পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯২০ বলে, “ছবি, আয়, আমার কাছে আয় ” কণ্ঠ অত্যন্ত ক্ষীণ। কথাও খুব অস্পষ্ট। কাত রানির মত শোনায়। বলে, “এই শেষ। ওগো শুনচ—” স্বামীর দিকে তাকাইয়া বলে, “তোমাকেই বলুচি,—অনেক কষ্ট দিলুম। অনেক—অনেক । কি করুব—উপায় নেই, আমাকে —আমাকে তোমরা ক্ষমা কোরো ।” কাশি উঠিয় দম বন্ধ হইয়া যায়। কাশিট থামিয়া গেলে স্বামীর দিকে তাকাইয়া শুধাইল, “আমাকে ক্ষম। করতে পারনি ? কেন ? ক্ষম কি নেই ? ওগো, আমি বডড কষ্ট পেয়ে যাচ্ছি—-তোমরা আমায় ক্ষমা "سـFilة سس-tc3ة ) তারপর মুখখন দুবার একবার বাকাইল । নরেন হতাশ হইয়া পাগলের মত স্থিরদৃষ্টিতে তাকাইয়া রহিল। মা বুকভাঙা আৰ্ত্তনাদ করিয়া উঠিলেন, “বকুল— বকুল,—ও কি ? কি হ’ল ?” ছবিও সঙ্গে সঙ্গে চীৎকার করিয়া বঁণদিয়া উঠিল, "মা=ম-—মণগো—” কান্নাকাটি শুনিয়া পাড়ার মেয়ের ব্যস্তভাবে ছুটিয়া প্রবাসী—আশ্বিন, ১৩৩৭ [ ৩০শ ভাগ, ১ম খণ্ড আসিল । কে যেন ছবিকে সেখান হইতে জোর করিয়৷ লইয়া চলিয়া গেল । পরদিন ছবি ফিরিয়া আসিল । প্রশ্ন করিল,— “আমার মা কোথায় গেল ?” তার বাবা বুঝাইয়া বলিল, “তোমার মা মন্দিরে পূজো দিতে গেছে,–আবার আস্বে —” ছবি হয়ত তাই বোঝে। কতক্ষণ চুপ করিয়া থাকিয়া চলিয় গেল। আবার ঘুরিয়া আসিল । বলিল, “মাসী, তোমরা অত কাদচ কেন ?” বেলা কিছুই জবাব দিল না। ছবি পুনরায় প্রশ্ন করিল, "মাসী—ও মাসী—মাকে তোমরা দরজা বন্ধ ক’রে রেখেচ ? মার থিদে পেলে কি হবে ? দরজা খুলে দাও-গোল শিগগির – খোল—” তারপর চীৎকার করিয়া কাদিয়া উঠিল, বলিল,— “খুলবে না ?” নিজে দরজাটায় জোরে ধাক্কা দিয়া, বলিল, "মা-মা—ওমা !” সকলেই বিষঃদৃষ্টিতে ছবির দিকে তাকাইয়া রহিল । মা ত আর সাড়া দিল না, বিরক্তও হইল না একটু । মহিলা-সংবাদ পাটনার প্রসিদ্ধ প্রত্নতাত্ত্বিক শ্ৰীযুক্ত কাশীপ্রসাদ জায়সবালের কস্তা শ্ৰীমতী ধৰ্ম্মশীলা কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের ইংরাজী সাহিত্যে এম্-এ পরীক্ষা দেন। তাহাতে তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হইয়া প্রথম স্থান অধিকার করেন। যখন তিনি এম্-এ পরীক্ষা দেন, তখন র্তাহার বয়স ১৮ বৎসর। তিনি বাড়ীতে পড়াশুনা করিয়া বি-এ পৰ্য্যন্ত পরীক্ষাসমূহে উত্তীর্ণ হন। বিবাহের পর তিনি এম্-এ দেন। সম্প্রতি তিনি লণ্ডন বিশ্ববিদ্যালয়ে ইংরাজী সাহিত্যে উচ্চতম উপাধি লাভ করিবার জঙ্ক এবং ব্যারিষ্টার হইবার জন্য ইংলণ্ড যাত্রা করিয়াছেন। তাহার পিতা পাটনায় ব্যারিষ্টারী করেন। বিহার প্রদেশ হইতে ইতিপূৰ্ব্বে একটি মাত্র হিন্দুমহিলা সাধারণ শিক্ষালাভের জন্য ইংলণ্ড গিয়াছিলেন । ব্যারিষ্টার হইবার জন্য বিহারের নারীদের মধ্যে শ্ৰীমতী ধৰ্ম্মশীলাই প্রথম ইংলণ্ড যাইতেছেন । শ্ৰীমতী অমিয়া বন্দ্যোপাধ্যায় এম্-এ ১৯২৩ সনের ম্যাট্রিকুলেশন ও ১৯২৫ এর আই-এ পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীর মধ্যে সপ্তম ও পঞ্চম স্থান অধিকার করিয়াছিলেন । ১৯২৭এ বি-এ পরীক্ষায় গণিতে অনাস পাইয়। ১৯২৯ এ ইংরাজী সাহিত্যে প্রথম শ্রেণীতে এম্‌-এ পরীক্ষায় উত্তীর্ণ হন ; পরে ইউনিভার্সিটি ল’ কলেজে প্রথমবার্ষিক শ্রেণীর স্কলাশিপ পরীক্ষায় প্রথম স্থান লাভ করিয়া এই বৎসর ষ্টেটু স্কলাশিপ পাইয়া ইংরাজী সাহিত্যে অনাস পড়িতে অক্সফোর্ডে যাইতেছেন ।