পাতা:প্রবাসী (দশম ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

やが○8. AAAAS SAAAAAS AAASASAASAASAASAASAASAASAAAS পরিমাণে স্বাধীনতা লাভ ও শক্তিবিকাশের অনেক মুযোগ ফরিয়া দিয়াছে। ইংরাজশাসন-সময়েই পারসীর প্রথম তাহাদের স্বদেশীয় ভাষায় সাহিত্য রচনা করে ও বোম্বাক্ট অঞ্চলে প্রথম স্বদেশী ভাষায়ু সংবাদপত্র বাকির করে। পরে খুষ্টান মিশনরিগণ পারসীধৰ্ম্মকে আক্রমণ করিতে আরম্ভ করিল। তাহাদের আক্রমণ করিবার উপলক্ষ্যও ছিল, কারণ পরবর্তীকালের পুরোহিতদের প্রবর্তিত সাহিত্য ও অনুষ্ঠান এবং সেই সঙ্গে হিন্দু ও মুসলমানদের অনুষ্ঠানগুলি যুক্ত কষ্টয়া আসল ধৰ্ম্মকে বিকৃত করিয়াছিল। এই সময় ক্যাথলিক চার্চের অধীনস্থ একটি বিদ্যালয়ের দুইটি পারসী যুবক ছাত্রকে মিশনরির খৃষ্টান করায় পারসীদের সঙ্কিত তাহাদের ঘোরতর বিরোধ উপস্থিত হইল। পারসীরা এইরূপ ধৰ্ম্মান্তর গ্রহণের স্রোতকে বাধা দিবার জন্ত প্রবল উদ্যমে প্রবৃত্ত হইল । পারসীধৰ্ম্মকে সমর্থন করিবার এবং খৃষ্টানধৰ্ম্মকে সমালোচনা ও আক্রমণ করিবার উদ্দেশে এই সময় উছারা কতকগুলি মাসিক পত্রিকাও বাহির করে । এষ্ট সময়েই তাহাদের চেতনা জন্মিল ষে অর্থ না বুঝিয়া কেবল শাস্ত্রের কতকগুলি শ্লোক মুখস্থ করায় কোনই লাভ নাট এবং বালকবালিকাগণকে এক্ষণ হক্টতে আপনাদের ধৰ্ম্মের প্রকৃত তাৎপৰ্য্য শিক্ষা দেওয়াই বিশেষরূপে কৰ্ত্তব্য । এষ্ট আন্দোলন উপলক্ষ্যে পারসীগণ তাহাদের স্বধৰ্ম্মের একটি প্রশ্নোত্তরমালা রচনা করিয়াছিল। নিজেদের ধৰ্ম্মতত্ত্ব ও চরিত্রনীতি সম্বন্ধে তপন তাহারা যেরূপ বুঝিত তাহারই দৃষ্টান্তস্বরূপে সেই প্রশ্নোত্তরমালা হইতে কিয়দংশ নিম্নে উদ্ধত হইল । প্র । জরথোস্তি সম্প্রদায়ভুক্ত আমরা কাহাকে বিশ্বাস করি ? উ। আমরা কেবল এক ঈশ্বরকে বিশ্বাস করিয়া থাকি, এবং তিনি ছাড়া আর কাহাকেও বিশ্বাস করি না । প্র। সেই এক ঈশ্বর কে ? উ। যিনি অন্তরীক্ষ, পৃথিবী, স্বর্গদূতগণ, নক্ষত্ৰসকল, স্বৰ্য্য, চঞ্জ, অগ্নি, জল, চারিভূত এবং স্বর্গ ও মর্ত্যের সমুদায় পদার্থ স্বষ্টি করিয়াছেন সেই ঈশ্বরকেই আমরা বিশ্বাস করি, পূজা করি, আহবান · করি ও আরাধন করিয়া থাকি । g প্রবাসী—চৈত্র, ১৩১৭ A SASAAAAASA SAASAASAASAASAASAAASMASAMAeSAASAASAASAASA SAAAAAMAAA AAAASAASAASAASAASAAAS ১০ম ভাগ, ২য় খণ্ড مه سینمایی سمپه ماهه... ما ** ه- م. - ۰ مه ------ سمی سمعه همه ی প্র । আর কোন দেবতায় কি আমরা বিশ্বাস করি না ? উ। যে কেহ আর কোন দেবতায় বিশ্বাস করে সে একজন অবিশ্বাসী মাত্র, তাহাকে নরকের শাস্তি ভোগ করিতে হইবে । g প্র । আমাদের ঈশ্বরের রূপ কি ? উ। আমাদের ঈশ্বরের মুখ নাই, আকার নাই, বর্ণ নাই, গঠন নাই, এবং কোন নির্দিষ্ট স্থানও নাই। র্তাহার মত অন্ত আর কোন কিছুই নাই ; কেবল মাত্র একাকীই ; এমন তাহার মহিম যে আমরা তাহাকে স্তুতি ও বর্ণনা করিতে অক্ষম । এবং আমাদের মনও তাহাকে ধারণ করিতে পারে না । প্র। এমন কোনো পদার্থ আছে যাহা ঈশ্বরও স্বষ্টি করিতে পারেন না ? উ। স্থা, একটি বস্তু আছে যাহা স্বয়ং ঈশ্বরও স্বষ্টি করিতে পারেন না । প্র। সেই বস্তু কি আমাকে বুঝাষ্টয়া দাও । উ। ঈশ্বর সমুদয় পদার্থের স্বষ্টিকৰ্ত্ত ; কিন্তু যদি তিনি আপনার মত দ্বিতীয় আর এক ঈশ্বর স্বষ্টি করিতে ইচ্ছা করেন তাহা তিনি করিতে পারেন না । ঈশ্বর নিজের মত অন্ত আর একটি স্বষ্টি করিতে পারেন না। প্র । ঈশ্বরের কতগুলি নাম আছে ? উ। কথিত আছে তাহার এক হাজার একটি নাম, কিন্তু তাহার মধ্যে এক শত একটিই প্রচলিত। প্র । ঈশ্বরের এতগুলি নাম কেন ? উ। ঈশ্বরের যে নাম তাহার স্বরূপকে প্রকাশ করে তাঙ্গ দুইটি—এক যজদান (সৰ্ব্বশক্তিমান ) আর এক পাউক ( পবিত্র ) । হরমাজদ ( পরম আত্মা ), দাদার ( দ্যায়কর্তা ), পরবরদিগার (বিধাতা ), পরবরদার ( রক্ষাকর্তা ) প্রভৃতি তাহার অন্ত নামও আছে—ইহাদের দ্বারা আমরা তাহার স্তব করিয়া থাকি। তাছার মঙ্গল কাৰ্য্যসকলের বর্ণনাস্থচক আরো অনেক নাম তাহার আছে। প্র । আমাদের ধৰ্ম্ম কি ? উ। ঈশ্বরের পুজাই আমাদের ধৰ্ম্ম । প্র । কোথা হইতে এই ধৰ্ম্ম আমরা পাইয়াছি ?