাচীনতম মূৰ্ত্তির যুগ সম্ভবতঃ মৌর্য্য সাম্রাজ্যের লোপের যুগে আরব্ধ হইয়াছিল এবং মৌর্য্য সাম্রাজ্যের লোপের অব্যবহিত পরে দ্বিতীয় যুগ আরম্ভ হইল। ইহ কুশান সম্রাটদের আমলের জৈনমূৰ্ত্তির যুগ। কুশান সম্রাটদের আমলে চব্বিশজন জৈন তীর্থঙ্করের মূৰ্ত্তি একটা বাnবাধি রীতি অনুসারে গড়িয়া উঠিতে লাগিল। কিন্তু ঠিক ইহার পূৰ্ব্বের যুগে এতটা বাধাবাধি ছিল না।