পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] দ্বীপময় ভারত brbሙእ» নদীটির অবিশ্রাস্ত কলধ্বনির সঙ্গে ঢেউ-খেলানো ধানের গিয়াঞারের রাজার পুর। নাম আর পদবী হচ্ছে— শীষের মধ্য দিয়ে হাওয়া যেন ঐক্যতানে বঁাশী বাজিয়ে Hida Anake Agoeng Ngoerah Agoeng f&Vi চলেছে। অতি মনোরম দৃশ্ব ; পাহাড়ের ধারে ষেন সজীব আনাকে আগুঙ, ঙ রাঃ আগুঙ, । বেশ স্বপুরুষ গৌরবর্ণ সবুজের আর জলের এক অপূৰ্ব্ব সমাবেশ–এ দেখে আমরা মুগ্ধ হ’য়ে গেলুম। পাসাঙ্গ হানে ফিরে এসে স্বান সেরে নিলুম। গতকল্য গিয়াঞারের Regent রেখণ্ট, ইনি স্থানীয় রাজা বা জমীদার, Šī viązają 55 Controleur কণ্টে লোরের সঙ্গে তাম্পাকসেরিঙ -এ এসে কবিকে নিমন্ত্রণ ক’রে গিয়েছেন, র্তার বাড়ীতে কবিকে গিয়ে অতিথি হ’তে হবে—অন্ততঃ একদিনের জন্য । কবি, কোপ্যারব্যাগ, দ্রেউএস, আর • আমি, এই ক’জনে গিয়াঞারের দিকে যাত্র করলুম, গিয়াএগরে সেই দিন আর রাতটি কাটিয়ে পরের দিনে আরও দক্ষিণে Badoeng বাদুঙ, বা Den Pasar দেন-পাসার-এ যাত্র ক’রবে। স্বরেনবাবু, ধীরেনবাবু ডক্টর খোরিস, আর বাকের আমাদের সঙ্গে গিয়াঞারে না এসে Oeboed উবুদ-এ গেলেন, সেখানকার রাজার সঙ্গে দেখা ক’রে আসবেন ; এরা গিয়াঞারে থাকবেন না। পথে Pedjeng পেজেঙ, ব’লে একটা গ্রাম প’ড়ল । শুনলুম, এই গ্রামে খ্ৰীষ্টীয় অষ্টম পুরী বা প্রাসাদ দ্বারে দণ্ডায়মান গিয়tঞারের রেখন্ট ( পদতলে উপবিষ্ট পানের চৌকা বাট হাতে তামূলকরষ্কৰাহী, তৎপার্থে তরবারী-বাহক, এবং পশ্চাতে অন্ত একজন ভূত্য ) নবম শতকের ব্যক্তি, কারাঙ-আর্সেম-এর রাজার সঙ্গে তুলনা করলে কতকগুলি সংস্কৃত তাম্রশাসন পাওয়া গিয়াছে, গ্রামটা বেশ দীর্ঘকায় বলিষ্ঠ ব’লেই বোধ হয়। তবে বুদ্ধিতে নাকি প্রাচীনকালে এখানকার সভ্যতার একটা কেন্দ্র আর শিক্ষায় কারাঙ-আসেম-এর রাজাকেই আমাদের ছিল । বেশী ভালো লেগেছিল। গিয়াঞার-এর পুরী বা