পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] وميا সেই রূপ, সেই প্রেম, সেই নীল-লাবণ্য-লালসে মূৰ্ছি আছে চরাচর—ভালো নহে শুধু ভালোবাসা ! সে সুধা-সাগর-বারি উছলিছে যাহার কলসে— ধরণীর এই ঘাটে বুঝি তার নাই যাওয়া-আসা ! এমন পূর্ণিমা-রাতে মৃত্যু বুঝি বাৰ্ত্ত বহি আনে জীবনের বাতায়নে—ফুটিয়াছে স্বপন-দুল্লভ সুন্দরের পারিজাত কোন বনে, কোন নদীপার ! —শুনি’ পুন সঙ্গিনীর পানে চায় ধবে, জালা করে বল্লভের নয়ন-পল্লব, পিরীতির খর-তাপে ফোটে রূপ মৃগতৃষ্ণিকার । হে চির-যৌবন কবি ! লভিয়াছ অমর-জীবন কবিতার কল্পলোকে, নাই সেথ জরা, মুতু্য-ভয় ; প্রেমের বৈকুণ্ঠপুরে আজও তাই পূর্ণিমা-যাপন কর সবে,—কীৰ্ত্তনের স্বরে শুনি কুন্দরের জয় ! যে রূপের পিপাসায় প্রেম হ’ল জীবন-অধিক, একদিন এই পথে তার নেশা ঘুচে নাই, কবি ? রাতি-শেষে এই শশী ডুবে নাই দিক্‌চক্রবালে ? সশরীর হে স্বৰ্গ-পথিক ! পশ্চাতে চাহ নি কহু ? আর কারো মান মুখচ্ছবি তব দেহছায়াতুর, দেখ নাই অপরাহ্ল-কালে ? প্রেম ও জীবন SAeMSMSMSMSMMAYeH SAAAAA AAAA AAAAMeMMMAMMeeMMMAMMAMAYASAMA AeAAA AAAA AAAA AAAA AAAA SAAAAA ୩ SAAAAA AAAA AAAA AAA AAAAMSMS SLLLS LSSAAAASA SAASAA MAMYAMMMAMMAMAeeMAMMrSJYAHMAJzMAYJYAMMT 切ア সেই কথা জাগে মনে, তবু হায় পারি না ভুলিতে— প্রেম যে চপল বটে, এ জীবন আরও যে চপল ! ধেীবন-বসন্তশেষে ফাগুনের সে ফুল তুলিতে হেরি সবই রঙ-ছুট, প্রেমেরও যে মিনতি বিফল ! তবু জানি, মধুমাসে এই দেহ মাধবী-বল্লরী মুঞ্জরিয়া উঠেছিল পরিমল-পরাগ-রভসে,— শেষে রচি ঝরাফুলে মৃত্তিকার মঞ্জু আভরণ ! বৃন্দাবন চির পরিহরি’ গেছে শ্যাম, ব্রজভূমি পূত তবু সে পদ-পরশে, কালিন্দীর কুল ছাড়ি রাধিকার চলে না চরণ ! আজি এই রজনীর রূপমধু-পিয়াসে বিহ্বল মরণেরে মনে হয় রমণীয়, মদির-মধুর ! শুনি যেন সমীরণে মুদুখাস স্বনিছে কেবল— হায় প্রেম ক্ষণ-প্রভা, এ জীবন আঁধার-বিধুর ! জীবনের চেয়ে ভালো সে প্রেমের ক্ষণিক পুলক, অচেতন হয়ে ডুবি সুপ্তিহীন স্বপ্ন-রসাতলে । হেনকালে ওই শুন—মৰ্ম্মভেদী এ কি পরিহাস — বৃক্ষশাখে ডাকিছে তক্ষক ! জীবনের মত প্রেম উবে যায় যাদুমন্ত্র-বলে, ভাসে শুধু এক স্বর—মুখহীন, একান্ত উদাস।

  • *

f ി ్సడ్ల - # Z 3 Ż% : g To ഗ്ഗ്ീ 兹公份