পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ՀՆ مع***=ہمه عتبہ۔ —“তুমি আমায় অবিশ্বাস কর তাই ।” —“তার পর ?” —“আমার মনে হল বাটির কথা সত্য। গার আসতে পারলুম না।” ইভা মৰ্ম্মাহত হষ্টয়া সোফার উপর আছড়াইয়া পড়িলেন—দুষ্ট চোখ দিয়া বেদনার আশ্র ঝরিতে লাগিল । —“বাট আর কিছু বলে ?” —“না, আর কিছু বলেনি।” দুই জনে অনেকক্ষণ নিস্তদ্ধ হইয়া রহিলেন । কিছুক্ষণ পরে ইভ কঁাপিতে কঁাপিতে উঠিয়া বসিলেন —র্তাহার মুখ রক্তহীন, চক্ষু কপালের দিকে উঠিয়াছে— দৃষ্টিশূন্ত, কি একটা ভয়ের উত্তেজনায় সমস্ত শরীর কম্পিত, চোথের পলক পড়ে না—তিনি চীৎকার করিয়া বলিয়া উঠিলেন—“ফ্র্যাঙ্ক । ফ্র্যাঙ্ক ! রক্ষা কর—ঐ এলে ।” ফ্র্যাঙ্ক চমকিত হইয়া জিজ্ঞাসা করিলেন—“কি ? কি ? -हेड !” - “ঐ এলো—এলো-মেঘগর্জনের মতো শব্দ করে ঐ আসচে, আমাকে চার দিক থেকে ঘিরে ফেলচে-বজের মতো আমার মাথায় এসে পড়বে—ফ্র্যাঙ্ক । রক্ষা কর ।” বলিতে বলিতে ইভ ফ্র্যাঙ্কের দিকে ছুটিয়া আসিলেন, তাহার মুখে যেন মৃত্যুর ছায়া! ফ্র্যাঙ্ক তাড়াতাড়ি তাহাকে ধরিয়া ফেলিলেন বলিলেন- “কি ইভা ? কি হয়েছে।” ইভ ফ্র্যাঙ্কের বুকে মাথা রাখিয়া অবসন্ন ভাবে ঢুলিয়া পড়িলেন, উত্তর করিতে পারিলেন না। ফ্র্যাঙ্ক আবার প্রশ্ন করিলেন । ইভ অফুট স্বরে বলিলেন—“যাক, গেছে! দিনকতক থেকে ঘন ঘন আসচে । সে যে কী অামি বলতে পারিন । থেকে থেকে আসে-ভীষণ গর্জন করতে করতে ধীরে ধীরে অল্পে অল্পে আমার দিকে আসে, মাথার কাছে এসে শতধা হয়ে যায়—তখন সে কী ভীষণ শব্দ, সে কী অগ্নিময় ফুলিঙ্গ, কী স্পন্দন ! আমার হৃৎকম্প হতে থাকে। যেন একটা দৈত্য ঝড় উড়িয়ে আমার দিকে আসে—কি সে আমি বুঝতে পারিন । সে কি ফ্রাঙ্ক ?” —“কি করে জানব ? বোধ হয় এ তোমার শরীরের দুৰ্বলতা !” সেই জন্ত هه""=-» ,۰۰sهبی هیه ۲۰ مه د***************** ** প্রবাসী—মাখ, ১৩১৭ [ >०ञ डॉण, २ग्न थe S AAAA S ee SASAASAASAASAASAASAASAAAS SAASAASAAAS —“ফ্র্যাঙ্ক ! সরে এস—কাছে এস। আমাকে আর একলা ফেলে যেয়োনা, একলা থাকলে আমার বড় ভয় করে। আর আমার ভয় কি—তোমাকে পেয়েছি আর ভয় কি। আমি জানতে পেরেছিলুম—আমার মন আমায় বলেছিল,—একদিন তুমি আসবে—ফিরে আমার কাছে তুমি আসবে। তাইতে কেবলই ঘুরেচি তোমার জন্যে। যতই দিন গেছে মনে হয়েছে ততই তোমার কাছে এসে পড়চি—ততই তুমি আমার কাছে আসচ—সেই আশায় বেঁচেছিলুম। এই দেখ সত্যই তুমি এলে। আর যেয়োন চলে—অভাগিনী ইভাকে ফেলে আর যেয়োন !” বলিয়া ইভ ফ্র্যাঙ্কের বুকের উপর মাথা রাখিয়া চক্ষু মুদ্রিত করিয়া কাদিতে লাগিলেন। তারপর ধীরে ধীরে উঠিয়া বলিলেন— “ফ্র্যাঙ্ক ! এই দেখ !” “কি ?” —“এই দেখ, সেই তোমার হাতের দাগ ! সেই যাবার দিন তুমি আমার হাত ধরেছিলে সে চিহ্ন এখনো রয়েচে ।” ফ্র্যাঙ্ক ইভার হাতের পানে চাহিলেন। র্তাহার চক্ষু জলে ভরিয়া আসিল । ইভা বলিলেন—“ফ্র্যাঙ্ক, র্কাদো কেন ? এ আঘাত নয়—-এ আমার অলঙ্কার—এ আমার কঙ্কণ !” পঞ্চম পরিচ্ছেদ অল্পক্ষণ পরেই ফ্র্যাঙ্ক চমকাইয়া উঠিলেন, বলিলেন— “हेडां f" —“কি ?” —*আচ্ছা বল দেখি কেন— ?” —“কি কেন ?” —“চাকরটা আমার চিঠি লুকিয়েছিল কেন ?” —“সে কথাই তো অনেক দিন থেকে ভাবচি।” —“তার দরকার কি লুকোবার ? কি লেখা আছে তাই দেখবার জন্তে কৌতুহল ?” —“তাহ’লে কি দাসীর ছিনিয়ে নেয়।” —“তবে তার কোনে স্বার্থ ছিল ?” —“নিশ্চয় r হাত থেকে আমন করে