পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্য। ] মাতিয়াছে ! সমুদ্রে আজ এ কী আলোড়ন, কী গর্জন ! ইভা ভয়ে মুহ্যমান হইয়া পড়িলেন —এমনিতর আর একদিনের কথা তাহার মনে পড়িল, তিনি চীৎকার করিয়া উঠিলেন—-এ যে সেই ! সেষ্ট মলডির আকাশ ! সেষ্ট মলডির সমুদ্ৰ—সেই প্রলয়ের বিভীষিকা ! চা ভগবান ! রক্ষা করে ।” বলিতে বলিতে মুচ্ছতুির হইয়া মাটিতে লুটাষ্টয়া পড়িলেন । ( ক্রমশ: ) শ্ৰীমণিলাল গঙ্গোপাধ্যায়। جمهوایحههای میانه পদ্মার প্রতি হে পদ্মা ! প্রলয়ঙ্করী ! তে ভীষণ । ভৈরবী সুন্দরী ! হে প্ৰগলভা ! হে প্রবলা ! সমুদ্রের যোগ্য সহচরী তুমি শুধু ; নিবিড় আগ্রহ তার পার গো সহিতে এক তুমি ; সাগরের প্রিয়তমা অগ্নি দুর্বিনীতে ! দিগন্ত বিস্তৃত তব হাস্তের কল্লোল তারি মত চলিয়াছে তরঙ্গিয়া,—চিরদৃপ্ত, চির-অব্যাহত । ছমিত, অসংযত, গৃঢ়চারী, গহন-গম্ভীর, সীমাহীন অবজ্ঞায় ভাঙিয়া চলেছ উভতীর ! রুদ্র সমুদ্রের মত, সমুদ্রেরি মত সমুদার তোমার বরদ হস্ত বিতরিছে ঐশ্বৰ্য্য-সম্ভার । উৰ্ব্বর করিছ মহী, বহিতেছ বাণিজ্যের তরী, গ্রাসিয়া নগর গ্রাম হাসিতেছ দশদিক ভরি’ ! কখনো প্রসন্ন তুমি, কন্তু তুমি একান্ত নিষ্ঠুর ; দুৰ্ব্বোধ, দুর্গম হয়, চিরদিন দুজ্ঞেয়-সুদূর । শিশুকাল হ’তে তুমি উচ্ছ খল, রেস্ত-দুৰ্ব্বার ; সগর রাজার ভস্ম করিলে না স্পর্শ একবার ! স্বৰ্গ হ’তে অবতরি’ ধেয়ে চলে এলে এলোকেশে, কিরাত-পুলিন্দ-পুণ্ড অনাচারী অস্ত্যজের দেশে ! বিস্ময়ে বিহবল-চিত্ত ভগীরথ ভগ্ন-মনোরথ বৃথা বাজাইল শঙ্খ, নিলে বেছে তুমি নিজপথ ; আর্য্যের নৈবেদ্য, বলি, তুচ্ছ করি’ হে বিদ্রোহী নদী ! অনাহূত অনাৰ্য্যের ঘরে গিয়ে আছ সে অবধি ! Şe নবীন সন্ন্যাসী AASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAASAAA S۹۰ مایع سیمای جتبییمای جبهه ‛ «ፃe) چه - ۰ - ۰ = ه ۰ - ۰ - معنی می সেই হ’তে আছ তুমি সমস্তার মত লোক মাঝে, ব্যাপৃত সক্ষম্র ভুজ বিপর্য্যয় প্রলয়ের কাজে ! দম্ভ যৰে মূৰ্ত্তি ধরি স্তম্ভ ও গুম্বজে দিনরাত অভ্ৰভেদী হ’য়ে ওঠে, তুমি না দেখাও পক্ষপাত তার প্রতি কোনো দিন ; সিন্ধুসখী ! হে সাম্যবাদিনী ! মুখে বলে কীৰ্ত্তিনাশা, হে কোপনা ! কল্লোলনাদিনী ! ধনী দীনে একাসনে বসায়ে রেখেছ তব তীরে, সতত সতর্ক তারা অনিশ্চিত পাতার কুটীরে ; না জানে সুপ্তির স্বাদ, জড়তার বারত না জানে, ভাঙনের মুখে বসি’ গাঙ্গে গান প্লাবনের তানে, নাহিক বাস্তুর মায়া, মরিতে প্রস্তুত চিরদিনই ! অয়ি স্বাতন্ত্র্যের ধারা। অগ্নি পদ্মা ! অন্ত্রি বিপ্লাবিনী ! ঐসত্যেন্দ্রনাথ দত্ত । 意 "metasunam, w gitms নবীন সন্ন্যাসী পঞ্চবিংশ পরিচ্ছেদ । মোহিতের আগমন । অপরাহ্ল কাল । গুরুদাস বাবু বৈঠকখানায় আরাম কেদারায় হেলান দিয়া, একখানি ইংরাজী গ্ৰন্থ পাঠ কবিভেছেন । চক্ষে সোনার চসমা রহিয়াছে । কক্ষে আর কেহ নাই । গুরুদাস বাবুর বয়স পঞ্চাশের উপর। বুদ্ধ, উজ্জল - গৌরবর্ণ—যুবাকালে ইনি একজন স্বপুরুষ বলিয়া গণ্য ছিলেন। এখন দেহখানি ঈষৎ স্থল—কিন্তু বেশ স্বাস্থ্যপূর্ণ বলিয়া বোধ হয়। মস্তকের কেশগুলি বিরল চষ্টয়া আসিয়াছে ; যাহা আছে তাহার অধিকাংশই শুভ্র । চক্ষু দুষ্টটি বৃহৎ ও হাস্তবিভাসিত। ক্ষৌরিত চিকণ মুখমণ্ডল হইতে যেন একটা সহৃদয়তার দীপ্তি ফুটিয়া বাতির তটতেছে । গায়ে একটি পাতলা শাদ ফ্ল্যানেলের হাতকাট পিরাণ । পার্শ্বে আলবোলায় তামাকু প্রস্তুত রঙ্গিয়াছে—কলিকা চটতে অল্প অল্প ধূমোদগম হইতেছে—কিন্তু বৃদ্ধের সেদিকে খেয়াল নাট। তামাকু মনের তাক্ষেপে নিজে নিজেষ্ট পুড়িতেছে । গুরুদাস বাবু যখন পাঠে নিমগ্ন থাকেন—তখন তাহার পার্থে তামাকু সৰ্ব্বদাই প্রস্তুত থাকে। কখনও মাঝে মাঝে SS SSAAAA AAAA SAAAAA AA AAAA SAS S S SHHHS