পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ৷ ষ্টেশনে দাড়াইল । সঙ্গে সঙ্গে সেই মূৰ্ত্তিটি আপাদমস্তক বস্ত্রাবরণে ঢাকিয় গাড়ির দরজার কাছে আসিয়া দাড়াইল এবং মুহূৰ্ত্তমাত্র বিলম্ব করিয়া ধীরে ধীরে নামিয়া গেল । ঘটনাটা লিখিতে সামান্ত, কিন্তু তখন আমার কাছে সামান্য ছিল না। একবার মনে হইল সারা রাত্রের সমস্ত অসাড় তর্কবিতর্ক ছিন্নভিন্ন, লণ্ডভণ্ড করিয়া শেষবারের মত একবার ননীর হাত দুখানি ধরিয়া নামাইয়া দিয়া এই জীবনের প্রথম এবং শেষ স্পর্শের একটা আভাস লই ।...তাহ। কিন্তু করা হইল না। মূৰ্ত্তি নামিয়া, দুই পদ অগ্রসর হইয়া, আমি যেখানটায় বসিয়াছিলাম প্লাটফরমে ঠিক তাহার নীচে আসিয়া দাড়াইল । নতমুখী, বুঝিলাম কৃতজ্ঞতা জানাইতে চাহে—নারীহৃদয়ের অসীম কৃতজ্ঞতার দুটি কথায় বিদায়ের শঙ্কাসরমহীন লগ্নটুকু ভরিয়। যাইতে üf习卜 তখনও বিনিদ্র রজনীর নেশা মাথার মধ্যে ঘূর্ণি দিতেছিল। মনে মনে এই ব্রীড়ানত কুষ্ঠিত মূৰ্ত্তিকে ডাকিয়া বলিলাম-না, হে সুন্দর, আর কৃতজ্ঞতার আবখ্যক নাই। একটি রাত্রির জন্য তুমি যে আমার দেহের এত কাছে এবং মনের এমন গভীর অন্তঃস্থলে প্রবাস করিয়া গেলে সেই আমার মহা পুরস্কার । তে মোনে, আকাশের ঐ অস্তমান নক্ষত্রের মত তুমি রজনীর এক প্রাস্ত হইতে উদয় হইয়া অন্ত প্রান্তে বিলীন হইতে চলিয়াছ। তোমার আদি রহস্তে, তোমার অবসান রহস্তে, একরাত্রি iSAASAASAASAASAA AAAS AAAAASAAAAS S ASAAAAASA SAASAASAASAASAASAASAASAASAASAASAAAS brば> 。 এই দুই সীমাহীন রহস্তের মাঝখানে একটি রাতের আধ বাস্তবতার মুধ্যে তুমি আমার কাছে যে জাগিয়া উঠিয়াছিলে, সেই আমার মহাসম্পদসেজন্য তুমিই আমার সমস্ত মনপ্রাণের কৃতজ্ঞতা গ্রহণ কর• • • গার্ড হুইস্ল দিল, সঙ্গে সঙ্গে অবগুণ্ঠন উন্মুক্ত হইল এবং ফিক্‌ করিয়া একটু হাসি — --ইয়া গোফ, একমুখ ছাট দাড়ি, খুর দিয়া কামান মাথা, রগ-বসা গাল-তোবড়ান—দুষমন্‌ কাল এবং হাতে পায়ে স্থকৌশলে ঈষৎ হলুদ রঙের সঙ্গে খড়ি মাথান• • • —হাসিটা কান থেকে কান পৰ্য্যস্ত প্রসারিত করিয়া বলিল—“সেলাম আলেকুম্ কত্তা ; গোস্তাকি লেবেন না— আওরাতের ওপর কৰ্ত্তার বেজায় নেক নজর দেখি—হি— হি—হি:সব খোদার মঞ্জি-মুঝি হতে আমার একটু ফায়দ হয়ে গেল - श्-िश्-िश्।ि” g a গাড়ি ছাড়িয়া দিল । লোক • ডাকিব কি, আমার বাকুরোধ হইয়। গিয়াছিল। চেন টানিবার কথাট তো মনেই আসিল না । ভ্যাবাগধারাম হইয়া বসিয়া রহিলাম । সেই উৎকট হাসি লইয়৷ গাড়ির সঙ্গে সঙ্গে দুইপ। চলিতে চলিতে বলিল—“আবার সেলাম আলেকুম, চললাম,—জবৃদার কেীটট আসনাইয়ের নেশান ক’রে রাখলাম, কৰ্ত্ত— এই চাদর আর সিলভারের ঘটার সাথে খুব মানাবে—হি-হি—হি.অধীনের নাম আছিমুদ্দিন — মেহেরবাণ ক’রে ইয়াদ রাখবেন. ...”

3༽ དེས་

.J אצצעשע

\