পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bb*8 প্রবাসী— আশ্বিন, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ১ম খণ্ড তোপেও বা মুখস-পরা অভিনেতার দল বাস্তব সত্য ব’লেই গ্রহণ ক’রেছেন—তাইতেই তিনি স্বর্থী, অন্য জিজ্ঞাসা র্তার মনে আসে না । , রাজবাড়ীর আঙিনার লাগোয় সদর তোরণদ্বারের পাশেই বড় রাস্তার উপরে একটী একতালার সমান উচু Pavilion বা ছতরী আছে –বেশ প্রশস্ত স্থান এট, চারিদিকে খোলা—এখানে ব’সে ব’সে সামনের চৌরাস্তায় লোক-চলাচল দেখা যায়, রাস্তার ওধারে । মোরগ-লড়াইয়ের আটচালা আর বাজারও বেশ দেখা যায়। আমাদের আলাপ-টালাপের পরে এই Pavilionএ পদগুদের খাওয়ানো হ’ল । কলাপাতায় ভাত তরকারী দিয়ে গেল, এরা বা হাতে পাতাটা ঠোঙার মতন ক’রে তুলে ধ’রে ডান হাতে খেতে লাগলেন। পদগুদের ‘সেবা’র পরে, ছতরীটা সাফ ক’রে দেওয়া হ’ল, কবির জন্ত একখানা চেয়ার দিলে,তিনি ছতরীর উপরে উঠে বসে রাস্তার লোকজন একটু দেখতে লাগলেন । এদেশের গগু-গ্রামের জীবন প্রবাহের সঙ্গে তার চাক্ষুষ পরিচয় করবার এইই ছিল প্রক্লষ্ট উপায়—ভীড়ের মধ্যে নেমে গিয়ে দেখ। তার বয়স আর স্বাস্থ্যের পক্ষে সম্ভব ছিল না । বিকালটা এই ভাবে আলোচনায় আর বিশ্রামে কেটে গেল । সন্ধ্যায় বাকের, ধীরেনবাবু, স্বরেনবাবু, কোপারব্যাগ আর খোরিস উবুদ থেকে ফিরে এলেন। কবিকে দেখাবার জন্য গিয়াঞরের রাজা সন্ধ্যায় নাটক বা যাত্রার আয়োজন ক’রেছিলেন। মুখস প’রে এই নাটকের অভিনয় হয়, এই মুখস-পরা অভিনয়ের নাম Topeng তোপেঙ । যাত্রার অভিনয় হ’ল, আমরা যে বাইরে-বাড়ীর মহলে ছিলুম, তার পাশে আর একটা মহলের প্রশস্ত আঙিনায় । অভিনয় দেখবার জন্য গ্রামের ছেলে বুড়ো মেয়েদের খুবই ভৗড় হয়েছিল। একপাশে তাদের যন্ত্রপাতি নিয়ে গামেলান বাদকের বসে ; অভিনেতাদের জন্ত মাঝে খানিকট