পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা SAASASAAAAASA SAASAASAASAA AAAS *۰۰ی مهم আমি কিন্তু নিৰ্ব্বাক হয়ে বঞ্জের ডাক ও বৃষ্টির ঝাপটের মাঝ থেকে, সাগরপারে স্বদেশের একখানি বর্ষাসন্ধ্যার ছবি মনে মনে একে তুলেছিলাম, তাই উপস্থিত বিষাদের মধ্যেও হর্ষেব সন্ধান খুজে পাচ্ছিলাম। কথাটা একটু খুলে বলা ভাল। গ্রীষ্মাবকাশে তকিও সহর ছেড়ে 'কাবুইজাওয়াতে এসেছিলাম। স্থানটি সমুদ্র হতে ৩২৭• ফুট উচ্চে অবস্থিত, বাতাসটা খুব শুষ্ক ও ঠাণ্ড । তাই গ্রীষ্মারম্ভ কলেষ্ট নানা দিক থেকে বিদেশীয়েরা এসে উপস্থিত হন । বস্তুত, এখানে জাপানী অপেক্ষ যুরোপীয়ানই বেশী আমদানী হয়। পথে ঘাটে যেখানে সেখানে যুরোপীয়ানদের গা ঘেঁষে চলতে হয়, তাই সহসা এখানে এসে যুরোপের কোন গ্রামে এসেছি বলে ভ্রম হয়। এ স্থানটির চারিদিকেই পাহাড়, ও পার্থীর গানে, প্রস্রবণের মৃত্নতানে সৰ্ব্বদা মুখরিত। যে দিন চারিদিক পরিষ্কার থাকে, পাহাড়ের মাথায় মেঘ বা কুয়াসা টুপির মত না বসে থাকে, সেদিন দুরে ‘আসাম’ আগ্নেয়গিরির ধূমায়িত মস্তক বেশ দেখা যায়। এ পাহাড়টি সমুদ্র হতে ৮,১৩৪ ফুট উচু, সব সময়েই ধুম নিৰ্গত হচ্ছে । অস্তগামী স্বর্য্যের স্বর্ণ কিরণ যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন শ্বেত-নীল-পীত-লোহিত রঙ্গের একটা বর্ণচিত্রের মাধুরী দর্শককে কোন এক অজানা দেশে নিয়ে যায়। জগতের সব ঝঞ্জাবাত ভুলে গিয়ে মনটা তখন বাতাসের গান, পাখীর কলরব, মেঘের বর্ণবৈচিত্র্যের মধ্যে আপনাকে বিসর্জন দিতে নিতান্তই উন্মুখ হয়ে ওঠে । s সে দিন ঠিক হয়েছিল আমরা জন চার মিলে আগ্নেয়গিরির খাত দেখতে যাব। কারুইজাওয়া থেকে প্রায় ছয় ঘণ্টার রাস্তা, অৰ্দ্ধেক পথ ঘোড়ায় ও শেষাদ্ধ পদব্রজে যেতে হয়। সন্ধ্যার পর খাওয়া দাওয়া করে রওয়ানা হবার ইচ্ছা ছিল, তাই সন্ধ্যায় আকাশ ভেঙ্গে যখন বুষ্টি নামূল, তখন প্রকৃতিদেবীর বিপক্ষতা দেখে সকলেষ্ট ভগ্নমনোরথ হলেন । মধ্যে মধ্যে টেবিলের উপর থেকে জানালার দিকে সকলেই দৃষ্টিনিক্ষেপ কচ্ছিলেন ও মনটাকে কথঞ্চিত নিশ্চিস্ত করবার জন্ত বোধ হয় মনে মনে বলছিলেন,—‘এ পাহাড়ে মেঘ, শীঘ্রই কেটে যাবে।’ জীবন্ত আগ্নেয়গিরি ..۔ ۔ ۔ ۔۔------------------------------------------------------------------------------------------------------------.... 8象> মিস ট—আমার পাশে বসেছিলেন ; হঠাৎ জিজ্ঞাসা করলেন, —‘Are you a weather-prophet Do you think --۔یہ۔ -عیس۔م۔-۔.,... --.. 'twould clear up 7–wi'ifa fo atqetsal Avto ভবিষ্যদ্বাণী কৰতে পারেন ? পরিস্কার হয়ে যাবে মনে করেন নাকি ?’ মেঘ তখনে চারিদিকে ভেসে বেড়াচ্ছিল, বৃষ্টি থামবার ত কোন উপক্রম দেখলাম না। তবুও সাহসে ** *to sto foix,-Guess 'tis going to clear up right now,--“আমার মনে হচ্ছে এখনই পরিষ্কার হয়ে যাবে।” সত্য সত্যই আমাব ভবিষ্যদ্বাণী সফল হল। দু একটা করে তারা দেখা দিতে লাগল, দেখতে দেখতে চাদ ও বাহিরে এলেন ও বৃষ্টিধেীতা প্রকৃতিদেবী জ্যোৎস্নালিঙ্গনে বিভোর হয়ে উঠলেন । রাত্রি প্রায় ৯॥০টার কুলির স্বন্ধে আমাদের জলখাবার, একপানী কম্বল ও পৰ্ব্বতারোহণের জন্য খড়ের জুতা উঠিয়ে দিয়ে রওয়ানা ঠলাম। আমাদের দলে সৰ্ব্বসমেত নয় জন । মিঃ ও মিসেস গ, মিস ট—, ও আমি ; তা’ ছাড়া তিনটা ঘোড়ার তিন জন সঙ্কিস ও দুষ্ট জন কুলি বা পথ প্রদর্শক । মহিলা দুষ্টজনের জন্ত তুর্কট ঘোড়া, ও আর একটা মিঃ গ ও আমি পনের মিনিট করে চড়ব স্থির হয়েছিল। প্রথমেই ললে রাখা ভাল ঘোড়াগুলো আহাম্মক ধরণের, দৌড়িবার ত নামই করে নু অধিকন্তু মধ্যে মধ্যে বিনা কারণে দাড়িয়ে ষায়, তখন চালান দুঃসাধ্য ইয়ে পড়ে । আমরা ঘোড়ার উপর চড়ে খালি লাগাম ধরে রইলাম, আর আগে আগে জাপানী ছোকরার ঘোড়ার মুথে দড়ি বেঁধে টেনে নিয়ে যেতে লাগল । ঘোড়ার পিঠের উপর বসে থাকা ভিন্ন ঘোড়ার সঙ্গে আমাদের যে আর কোন সম্বন্ধ ছিল তা বোধ হচ্ছিল না । অন্ত সময় হলে এরূপে ঘোড়ায় চড়ায় আপত্তি করতাম, কিন্তু যস্মিন দেশে যদাচারঃ,—সকলেষ্ট এইরূপে যায় তাই লজ্জার কোন সময় বড়ই কারণ ছিল না । মাঠের মাঝ দিয়ে অনতিপ্রশস্ত রাস্ত ধরে যেতে লাগলাম। দুধারে নানা রকম ফুল ফুটে চাদের অস্পষ্ট আলোকে বড় সুন্দর দেখাচ্ছিল। একটা মৃদু শীতল বাতাস উঠে আমাদের সকলের গায়ে যেন হাত বুলাতে লাগল। দু’