পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

) ) షా তবে ধৰ্ম্মশালা ফণ্ডের জন্ত যদি কেহ উপযাচক হইয়া দান করেন তাহ ধন্যবাদের সহিত গৃঙ্গীত হয়। কেননা, ধৰ্ম্মশালার দরুণ এখনও কিছু দেন রহিয়াছে । আমরা যে সময় ধৰ্ম্মশালায় পৌছিলাম তখন আর কেচ সেথায় বাস করিতেছিল না । চৌকিদারকে ডাকিয়া একটা ঘর খুলাইয়া লইলাম। দিন কয়েক ধৰ্ম্মশালায় monarchs of all we surveyed strz stri sai csjø 1. «fñaf3 qç3, Guide to Mussoorie ättx q*fi মোট বই এবং বড় একখানি মুগুরীর ম্যাপ আছে। তাহাতে কত জ্ঞাতব্য কথা রহিয়াছে। সাহেবর সকল কথাই পুস্তকে লিখিয়া রাখায় কোনও ব্যক্তির জ্ঞান বা অভিজ্ঞতা নষ্ট হইতে পায় না । এই কারণেই, এই অকিঞ্চিৎকর ভ্রমণ-কাহিনী লিপিবদ্ধ করিলাম। আশা, যে, কোনও কালে কোনও ব্যক্তির কাজে আসিতে পারে ; নহিলে পাঠকের অমুল্য সময় নষ্ট করিবার প্রবৃত্তি ছিল না । পরদিন প্রাতে সঙ্গর দেখিতে বাহির হইলাম । লাগুেীরের বাজারটা দেখিয়া ইউরোপীয়ান সহর বলিয়া মনে হয় না—চতুর্দিকেই দেশী লোকের দোকান এবং বিস্তর দেশী ভদ্র ও দরিদ্র লোকের বাস। গাইড-বুকের ভাষায় বাজারটা "Bania's Shops' । লাভেীর হইতে মাইলটাক পথ গেলে মুগুরী। এটা পাকা সাহেবী সহর বটে। চতুর্দিকে সাহেবদের বাড়ী, রাস্তায় বিস্তর বিবি ডাণ্ডি চড়িয়া ও অনেক সাহেব ঘোড়ায় চড়িয়া বা পদব্রজে বেড়াইতেছেন। সাহেব অপেক্ষ বিবি ও ছোট ছেলে মেয়ের সংখ্যাক্ট অধিক, কারণ সাহেবদের কৰ্ম্মের খাতিরে বাধ্য হইয়া সমতল ভূমির গরমে পচিয়া মরিতে হয় কিন্তু স্ত্রী ও ছেলেমেয়েগুলিকে স্বাস্থ্যকর পর্বতের উপর পাঠাইয়া দেন। আরও ছেলেমেয়েগুলি বয়স্থ লোকের ছায় গরম সহ করিতে পারে না, শীঘ্রই অসুস্থ হইয় পড়ে। এই জন্ত ইংরেজদের স্কুলগুলি গ্রীষ্মকালে দাজ্জিলিঙ, মুণ্ডরী প্রভৃতি শৈত্যপ্রধান স্থানে অবস্থান করে। ষ্টচাতেও নাকি ছেলেদের স্বাস্থা ভাল থাকে ন—তাই অনেকে ছেলেদের ইংলেণ্ডে বাস করিবার বন্দোবস্ত করিয়া দেন । দার্জিলিঙ, শিমলা প্রভৃতি স্থানে গবর্ণর ও রাজকৰ্ম্মচারিগণের প্রাঙ্কুর্তাব, এইজষ্ঠ সওদাগর, ব্যারিষ্টার প্রভৃতি