পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] হ’লুম। পাসাঙ্গ হানে কবির সঙ্গে স্বরেন বাবু আর কোপ্যারব্যার্গ ছিলেন, আর ছিলেন ডক্টব Goris খোরিস্ । ংস্কৃতজ্ঞ এই যুবক পণ্ডিতটির সঙ্গে ইতিপূৰ্ব্বেই বাঙলির শ্রাদ্ধক্ষেত্রে দেখা হ’য়েছিল। এই ছ তিন দিন ইনি কবির সঙ্গে আছেন। ইংরেজী ভালো ব’লতে পারেন না, কিন্তু কবিকে দুচারটি বিষয়ে যে প্রশ্ন করেন, তাথেকে এর আন্তরিকতা আর মানসিক গভীরতা দেখে কবি খুব খুশী হয়েছেন। ডক্টর খোরিস বলিদ্বীপীয়দের মতন পোষাক পরে রয়েছেন দেখলুম, গায়ে কোট জামা, মাথায় রঙীন রুমাল বাধ, পরণে রঙীন লুঙ্গী, পায়ে চাপলি জুতো । তাম্পাকৃ-সেরিঙ —গ্রাম ও স্নানাগার (গ্রীযুক্ত বাকে-কর্তৃক গৃহীত ) থাস তাম্পাক-সেরিঙ স্থানটা পাসঙ্গি হান থেকে কিছু দূরে, গ্রাম ছাড়িয়ে, একটি পাৰ্ব্বত্য স্রোতস্বিনীর ধারে । এখানকার দ্রষ্টব্য, সমগ্র বলিদ্বীপের মধ্যে একটা অভূতপূৰ্ব্ব ব্যাপার—পাহাড়ের গ৷ কেটে তৈরী কতকগুলি মন্দির। মন্দির না ব’লে, সমাধি-স্থান আর বিহার বলাই ভালো। পাসাঙ্গাহান থেকে আমরা মোটরে ক’রে গ্রামের ভিতর দিয়ে গেলুম। বড়ো সড়কে গাড়ী রেখে, রাস্তার বা দিক দিয়ে একটা চলা-পথ ধ’রে আমরা চ’ললুম। খোরিস আর কোপ্যরব্যার্গ আমাদের পথ প্রদর্শক হ’য়ে চ’ললেন, সঙ্গে স্থানীয় লোকও জনকতক জুটে গেল। উচু নীচু পথ, দু এক জায়গায় পাথরের ধাপ ক'রে দেওয়া। ঘন গাছ-পালা, দু পাশের বঁাশ > > >ー〉8 দ্বীপময় ভারত جه سرا ঝাড আর অন্য গাছের ডাল কথন কখন মাথায় ঠেকে। খানিকট এই ভাবে গিয়ে, আমরা পাহাড়ে নদীটার পাশে এসে পৌছুলুম। চমৎকার দৃশ্ব এখানকার ; বড়ো বড়ে পাথরের চাবড়ার আশ-পাশ দিয়ে নদীটী নৃত্যচ্ছন্দে বলিদ্বীপেরীমানাগার (গ্রীযুক্ত স্বরেন্দ্রনাথ কর কর্তৃক গৃহীত ) ঝঙ্কার তুলে চলেছে ; কতকগুলি বড়ো বড়ো গাছ আছে ; কাছে সামনেই নদীর ওপারে পাহাড়ের গা, তার পাথর কেটে কুলুঙ্গীর মতন জায়গা ক’রে নিয়ে পাচট মন্দিরের কাঠামো পাহাড়ের গায়ে খোদা হ’য়েছে । পাহাড়ের পিছনে নারকেল বন, আর চারিদিক সবুজে ভরা—