পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8bア বা কলার মদ্য ও ঠহার। অল্প আদর করে না । কোনো কারণে অবসাদ বোধ করিলে সেই মদ্য পান করিয়া আনন্দে নৃত্য করে। এ মদ্য তাঙ্গাদের বিলাসিতার সামগ্রী। যে গর্তগুলি দ্বারা লন্ত পশু শিকার করে সেগুলি গাছের ছাল, ঘাস ও মাটি দ্বারা ঢাকিয় দেওয়া হয় এবং জস্তুগণ ভুল করিয়া তাঙ্কাতে বন্দী হয়। তাঙ্গার নানাবিধ বঙ্গ ফল আহার করে। তাঙ্গার মধ্যে কতকগুলি এমন সুমিষ্ট ও উপাদেয় ষে পৃথিবীর যে কোনো সভ্য জাতি তাঙ্গ আদর করিয়া খাইতে পারে। আবার এমন বিষাক্ত ফল আতার করিতে তাহার অভ্যস্থ যে অন্ত কোনো সভ্য মানুষের পাকস্থলীতে তাঙ্গ প্রবেশ করিলে তাহার মৃত্যু নিশ্চয় । মাংস আগুনে অল্প সেঁকিয়াই আহার করে । রান্নাকরার জন্ত আমরা আগুন, জল ও পাত্ৰ দিয়া পরীক্ষা করিয়া দেখিয়াছি তাতাতেও তাঙ্কার রান্না করিতে চাঙ্গে না । ইহার কারণ, হয় তাঙ্কার বান্না করিতে জানে না অথবা কাচাই সুখাদ্য মনে করে । বামন মানবদের পক্ষে আমাদের মাংস আচার করা আশ্চৰ্য্য নয়। আমরা দেখিয়াছি অনেক মৃতদেহ ইহার কবর খুড়িয়া বাতিব করিয়াছে, আমাদের দলের লোক হত্যা করিয়া সেই দেহগুলি লইয়া ইঙ্গর পলায়ন করিয়াছে । আর একদিন দেখিয়াছি কতকগুলি বামন একটা আস্থত স্ত্রীলোককে বেষ্টন করিয়া বসিয়াছে এবং তাহার চারিদিকে আগুন জালানো গুইয়াছে। প্রত্যেক বামনের হাতে এক একটী পাত্র । তাঙ্গাদের বসিবার কায়দা দেখিলেই বোঝা যায় যে সেই স্ত্রীলোকটর মাংস আহার করিবার বন্দোবস্ত করিতেছে । আমাদের কয়েদীদের জিজ্ঞাসা করায় তাহারা বলিয়াছে যে তাহারা নিজের আছার করে না তবে তাঙ্গাদের প্রতিবেশীর নর-মাংস আহার করে । বামনরা চাষ করে না বা কেনো জিনিসই উৎপন্ন করে না। বনের বাহিরের কৃষক সম্প্রদায় তামাক, কলা, প্রভৃতির চাষ করে এবং তাহা চুরি করিয়াই বামন মানবরা নিজেদের অভাব মোচন করে । ইহাদের অস্ত্রপক্সের মধ্যে বর্শা, তীরধমু ও ছোরা । ধনুক থানার উভয়দিক রেশমের ফুল দ্বারা সাজানো এবং মাঝখানে একটুকরা বানরের লেজ বান্ধা । এই লেজটুকু ধম্বকটকে শক্ত প্রবাসী—অগ্রহায়ণ, ১৩১৭ ১০ম ভাগ, ২য় খণ্ড করিবার জন্ত ব্যবহার করে। তীরগুলি দৈর্ঘ্যে ১৮ইঞ্চি পরিমাণ হইবে। সাধারণতঃ ইহারা তীরের মাথায় বিষ মাখাষ্টয়া ব্যবহার করে। ইহাদের গ্রেপ্তার করিবার সময় সাবধান হইয়া ষ্টকাদের স্পর্শ করিতে হয়, কারণ শুকনা বিষগু’লও ভয়ানক । কঁাচ বিষগুলি এমন ভীষণ যন্ত্রণাদায়ক যে তাঙ্গতে মরার চেয়ে অন্ত যে কোনো রকমে মৃত্যু মানুষ আদর করিতে পারে। এই বিষ প্রয়োগের ঘটনা আমরা পূৰ্ব্বে জানিতাম না। ১৮৮৭ খ্ৰীষ্টাব্দে ইহাদের সহিত একটী ক্ষুদ্র ংঘর্ষে আমাদের কয়েক জন সৈন্ত সামান্ত আঘাত পায়। আমরা সে সামান্ত আঘাতকেও তুচ্ছ না করিয়া পচননিবারক ঔষধ ব্যবহার করিলাম কিন্তু তাহাতেও সে হতভাগ্যদের বঁাচাইতে পারিলাম না। যদি বিষাক্ত তীর না হইত তবে সে আঘাতে কোনো ঔষধেরই আবণ্ডক কfরত না । আহতদের মধ্যে কয়েকজন ধনুষ্টঙ্কার হইয়া মরিল, কতকের আহত স্থান পচিয়া গেল এবং যাহারা বাচিল তাহাদেরও রক্ত এমন দূষিত হইল যে তাহাদের জীবন ভার বোধ হইত। এষ্ট বিষের প্রতিকারক ঔষধ আমরা এক বৎসরের মধ্যে বাহির করিতে পারি নাই । বহু পরীক্ষার পর আমরা আহত স্থানের সন্নিকটে (Ammon Carb) এমন কাৰ্ব্ব প্রবেশ (inject) কবাষ্টয়া বিশেষ ফল পাইয়াছি । ইহাদের কালা-বিষ যাহা হইতে প্রস্তুত হয় ডাক্তার ফ্রেজার তাহা হইতে (stropanthin) ষ্ট্রোপ্যাথিন্‌ নামক একটী ঔষধ বাহির করিয়াছেন। ইঙ্গর ঐ গ্রেন মাত্র ব্যবহারে একটা ভেকের মৃত্যু হয়। বামন মানবরা দুই ভাগে বিভক্ত। একদলের রং একটু লালচে। অন্ত দল ভয়ানক কালো। উভয় দলেরক্ট কপাল ছোট ও ঠোট বড়। হাতগুলি ছোট ও চিকণ, পাগুলি বাক । তবু অনেকের চেহারা বড়ই সুন্দর। একটী ৩৩ ইঞ্চি লম্বা স্ত্রীলোককে আমি বড়ই সুন্দর দেখিয়াছিলাম। তাঙ্কার সলজ্জ চাহনি মনকে মোহিত করে এবং তাহাকে দেখিলে ভালবাসিতে ইচ্ছা হয়। বামনদের রাণীর অর্থাৎ নেতার স্ত্রীর রূপ বর্ণনা করিবার উপযুক্ত। তাহার শরীরের রংটা অতি উজ্জল