পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী—মাখ, ১৩১৭ [ ১০ম ভাগ, ২য় খণ্ড বিভিন্ন দেশের সৈন্ত । পাঠকের বামদিক হইতে প্রথম লাইনে-১। ফরাসিস, দ্বিতীয় লাইনে-- ১ । চীন, এই সময় চীন জাতির পক্ষে বড়ষ্ট দুৰ্দ্দিন । চীনাকাশ ঘনঘটায় আচ্ছন্ন । ঘোর নিনাদে দিজু গুল পরিপুরিত । রণনিনাদ অঙ্গনিশি শ্রীতিগোচর হইতেছে। কোথাও ইংরাজ, কোথাও জৰ্ম্মান, কোথাও রুস, কোথাও ফরাসী, কোথাও জাপান, কোথাও মার্কিন, কোথাও অষ্ট্রীয়, কোথাও বা ইতালীয়ানসৈন্ত মদগৰ্ব্বে পৃথ্বীভল কম্পিত করিয়া চলিয়াছে। এমন সৰ্ব্বজাতির সংমিশ্রণ আর কখনও দৃষ্টিগোচর হয় নাই। রাত্রিকালে ঘরের বাহির হইবার জো নাই। অনবরত প্রশ্ন ‘খবরদার, কে যায় । জবাব দেও গন্তব্য স্থানে যাইতে পারিবে, নতুব ক্ষণমাত্রে তোমার আত্মাপার্থী .দেহখাচ ছাড়া স্তইয়া কোন অগনিত দেশে উড়িয়া যাইবে । দেশের অবস্থা । এখানে আমার মত এক জন ভেতো বাঙ্গালী যাহার প্লীহা আজন্ম বিবৃদ্ধ হইয়াই আছে, তাহার মনের অবস্থা কিরূপ হইতে পলায়িত । অষ্ট বজ্র একত্রিত। এষ্টত ২ । ভারতীয়, २ । श्छेtशोभ्रॉन, ७ । छां*ांनो, ৩ । ইংরাজ, ৪ । জৰ্ম্মাণ, ও । ৪ । রাবিয়ান, ও । আমেরিকান । অষ্ট্ৰীয়ান ; পারে তাহ পাঠকের সহজেই অমুমেয় । প্রত্যেক শক্তিই আপন আপন গণ্ডী ঠিক করিয়া লইয়াছিল । এই সব wroisso Isro (International Concessions) বাহিরে যাইবার জো ছিল না । ইহার মধ্যেই বেড়াইতে হইত। কড়া হুকুম, বাহিরে গেলে সামরিক আইনে দণ্ডিত হইতে হইবে । নিতান্ত প্রয়োজনে সরকারী কাৰ্য্যামুরোধে যদি চীন সহরে যাইবার আবশ্যক হইত সৈনিক প্রহরী লইয়া যাইতে হইত। নতুবা এইরূপ গুজব —বিদেশীকে চীনের একাকী পাইলে ধরিয়া লইয়া গিয়া “এক অজ্ঞাত দেশে পাঠাইয়া দিত, পাঠাইবার প্রক্রিয়াও একটু নুতন রকমের । পাঠক শুনিয়া শিহরিবেন না— বিদেশীকে ধরিয়া লইয়া গিয়া চীনেরা তাঙ্কণকে নির্জল উপবাসের ব্যবস্থা করিত, এবং প্রতিদিন অঙ্গপ্রত্যঙ্গের এক এক অংশ বাদ দিয়া শরীরের ভার লঘু করিয়া দিত ; আত্মারাম দেহপিঞ্জরের মমতা পরিত্যাগ না করা পর্য্যস্ত