পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] অপরাজিত brፃፃ atfo-Do they breed goddesses at Slocum Magna P --Do they breed goddesses at Slocum Magna ? এ রাতটার কথা অপুর চিরকাল মনে ছিল। পরদিন প্ৰণবের সঙ্গে অপু তাহার মামার বাড়ির সবটা ঘুরিয়া দেখিল। প্রাচীন ধনীবংশ বটে। বাড়ির উত্তরদিকে পুরাতন আমলের আবাস বাট ও প্রকাগু সাত-দুয়ারী পূজার দালান ভগ্ন অবস্থায় পড়িয়া আছে, ওপারে অন্যতম সরিক রামদুল্লভ বাড়য্যের বাড়ি। পুরাতন আমলের বসতবাটী বৰ্ত্তমানে পরিত্যক্ত, রামদুল্লাভের ছোট ভাই সেখানে বাস করিতেন। কি কারণে র্তাহার একমাত্র পুত্র নিরুদ্দেশ হইয়া যাওয়াতে র্তাহারা বেচিয়া কিনিয়া কাশীবাসী হইয়াছেন। কাছারীর নায়েব গোমস্তারা কেহ কেহ সেখানকার বাহিরের ঘরগুলিতে বাস করে। কোনো তরফেই বেশী আয় না খাকায় উভয় সরিক মিলিয়া একযোগে কাছারী করিয়াছেন, খরচ-পত্রের আধাআধি ব্যবস্থা । এসব কথা প্ৰণবের মুখেই ক্রমে ক্রমে শোনা গেল । স্বানের সময়ে সে নদীতে স্বান করিতে চাহিলে সকলেই বারণ করিল—এখানকার নদীতে এ সময়ে কুমীরের উৎপাত খুব বেশী, পুকুরে স্বান করাই নিরাপদ । কুমীর দেখা যায় ? অভাব কি ? সে যদি দুপুরে একবার কষ্ট করিয়া গ্রামের প্রান্তের বড় চড়ার ধারে যায়, দেখিতে Še. পাইবে মাঝে মাঝে কাঠের গুড়ির মত কুমীর বালির উপর পড়িয়া আছে। t বৈকালে একজন বৃদ্ধ ভদ্রলোক কাছারী-বাড়ীর বারান্দাতে বসিয়া গল্প করিতেছিলেন, দিন-পনেরো পূৰ্ব্বে নিকটস্থ কোন গ্রামের জনৈক তাতির ছেলে হঠাৎ নিরুদ্দেশ হইয়া যায়, সম্প্রতি তাহাকে রায়মঙ্গলের এক নির্জন চরে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়াছে। ছেলেটি বলে তাহাকে নাকি পরীতে ভুলাইয়া লইয়া গিয়াছিল, প্রমাণস্বরূপ সে আঁচড়ের খুট খুলিয়া কাচা লবঙ্গ, এলাচ । ও জায়ফল বাহির করিয়া দেখাইয়াছে, এ-অঞ্চলের ত্রিসীমানায় এ সকলের গাছ নাই—পর তাহাকে আদর করিয়া কোথা হইতে এগুলি আনিয়া নাকি উপহার দিয়াছিল। অপু ভাবে—পরীর দেশই• বটে, ঠিক একটা পরীরই দেশ। অনেক দিন তাহার অদৃষ্টে এত যত্ব আদর বা এত ভাল খাওয়া-দাওয়া জোটে নাই। প্ৰণবের মামী-মা কাছে বসিয়া দুপুরে দুজনকে খাওয়াইলেন, এত মাছ, এত দুধ, এমন স্বন্দর, ঘরের তৈয়ারী দুগ্ধশুভ্র চন্দ্রপুলি— জীবনেও কখনো তাহাদের দরিদ্র গৃহস্থালীতে এ সকলের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় ঘটে নাই। মায়ের সংসারে চালের গুড়া, গুড় ও সরিষার তৈলেরই কারবার ছিল বেশী,চিনি, ক্ষীর, মসলা, কপূর, স্থত, এসব তে ছিল হাতের নাগালের বাহিরের জিনিষ । ( ক্রমশ: ) SWZ あ然ミューイダそー দ্রুত সূত্ৰ