পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮২৬ হইতে দেখিয়া তাহার ক্রোধটা বেশীর ভাগই বিস্ময়ে পরিণত হইয়াছিল। এদের বাড়ী আজ হইতেছে কি ? এতবড় ডাক্তার কি করিতে আসিল ? কাহারও শক্ত অম্বখ হইল না কি ? মা-সানের কি ? হায়, কাহার কাছে সে খবর লইবে ? মান্দ্রাজী হতভাগারও ত কয়েক দিন হইল দেথা নাই । অকস্মাৎ মা-সান, তাহার মা, এবং তাহাদের ঝিকে এক সঙ্গে নামিতে দেখিয় সে আরো হতবুদ্ধি হইয়া গেল। এ যে চোখের সাম্নেই বায়োস্কোপ। ব্যাপারখানা কি ? ইহাদের মুখের ভাবই বা এমন উত্তেজিত কেন ? মঙজী ভাল করিয়া সব দেখিবার জন্য তাড়াতাড়ি উপর হইতে নামিয়া আসিল । সে নামিতে নামিতে মা-সানদের মোটরও আসিয়া দাড়াইল, এবং পর মুহুর্ভেই স্বন্দরীত্রয়কে লইয়া গলি ছাড়িয় চলিল । আর সময় নাই। মঙজী এধার ওধার চাহিয়া দেখিল । তাহার প্রতিবেশী এক যুবকের সাইকেলখানা দরজার পাশে ঠেসান রহিয়াছে দেখিতে পাইল। আর কোনো কিছু না ভাবিয়া সে উহাতে চড়িয়া বসিল । মোটর তখনও বেশীদূর অগ্রসর হয় নাই। সে প্রাণপণে তাড়া করিল। সেদিন রাত্রে ছেলে বাড়ী না ফেরাতে মঙজীর বুড়ীম। সারারাত ঘর-বাহির করিল। সকাল হইতেই তাহার ছেলের যত বন্ধু ছিল, সকলের ঘরে খোজ করিল। ২% డెన్స్లు প্রবাসী—আশ্বিন, ১৩৩৭ ৩০শ ভাগ, ১ম খণ্ড

      • *、****** 中

মঙজী কোথাও যায় নাই। বৃদ্ধ কাদিয়া-কাটিয়া অস্থির इङ्ग्रेग्न प्लेन्जेिल । পুলিশে খবর দিতে যাইতেছে এমন সময় তাহার হারান ছেলে ফিরিয়া আসিয়া হাজির হইল। তাহার মাথায় ব্যাণ্ডেজ, বেশভূষা কাদা এবং রক্তে মাথামাখি হইয়া গিয়াছে । বৃদ্ধ ছুটিয়া গিয়া জিজ্ঞাসা করিলেন, “কি কাণ্ড । কোথায় ছিলি সারারাত ?” মঙজী দীর্ঘনিশ্বাস ফেলিয়া বলিল, “সে আর শুনে কি করবে মা ? যা হবার তা হয়ে গেছে। ওঃ, কতবড় শয়তানী ।” তাহার মা জিজ্ঞাসা করিলেন, “কে রে ?” মঙঞ্জী বলিল, “ঐ তেতালার। বাক্ কারো কাছে এ সব বোলে না। মরতে মরতে বেঁচেছি, কিন্তু পরের ঠাটা সইতে পারব না।” দিন চার পরে খববের কাগজে এক তাজ্জব খবর দেখা গেল। বড় বড় হরফে উপরে ছাপা, “অদ্ভ,ভ ভণকাভি, মেক্ষ্মে জুল্লাচোৱ /** নীচে গুজরাট ধরমদাসের দুঃখকাহিনী। অনেক বলিয়া কহিয়া ব্যবসায়ের কার্ড দেখাইয়া ও সাক্ষীসাবুদ ডাকিয়া চার দিন পরে সে পাগলা গারদ হইতে ছাড় পাইয়াছে। কিন্তু লক্ষটাকার হীরার শোকে সে মৃতপ্রায় । মঙজী আজকাল আর বায়োস্কোপ দেখে না। SWZ _乡家寸 三送をっ不下達と О ?N দত্ত