পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

送)ob" সিয়েনা, আন্থিয়া, ভেনিস সকলেই স্থানীয় বিশেষত্ব বজায় রাখিয়াছে। আবার এক জায়গার আর্ট যখন উন্নতির কতগুলি ধাপ ছাড়াইয়া গিয়াছে, তখনও অন্য আর এক জায়গার চিত্রকলা নূতন আলো দেখে নাই। মেণরেন্স এবং সিয়েনা এক সঙ্গে রওনা হইলেও সিয়েনার গতি ফ্লোরেন্সের বহুপূৰ্ব্বেই রুদ্ধ হইয়াছিল। আবার ভেনিস তার নিজস্বতা সত্বেও ফ্লোরেন্সের কীর্চিকে আরও প্রবাসী—আশ্বিন, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ১ম খণ্ড চিত্রে দৃেখিতে পাই। তবে তিনি স্থূলতাকে অথবা তিন ডাইমেনশনকে চিত্রে টানিয়া আনিলেও তিন ভাইমেনশনে চিত্ররচনা করিবার সমস্যা তাহার চিত্রে দাড়ায় নাই , সুতরাং ঠিক আলপনার মত না হইলেও র্তাহার চিত্র একেবারে প্যাটার্ণ বর্জিত নয় । সিয়েনার চতুর্দশ শতাব্দীর চিত্র সেইখানকার পরবর্তী যুগের চিত্র হইতে শ্রেষ্ঠ । ভুট্‌চো স্থূলতা লাভ করিয়াছেন কিছু দূর অগ্রসর ----------- ASAS SSAS SSAS SSAS SSAS SSAS এ ক অভিনব ক রি বা র চেষ্টা উপায়ে। রং-এর दद्विघांघ् ि।। ७्रं মূল্য সিয়েনীয়র ভাবে ইতালীর বেশ বুঝিতেন । বিভিন্ন স্কু লে র ভুট্‌চো সোনালি এ বং বি ভি স্ন পশ্চাৎ পটের কালের চিত্র কে উপর রং দিয়া এক ত্র করি য়া তিনটি মূর্তি আমরা যে আর্ট এমন ভাবে পাইয়াছি, সেই অ কিয়াছেন, সমষ্টিটুকুর বিশে- যে, মনে হয় যতুকে আমরা যেন দূর পশ্চিম ইতালীয় চিত্রকলার আকাশে স্বযnকীৰ্বি বলিয়া ধরিয়া স্তের সময় লইতে পারি । তিনটি মূৰ্ত্তি চতুদশ শতা- দা ড্রা ই য়৷ বীতে ফ্লোরেন্স আছে । কিন্তু এবং সিয়েনাতে T ইতালীর অন্যান্য নুতন আ টের যীশু, মেরী ও জোসেফ —মাইকেল এঞ্জেলো স্থানের চিত্র


উফিজি, ফ্লোরেন্স দিকে প্রথম প্রচেষ্ট৷ করের যেহয়। ফ্লোরেন্সে জোত্তো এবং সিয়েনাতে ডুটুচে ভাবে স্থূলতাকে চিত্রে ফুটাইবার চেষ্টা করিয়াছিলেন, আটকে মধ্যযুগের . বাইজেণ্টাইন প্রথার বন্ধন সিয়েনীয়রা সে ভাবে কখনই করে নাই । তাহীদের চিত্রে হইতে মুক্তি দেন । জোত্তো এবং তাহার গুরু প্যাটার্ণ চিরকালই বজায় ছিল ।

চিমাবুয়ে বস্তুর স্থূলতার (plasticity ) দিকে নজর দেন। চিত্রে এই নূতনত্বের প্রবর্তন করিয়াও যে জোত্তো আর্টের দিক হইতে চিত্রকে নিখুত রাথিতে পারিয়াছিলেন, ইহাই তাহার সর্বশ্রেষ্ঠ কীৰ্ত্তি । ইতালীর সমগ্র রেণেসান্স চিত্রকলার পূর্বাভাস তাহার চতুর্দশ শতাব্দীতে যে নূতনত্বের আভাস মাত্র দেখিতে পাই, ফ্লোরেন্সে পঞ্চদশ শতাব্দীতে তাহার পূর্ণ বিকাশ হয় ; চিত্রকলার শিল্পের দিকটা প্রকৃত উন্নতি লাভ করে। বিজ্ঞানের তথ্যকে তখনই রূপস্থষ্টির কাজে লাগান হয়। রেখা, শূন্ত এবং ছায়ার বিজ্ঞানের তখনই সম্পূর্ণ চর্চা