পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৫০ : বিমণ্ডিত একটী দূরস্থিত গিরিগাত্রের শোভা দেখিয়া আমি একান্ত বিমুগ্ধ হইয়াছিলাম। রজনীর অন্ধকারে গিরিগাত্র বা গিরিগাত্রস্থিত সোঁধাবলী কিছুষ্ট দৃষ্টিগোচর তইতেছিল না ; কেবল আকাশপথে স্তরে স্তরে উজ্জল আলোকশ্রেণীই নয়নযুগলে প্রতিভাত হইতেছিল। দেখিয়৷ মনে হইতে লাগিল, আমরা যেন ভূতল পরিত্যাগ করিয়া চন্দ্রের অমরাবতীর সন্নিহিত হইয়াছি ! শিমলার চতুর্দিকের স্বাভাবিক দৃশু পরমরমণীর ও চমৎকার। কোনও দিকে পৰ্ব্বতরাঞ্জির উপর পর্বতরাজি ; কোথাও গভীর উপত্যকাভূমি ও খাত, কোথাও নিবিড় বনাচ্ছন্ন গিরিগাত্র ; কোথাও বৃক্ষলতাশূন্ত উচ্চ পৰ্ব্বতশৃঙ্গ এবং কোথাও বা সুগভীর খাতের মধ্যে কলনাদিনী তটিনী। শিমলা নগরী পুৰ্ব্ব পশ্চিম দিকে অৰ্দ্ধচন্দ্রাকারে লম্বিত ও বিস্তৃত। রেলপথ পশ্চিমদিক কষ্টতে আসিয়া শিমলা নগরীতে প্রবিষ্ট হুইয়াছে। রেলগাড়ী হইতে সৰ্ব্বপ্রথমেই প্রসপেক্টছিল ও অবজারভেটারহিল নয়নপথে পতিত হয়। এই শেষোক্ত পৰ্ব্বতের উপর বড়লাটসাহেব বাহাদুরের প্রাসাদ অবস্থিত । আমি এক্ট পৰ্ব্বতের নাম জানিতাম না; কিন্তু রেলগাড়ী তষ্টতে এই পৰ্ব্বত ও তদুপরিস্থিত প্রাসাদ সৰ্ব্ব প্রথমে নয়নগোচর করিব মাত্র, আমি প্রাসাদটিকে একটা অব্‌জার্ভেটারী বা নক্ষত্র-পর্য্যবেক্ষণগুহ মনে করিয়াছিলাম। পরে পর্বতের নাম গুনিয়া নামের সার্থকতা বুঝিতে পারিলাম। প্রকৃত প্রস্তাবে, ১৮৪০ șètz" F(fl. citētni (Colonel Boileau) as পৰ্ব্বতের উপর একটা অবজার্ভেটারী গুঙ্গও স্থাপন করিয়াছিলেন বলিয়া অবগত হওয়া যায়। সেই কারণেই এই পৰ্ব্বতের নাম অরঞ্জার্ভেটারী চিল হইয়াছে। ১৮৫০ খৃষ্টাব্দে অবজারভেটারী গৃহ পরিত্যক্ত হয় এবং পৰ্ব্বতের উত্তঙ্গ চূড়াটি কাটিয়া পৰ্ব্বতের উপরিভাগে একটা বিস্তৃত সমতলক্ষেত্র প্রস্তুত হয় । এই সমতলক্ষেত্রের উপর বড়লাট সাহেব বাহাদুরের সুন্দর প্রাসাদ হুইয়াছে। এই প্রাসাদের নাম ভাইস্রাগ্যাল লজ অর্থাৎ সম্রাটুপ্রতিনিধির বাসভবন । অবজারভেটারী পৰ্ব্বতের দক্ষিণপশ্চিম পাদমূলে এবং প্রসপেক্ট হিলের পূৰ্ব্বভাগে যে বসতি আছে, তাহা কর্ণেল প্রবাসী—চৈত্র, ১৩১৭ [ ১০ম