প্রবাসী—অগ্রহায়ণ, ১৩১৭ ১০ম ভাগ, ২য় খণ্ড বে-সরকারী লোক এবং অপেক্ষাকৃত গরীব সাহেবরা মুণ্ডরী সহরে থাকিতে ভাল বাসেন । আবার মুগুরী নাকি দাৰ্জিলিঙ অপেক্ষ স্বাস্থ্যকর ; দাঞ্জিলিঙের বায়ু ও মৃত্তিক আৰ্দ্ৰ, মুগুরীর বায়ু ও মৃত্তিক শুষ্ক । সেইজন্তই মুগুরীতে দাজ্জিলিঙের ন্যায় বৃক্ষ লতাদির আধিক্য নাই। সঙ্গরের প্রধান রাস্তাটতে বৃক্ষাদি না থাকায় অত্যন্ত রৌদ্র লাগে এবং গ্রীষ্মকালে বেশ গরম হয় । অপরাহে লাগুেীরের পাহাড়ী রাস্ত ধরিয়া উচ্চে উঠিতে আরম্ভ করিলাম। লাণ্ডেীর মুগুরী হইতেও কিছু উচ্চ। সঙ্করের উপরাংশে ক্যান্টনমেণ্ট—বিস্তর রুগ্ন ও দুৰ্ব্বল গোরা সৈন্ত শরীর সারিবার জন্য বাস করিতেছে ; বাস্তবিক লাণ্ডেীরকে মিলিটারী এবং মুণ্ডরীকে সিভিল সহর বলা যায়। সার রিচার্ড টেম্পল বলেন ভারতবর্ষে ইংরাজ সৈন্তের স্বাস্থ্যহানি ঘটে এই জন্ত তাহাদিগকে মাঝে মাঝে প্রায়ই শৈত্য প্রধান পাহাড়ী সহরে রাখিতে হয়। একজন সাহেব কৌতুক করিয়া বলিয়াছেন “ভারতবর্ষে ইংরাজ সৈন্ত সৰ্ব্বদাই যুদ্ধে ব্যাপৃত আছে—কখনও শত্রুর সহিত যুদ্ধ, কখনও অস্বাস্থ্যকর জলবায়ুর সহিত যুদ্ধ ।” সেদিন প্রাতে মুগুরীস্থ ব্রচারম ছিলে উঠিয়া এক অতি সুন্দর, অতি মনোমুগ্ধকর দৃপ্তাবলি (panorama) দেখিতে পাইলাম। একজন গাড়োয়ালী আমাদিগকে সমস্ত স্থান বুঝাইয়া দিতে লাগিল । বরফাচ্ছাদিত পাহাড় অনেক স্থান হইতে দেখিয়াছি বটে কিন্তু এই উচ্চ পৰ্ব্বতশিখর হষ্টতে দিগন্তব্যাপী, মাইলের পর মাইল ধরিয়া, উজ্জ্বল রৌপ্যের দ্যায় তুষারাচ্ছাদিত শিখরশ্রেণী প্রখর স্বৰ্য্যকিরণে যেরূপ জলজল করিতে লাগিল, সেরূপ কখনও দেখি নাই। দুর্ভাগ্যক্রমে সেদিন আমরা দূরবীক্ষণটা লষ্টয়া যাই নাই ; অন্য দিন দূরবীক্ষণের ভিতর দিয়া বরফের পাহাড় দেখিয়াছি, উহা কতকটা শাদা বালির স্ত,পের ন্যায় দেখায় ; সৰ্ব্বত্র শাদা বর্ণও নাই মধ্যে মধ্যে কাল দাগ দেখিতে পাওয়া যায় । গাড়োয়ালী বলিতে লাগিল ঐটী বদরীনাথ পৰ্ব্বত, এটা কেদারনাথ পৰ্ব্বত । বরফের ক্রোড়ে, আমাদের উত্তরে, পূৰ্ব্বে ও পশ্চিমে কেবল নীল ও পাশুটে বর্ণের পর্বতের রাশি, ‘শৃঙ্গের উপরে শৃঙ্গ, শৃঙ্গ