পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] অরণিদ্বয় শমীগর্ভ অর্থাৎ শমীবৃক্ষের মধ্য হইতে উৎপন্ন অথবা শমীবৃক্ষের সহিত সংসত্তমূলী অশ্বখ বৃক্ষের পূৰ্ব্বমুখ, উত্তরমুখ বা উৰ্দ্ধমুখ শাখা ছেদন করিয়া তাহারই দ্বারা নিৰ্ম্মাণ করিতে হয় । শমীগর্ভ অশ্বথ না পাওয়া গেলে যে-কোেন অশ্বথেরষ্ঠ শাখার হইতে পারে ( কৰ্ম্মপ্রদীপ, S. a. o.) . অধরারণি এই অশ্বথশাখা হক্টতে নিৰ্ম্মিত একথানি চতুষ্কোণ কাষ্ঠ। ইহা দৈর্ঘ্যে ২৪ আঙুল, বিস্তারে ৬ আঙুল এবং উচ্চতায় ৪ আঙুল। চিত্রে ইহা সৰ্ব্বনিয়ে দেখিতে পাওয়া যাইতেছে ; যে কাষ্ঠখণ্ডে একখানি রজ্জ্ব জড়ান রহিয়াছে দেখা যাইতেছে, তাক এই অধরারণির উপরেই স্থাপিত রহিয়াছে। এই চতুষ্কোণ কাঠের মূলের দিকে আট আঙুল, এবং অগ্রের দিকে ১২ আঙুল ত্যাগ করিয়া মধা স্থানে একটু খুদিয়া নিম্ন করিয়া দিতে হয়, যাহাতে ঐ স্থানে স্থাপিত প্রমন্থনামক কাষ্ঠখানি বেশ ঘুরিতে পারে । অধরারণির দ্যার উত্তরারণি ও উল্লিখিত শমীগর্ভ অশ্বখ-শাখার কাষ্ঠে নিৰ্ম্মিত হয়, এবং ইঙ্কার আকার ও পরিমাণও ঠিক অধরারণির দ্যায়, কেবল ইহার মধ্য স্থলে

  • यां°रुष tश्रौउरुण ४. ४. २. ब्रज डाषा : काठाब्रन (डोछएक ৪. ৭, ২, বৃত্তি ; পারস্বর গুহাঙ্গুত্র ১. s. s, হরিহর ভাষ্য ; তজ্জত যজ্ঞপার্শ্বকায়িকা ।

+ “সংসজমুলো য: শম্য স শর্মীগৰ্ভ উচ্যতে”– কৰ্ম্মপ্রদীপ, ১, ৭. ৩ ; ষঙ্গপার্শ্বকারিক । বৈদিক অগ্নিমন্থন ও যজ্ঞীয় পাত্র ASAeeeAeAAASAAAA AAAA AAAA AAAASAAAAMAMeAeSeAeMMeMAeAMAeMAeeAeMMeeeSeSS ჯჭs) AAAAA SS AASAASAASAASAASAASAASAASAASAAAS অধরাবণির স্তায় খুদিয়া নিম্ন করা হয় না। চিত্রে ইছা অধরারণির বাম দিকে দেখা যাইতেছে। এই উত্তরারণিকে ১৮ ভাগে বিভক্ত করিতে হয় ; এবং সেই এক এক ভাগেরই নাম প্র ম স্থ। চিত্রে উত্তরারণিকে এইরূপ বিভক্তাবস্থায় দেখা যাইতেছে না ; ইহাতে কেবল পরিমাণানুসারে চিহ্ন কাটা আছে। একটি প্রমস্থ শেষ হইয়া গেলে ঐ চিহ্নমত আবার একটি কাটিয়া লইতে হয়। অধরারণির উপরে ইকারই দ্বারা অগ্নি মন্থন করা যায় বলিয়া ইহার নাম প্রম স্থ। অরণি শব্দের অর্থ নিমন্থনকাষ্ঠ। অগ্নিমস্থনের সময় অধর অর্থাৎ নীচে থাকে বলিয়া ঐ কাষ্ঠের নাম অ ধরা র ণি, এবং প্রমন্থরূপে উত্তর অর্থাৎ উপরে থাকে বলিয়া ইহার নাম উত্ত রা র শি। চিত্রে দেখা যাইতেছে অধরারণির মধ্য স্থলে উপরে একখানি কাষ্ঠ উখিত আছে, এবং তাঙ্গতে একখানি রজু জড়িত রহিয়াছে ; কিন্তু বস্তুতঃ সেখানে স্থই খানি কণষ্ঠ সংযোজিত রহিয়াছে। অধরারণির ঠিক উপরে ংলগ্ন হইয় যে কাষ্ঠ খানি উত্থিত আছে, ইহার নাম প্রম স্থ। ইহা যে পূৰ্ব্বোক্ত উত্তরারণিরই এক অংশ তাহা পূৰ্ব্বে বলা হইয়াছে। যে কাষ্ঠ খানিতে রজ্জ্ব বেষ্টিত আছে, তাহারই মূল দেশে এই প্রমন্থকে একটি লেীচকীলক ( পেরেক ) দ্বারা দৃঢ়ভাবে আঁটিয়া দেওয়া হয় ; এই কীলকটি রজুবেষ্টিত কাষ্ঠখানিতে লগ্ন করিয়াই রাখা হয়। প্রমস্থ দৈর্ঘ্যে ৮ আঙুল, বিস্তারে ২ আঙুল, এবং উচ্চতাতেও ২ আঙুল হইয়া থাকে। যে কাষ্ঠথানিতে রজ্জ্ব জড়িত রহিয়াছে, তাহার নাম চাত্র। চা ত্ৰ যে কোন সারবান কাষ্ঠের হইতে পারে। কেহ কেহ থদির কাষ্ঠের করিবার বিধি দেন। ইহার নিয়ে লৌহকীলকযুক্ত চতুরস্র গর্ত থাকে, এবং তাছাতেই প্রমন্থ আবদ্ধ হয় ইহা বলা হইয়াছে। চাত্রের নিম্ন ও উপরিভাগ লোহার পাত দিয়া মোড়া হয় ; ইহার উন্ধেগু এই যে, এইরূপ করিলে নিয়ত ঘর্ষণ প্রাপ্ত হইয়া সত্বরে তাহা মই হইয়া যায় না। ইহার উপরিভাগ এরূপ ভাবে একটু সরু করিয়া দিতে হয়, যাঠাতে কোনো ছিদ্রের মধ্যে তাহাকে প্রবিষ্ট করাইতে পারা যায় । متهمینه ماهی ----۰ به همه, ده ۰ جه