ভাগ, ২য় খণ্ড বোইলোর নামাকুসারে বোইলোগঞ্জ ( Boileauganj ) নামে অভিহিত হয় । এখানে একটা বাজার আছে এবং কতিপয় উচ্চপদস্থ বাঙ্গালী কৰ্ম্মচারী বাস করিয়া থাকেন । পূৰ্ব্বেষ্ট উক্ত কষ্টয়াছে, শিমলানগর একটা অৰ্দ্ধচন্দ্রাকার গিরিশ্রেণীর উপর অবস্থিত। প্রসপেক্টহল ও বোছুলোগঞ্জ সেই অৰ্দ্ধচন্দ্রের পশ্চিম প্রান্ত, এবং কাগুমটি ও ছোট শিমলা তাঙ্গর পূর্বপ্রান্ত। এই অৰ্দ্ধচন্দ্রের অভ্যন্তরভাগের সম্মুখে দক্ষিণদিকে সুগভীর ও সুবিস্তৃত উপত্যক। বিদ্যমান । ইকী শিমলানগরী হইতে প্রায় সহস্রাধিক ফুট নিম্ন এবং অসংখ্য গভীর থাত, অনুচ্চ শৈল, পরোনাল ও তটিনীদ্বারা বিভক্ত । এই অৰ্দ্ধচন্দ্রের বিপরীত অর্থাৎ উত্তরভাগেও গভীর খাত ও পয়োনাল পরিশোভিত উপত্যক আছে এবং পৃষ্ঠ দণ্ডের হ্যায় চারিটি পৰ্ব্বত উত্তরদক্ষিণদিকে লম্ববান হইয়া অৰ্দ্ধচন্দ্রের বহিবৃত্তের সহিত সংযুক্ত আছে। পশ্চিমভাগে অবজারভেটারাচিলের নিকট অৰ্দ্ধচন্দ্রের প্রথম পৃষ্ঠদণ্ডস্বরূপ যে পৰ্ব্বত দণ্ডায়মান, তাছার নাম মার হিল অর্থাৎ বসন্তগিরি।* এই পৰ্ব্বতটি অতীব মনোহর। ইঙ্গার গাত্রনিচয় নিবিড় অরণ্যে সমাচ্ছন্ন। উভয় পাশ্ববৰ্ত্তী বনের মধ্য দিয়া রাজপথ ঘুরিয়া ফিরিয়া ধীরে ধীরে ইঙ্গর উচ্চ শৃঙ্গাভিমুখে প্রধাবিত হইয়াছে। পৰ্ব্বতের পশ্চিমভাগে যে রাজপথ, তাহা প্রায় গৃষ্ঠ শুষ্ঠ ও জনশূন্ত । নির্জন আরণ্য পথ বহিয়া পৰ্ব্বতশিখরে আরোহণ করিতে করিতে হৃদয় আনন্দে পরিপূর্ণ হয় এবং মনোমধ্যে নানা গভীর ও উচ্চভাবের উদয় চয় । এষ্ট পৰ্ব্বতের সমান্তরালে পশ্চিমদিকে আর একটা বনাচ্ছন্ন পৰ্ব্বত দৃষ্ট হয়। সেই পৰ্ব্বতের নাম পটারি হিল বা কুম্ভকার পর্বত। পটারি ছিল সিমল নগরীর সীমার বর্হিভূত ও পাটিয়াল রাজ্যের অন্তর্গত। ইহার শুঙ্গে কুম্ভকারের কুম্ভ ইত্যাদি প্রস্তুত করে বলিয়া ষ্টচার নাম কুম্ভকার পর্বত বা পটারি তিল হক্টয়াছে । বসন্তগিরি বা সমার ছিলের উপর আরোহণ করিতে করিতে উত্তরভাগে উপনীত হইলে চমৎকার পাৰ্ব্বত্য দৃশু

  • শীতপ্রধান দেশে যাহ। Summer বা গ্রীষ্মকাল, আমাদের দেশে তাহ বসন্তের তুল্য। এই কারণে, Summer Hill এর विषूवांश् “क्षजस्त्रनििद्वि” झब्र। श्ल ।