পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q文8

    • = * یہ..*** جاے. ہمد*

পঠনে ও কথনে বাগল হইয়াছে । অনেক সংস্কৃত শব্দ কথনে বিকৃত হইয়া !.লিখনেও বিকৃত কষ্টয়াছে। এখানে বাগলার য়ু বর্ণের উচ্চারণ এবং আগমন আলোচনা করা যাইতেছে। প্রথমে সংস্কৃত শব্দের যু-এর বাগলা উচ্চারণ স্মরণ করিলে দেখা যায়, য়ু অক্ষরের উচ্চারণ কোথাও য (a), কোথাও য় ( প্রায় অ ) হয়। শব্দের আদিস্থিত য়ু উচ্চারণে জ হয়। য়থা—জথা, য়দি—জদি, য়োগ-জৌগ । অন্তত্ব প্রায়ষ্ট স্বরবর্ণফুল্য উচ্চারিত হয়। যথা, নিয়ত—নিঅত, প্রায়—প্রাআ, নিয়োগ—নিওগ। য়ু সংস্কুতে ই+অ বা ইঅ । অর্থাৎ দুষ্ট স্বরসংযোগে য়কার । নিয়ত শব্দে য়ু বর্ণের পূবে ই স্বর থাকাতে অল্প চেষ্টায় শব্দটির সংস্কৃত উচ্চারণ আসে। এইরুপ প্রিয়, আত্মীয়, বিয়োগ ইত্যাদি শব্দের । বায়ু শব্দের উচ্চারণও ঠিক আছে, যদিও গ্রাম্যজন করে বাউ । বায়ু শব্দের উ লোপে পষ্ঠে বায়, এবং অপভ্রষ্ট হষ্টয়া বাট ( যেমন বাষ্ট-রোগ)। আয়ু শব্দও এইরূপে আই, এবং পরমায়ু শব্দের গ্রাম্য উচ্চারণ পরমাই, এমন কি প্রমাষ্ট হইয়াছে। সং আর্থিক হইতে আয়ী, অনেকে লেখেন আtষ্ট। প্রাচীন বা-গলায় মাতা অর্থে আই শব পাই, এবং আসামীতে অদ্যাপি এই অর্থে আই শব্দ চলিত আছে । অন্যদিকে, সং আয়ক শব্দ হইতে আজ ব’গের স্থানে স্থানে এবং ওড়িশায় চলিত আছে । এখানে একই সং শব্দের বাগলা রূপান্তরে য় এবং জ পাইতেছি। এইরূপ, প্রয়োগ শব্দে য়, কিন্তু, সংযোগ শব্দে জ হইয়াছে। সংযুক্ত য়ু অধিকাংশ শব্দে ইঅ, কয়েকটা শব্দে জ উচ্চারিত হয়। বাক্য—বাকৃইঅ এরূপ উচ্চারিত না হইয় বাৰু হয়। অর্থাৎ ইঅ পৃথক হইয়৷ ই পূর্বে যায়, শেষের অকার জানাইতে গিয়া ক দ্বিত্ব হইয়া পড়ে । এইরূপ, সত্য-সত্ত, পদ্ম—পদ। ব্যঞ্জনে ই যুক্ত হইয়া বাকি, সত্তি। এইরূপ, দিব্য—দিব্বি, পথ্য—পখি, সাক্ষ্য— সাক্থি । যজ্ঞ হইতে জগৃগি, কারণ জ্ঞ বা-গলায় গ্য হইয়াছে। এ সকল উদাহরণে অ-এর আকার ব্যঞ্জনের দ্বিত্ব করিয়াছে। পরে ই থাকিলে পূববর্তী অ প্রায়ই ঈষৎ ওকার হয়। এই হেতু অনেকে সত্য উচ্চারণ করে د - ه" می به هم پیم» - عه প্রবাসী—ফাঙ্কন, ১৩১৭ ১০ম ভাগ, স্থায় খণ্ড AAM MMMeMM MMAAAS SSAAAASA SAAAAS AAASASASS সোত্ত, পঙ্গ—পোন্ধ। সত্ত, পদ উচ্চারণ অৰণ্ড মন্সের ভাল বলিতে হইবে। - কয়েকটা শব্দে য় ফলার য় উচ্চারণে জ হয়। বিদ্যুৎবিদ্যুৎ, উদ্যম—উদম ; কিন্তু, উদ্যোগ—উজোগ, উদ্যাপন —উদজাপন, স্বয়-স্বজ। য়োগ শব্দ প্রায়ষ্ট জোগ থাকিয়া যায়। উৎ-জোগ, অভিজোগ, অনুজোগ, সংজোগ, বিজোগ ( কেহ কেহ বিয়োগ ) ; কিন্তু, নিয়োগ, প্রয়োগ । নিয়োগ—কিন্তু, নিজুক্ত, প্রয়োগ কিন্তু, প্রজুক্ত। এইরূপ, কোথায় য় কোথায় জ, তাহা বলা দুষ্কর । ( য় স্থানে জ উচ্চারণের কারণ এবং য়ু বর্ণাদির উচ্চারণ-স্বত্র ব-গীয় সাহিত্য-পরিষৎ হক্টতে প্রচারিত আমার লিখিত শব্দশিক্ষাধ্যায়ে দ্রষ্টব্য । ) ংস্কৃত শব্দ সংস্কৃত রীতিতে বানান করা হইয়া থাকে । ইঙ্গ সাধারণ নিয়ম। কিন্তু, তার বহু ব্যতিকুম পাওয়া যায়। সংস্কৃতে ক্ত য য় তিন বর্ণ কিংবা তিন বর্ণের তিন অক্ষর নাই । আছে জ য়। সংস্কৃতে ল ব দুই বর্ণ এবং দুই অক্ষর আছে। বাগলায় আছে কেবল ব । সংস্কুতে ড় ঢ় বর্ণ নাই, বা-গলায় আছে। সংস্কৃতে আকারের দীর্ঘ আকার, বা-গলায় আকার আকার দুষ্ট পৃথকৃ স্বর । এইরূপ আর দুষ্ট এক বিষয়ে সংস্কৃত ও বা-গলা পৃথক হইয়াছে। তথাপি কেহ কেহ সংস্কৃত হইতে অপভ্রষ্ট শব্দেও সংস্কৃত বর্ণবিদ্যাস রাখিতে চান । আশ্বিন মাসের প্রবাসীতে বা-গলা শব্দের বানান প্রসঙ্গ উত্থাপন করিয়া ছিলাম। কংথের বিষয়, একজন মাত্র এবিষয় কিঞ্চিৎ আলোচনা করিয়াছেন । ( অগ্রহায়ণ মাসের প্রবাসী দেখুন। ) সংস্কৃত শব্দের ব্যঞ্জন লুপ্ত হইলে বাগলায় লুপ্ত বর্ণের স্থানে য় আসে। সং গোপালক—গোআলা—গোয়াল, ং খদির—থষ্টর—থয়র, সং শৃগাল—শিআল—শিয়াল, সং কৃত্বা–করিআ—করিয়া। ই স্থানে য়ু এবং য় স্থানে ই এ আসিয়াছে। সং করোতি পদের প্রাচীন বাগলা রূপ করোই। পরে করয়—করএ বা করয়ে—কবৃএ— করে। সং সাগর—সায়র, অনেকে বলে সাএর। এইরূপ, সং কায়স্থ—কায়থ—কাএত। উপরের দৃষ্টাস্তের সাদৃপ্তে, কত+এক = কঅ +এক = কর+এক = কয়েক। প্রাচীন